আমার গোধূলি,আমার প্রেম,
তোমার ও চরণে রেখে এলেম,
ঠাঁই দিও, যদি ভালোবাসো ।
ভালোবাসিলেই যদি পেতো ঠাঁই,
রমণী না কাঁদিতো,
ভালোবাসা তবুও রাই।
ভালোবাসার টানে গৌধূলী লগ্নে,
নিষ্পাপ প্রেমের টানে না রমণীর গুণে?
তবুও ভরা সন্ধ্যেয় অপেক্ষার ছন্দে,
এলোকেশী যদি দেয় ধরা,
সে গৌধূলীর শেষ প্রান্তে।
অসাধারণ লিখেছেন আপু। সত্যি আপু আপনার লেখা কবিতার গভীরতা অনেক বেশি। হয়তো ভালোবাসার টানে কোন এক গোধূলি লগ্নে সে ফিরে আসবে। তবুও যেন জীবন জুড়ে শুধুই প্রতীক্ষা আর প্রতীক্ষা।