পরিবারের ঋণ

আশাকরি " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ভালো আছেন। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে পরিবারের ঋণ সম্পর্কে একটি জেনারেল রাইটিং পোস্ট করলাম।


family-4937226_1280.jpg


লিংক


আসলে যে পরিবারে আমরা জন্মগ্রহণ করি না কেন আমরা সেই পরিবারে জন্মগ্রহণ করে নিজেদেরকে গর্বিত মনে করব। কেননা কোন পরিবারের লোকজন চায় না যে তাদের সন্তানেরা জীবনের কষ্ট পাক এবং সব সময় পিছনে পড়ে থাকুক। আর এজন্য আমরা সব সময় আমাদের পরিবারের প্রতি ঋণী থাকবো সারা জীবন। একটা জিনিস আমাদের সব সময় খেয়াল রাখতে হবে যে আমরা যে পরিবারে জন্মগ্রহণ করি সেই পরিবারে যতই অভাব অনটন থাকুক না কেন তারা কিন্তু সবসময় আমাদের চাহিদাগুলো পূরণ করার চেষ্টা করে। আসলে আমাদের চাহিদাগুলো পূরণ করতে করতে তারা তাদের নিজেদের জীবনের চাহিদা গুলো সব সময় অপূরণ রেখে দেয়। আসলে ছোটবেলায় আমরা সেসব জিনিস গুলো কখনো বুঝতে পারতাম না।


কিন্তু বর্তমান সময়ে আমরা এখন বিভিন্ন কাজকর্ম করি এবং অর্থ উপার্জন করি। কিন্তু যদি আমরা আমাদের পরিবারের দিকে একবারও না তাকাই তাহলে কিন্তু এখানে স্বার্থপর মন-মানসিকতার পরিচয় হবে। কেননা আমরা ছোটবেলা থেকে পরিবারের থেকে যেসব সুযোগ-সুবিধা গ্রহণ করেছি সেসব সুযোগ সুবিধা গ্রহণ করা হলে আমরা জীবনে বড় হতে পেরেছি এবং আজ পৌঁছাতে পেরেছি। আসলে অনেক পরিবারের পিতা-মাতারা যারা কিনা তাদের সন্তানদেরকে মানুষের মত মানুষ পড়ার জন্য তারা তাদের সর্বস্ব ত্যাগ করেছে। আসলে এইসব মা-বাবারা তাদের চোখের ঘুমকে সরিয়ে দিয়ে তারা তাদের সন্তানদেরকে কিভাবে মানুষ করবে সে জন্য সব সময় চেষ্টা করবে। আসলে এসব কথা যদি আমরা ভুলে যাই তাহলে আমরা কখনো মানসিকতার পরিচয় বহন করতে পারব না।


আসলে অনেক সন্তান রয়েছে যারা কিনা বড় হয় তাদের মা-বাবাকে তারা ভুলে যায় এবং তাদের শেষ বয়সে তারা তাদের মা-বাবাকে কখনো ভালো-মন্দ দেখাশোনা করে না। আসলে এসব সন্তানেরা কখনো মানুষের মত মানুষ হতে পারেনি। যদিও তাদের মা-বাবা সব সময় চেষ্টা করেছে তাদেরকে কি করে বড় করবে এবং মানুষের মত মানুষ করে তুলবে। মা বাবার কাজকর্ম সবসময় চলতে থেকে যতদিন না তাদের সন্তানরা মানুষের মত মানুষ হয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। আসলে এইসব মা-বাবাকে যারা বয়সকালে ভুলে যায় তাদের মত পশু এই পৃথিবীতে আর মনে হয় একটিও খুঁজে পাওয়া যাবে না। আর এজন্য আমরা একটা জিনিস সব সময় চেষ্টা করব যাতে করে আমরা আমাদের পরিবারকে সবসময় একটু ভালো রাখার চেষ্টা করব।


আসলে পরিবারের ঋণ আমরা কখনো শোধ করতে পারবোনা কেননা পরিবার আমাদের জন্য যা কিছু করেছে তা অন্যান্য কেউ আমাদের জন্য সেটুকু কখনোই করবে না। আর এভাবে যদি আমরা আমাদের পরিবারকে ভালোবেসে তাদের বিপদে আপদে সবসময় পাশে থাকতে পারি এবং পরিবারের লোকজনকে ভালবাসতে পারি তাহলে আমরা যে শান্তি পাব সে শান্তি আর অন্য কোন কিছুতে পাবো না।আর এজন্য আমাদের জীবনের প্রথম টার্গেট হবে আমরা জীবনে বড় হয়ে আমাদের পরিবারের সদস্যদের অপূরণ করা জিনিসগুলো পূরণ করব এবং তাদের ভালোমন্দ দেখার দায়িত্ব আমাদের। শুধুমাত্র আমাদের ক্ষেত্রে নয় পৃথিবীর সকল মানুষের ক্ষেত্রে এইরকম হওয়া উচিত। এভাবে আমরা একটা সুন্দর পরিবার গঠন করতে পারব যেখানে সবাই মিলেমিশে একসাথে আনন্দ উপভোগ করব এবং জীবনের বাকিটা সময় কাটাতে পারব।



আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি । ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।


আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।