কক্সবাজার, বাংলাদেশ

সারা পৃথিবীতে অনেক সুন্দর জায়গা রয়েছে। তার মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে বাংলাদেশের কক্সবাজার। শহরের ব্যস্ততা কাটিয়ে সমুদ্রের বিশুদ্ধ বাতাস সত্যি মানুষের মন মানসিকতা এবং শরীরকে সুস্থ্য করে তোলে।এ ছাড় রয়েছে মেরিন ড্রাইভ, যার এক পাশে সাগর আর আরেক পাশে পাহাড়।অসাধারণ মসৃণ এই রাস্তায় একটি রিকশা ভ্রমণ হতে পারে সব চাইতে ভালো ও সুন্দর একটি অভিজ্ঞতা।
IMG_20211112_083035.jpg

FB_IMG_1637068806127.jpg

Sort:  
 3 years ago 

ভাই আপনাকে প্রথমে পরিচয় মূলক পোস্ট করতে হবে। আপনি আমাদের কমিউনিটির পোস্ট করার নিয়ম কানুন সম্বন্ধে আমার মনে হয় তেমন একটা অবগত নন সুতরাং নিয়ম-কানুন মেনে পরিচয় মূলক পোস্ট করার পরে তারপরে কাজ করুন। আপনার জন্য শুভকামনা রইল।

ভাই কিছুটা কম জানি।শিখছি।তাই বিষয় গুলো বলে দিলে অথবা সাহায্য করলে উপকৃত হবো

হবে। একটি কাগজে লিখতে হবে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ। সেই কাগজসহ সেলফি নিয়ে সেই সেলফির সঙ্গে আরও নূন্যতম চার-পাঁচটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখুন। পোস্টে আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার সম্বন্ধে কিছু, আপনার জাতীয়তা এবং কোন এলাকা থেকে এই সমস্ত তথ্য উল্লেখ করতে হবে। l#abb-intro এই ট্যাগ ব্যবহার করতে হবে অবশ্যই। আইডি ভেরিফাই হওয়ার পর আপনি পোস্ট করতে পারবেন।

এই পোস্ট থেকে ভালোভাবে জানতে পারবেন কিভাবে পরিচিতিমূলক পোস্ট করতে হব-
https://steemit.com/hive-129948/@rme/4pwnok
আমার বাংলা ব্লগ এ কিভাবে আপনি সফল হতে পারবেন সেটা জানতে হলে এই পোস্টটি পড়ুন-
https://steemit. আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে আপনাকে প্রথমে একটি পরিচিত মূলক পোস্ট করতে com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21
যেকোনো সমস্যার দ্রুত সমাধানের জন্য ডিস্করড এ যোগ দিন।চেষ্টা করবেন আপনার স্টিমিট আইডি আর ডিস্করড আইডি যেন একই হয়। ডিস্করড লিংক-

https://discord.gg/FqAugQm7