You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৬২

in আমার বাংলা ব্লগ2 years ago

রাত্রি আঁধার চোখের ভাষায়,
লুকিয়ে কতো স্মৃতি।
কাছে পাওয়ার এ তাড়নায়,
অনুভূতি করে কতো কারসাজি!

ঝমঝম ওই বৃষ্টি নামে,
চিঠি পাঠাই তোমার খামে।
দেখতে যদি একটি বারে,
অশ্রুসজল গুছতো তবে।