নীলসাগর ভ্রমণ / পর্ব ০২
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম ৷ আজকে আমি আপনাদের মাঝে আমার নীলসাগর ভ্রমণের দ্বিতীয় পর্ব শেয়ার করবো ৷ প্রথম পর্ব আমি নীলসাগর ভ্রমণের বিস্তারিত শেয়ার করেছি ৷ এই পর্ব আমি সেখানকার আরো কিছু ফটোগ্রাফি এবং অনুভুতি শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
আসলে ঘোরাঘুরি করতে আমার অনেক বেশি ভালো লাগে ৷ বেশ কিছু দিন আগে আমি নীলসাগর নামে এই জায়গায় ঘুরতে গেছিলাম ৷ সেখানে গিয়ে দারুণ কিছুটা সময় কাটিয়ছি ৷ সেখানে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার এখনো বেশ মনে পড়ে ৷ নীলসাগর নামে এই জায়গাটি বাংলাদেশের নীলফামারী জেলা সদর থেকে উত্তর-পশ্চিম কোণে ১৪ কিমিঃ দূরত্বে গোড়গ্রাম ইউনিয়নে অবস্থিত ৷ খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের এই জায়গায় সময় কাটালে নিমিশেষই মন মাইন্ড সব ফ্রেশ হয়ে যায় ৷ আমি কয়েকবার এই জায়গায় গিয়েছিলাম ৷ এটি মূলত একটি বড় দীঘি , চারপাশে গাছগাছি , মন্দির , মসজিদ সহ বিনোদনের জন্য পার্ক রয়েছে ৷ এর বাইরে চারপাশটা গ্রাম প্রকৃতির ৷ সব মিলিয়ে ভীষণ সুন্দর এই জায়গাটি ৷ ব্যক্তিগত ভাবে আমার কাছে ভীষণ ভালো লাগে নীলসাগর নামে এই জায়গাটি ৷ বেশ কিছু দিন আগে আমি আরো একবার এখানে ঘুরতে গিয়েছি ৷ এবং দারুণ কিছুটা সময় কাটিয়েছি ৷ সুন্দর সময় কাটানোর পাশপাশি আমি সেখানকার অসংখ্য ফটোগ্রাফিও করেছি ৷ আজ আমি সেখান থেকেই কিছু ফটোগ্রাফি এবং অনুভূতি শেয়ার করবো আপনাদের মাঝে ৷ আশা করি সবার ভালো লাগবে ৷
নীলসাগরে প্রবেশ করতেই এই দৃশ্যটা চোখে পড়বে ৷ ইট সিমেন্টের তৈরি বেশ বড় একটা মুক্তার মাঝে লেখা নীলসাগর ৷ এর পিছনেই নীলসাগর নামে বড় সেই দীঘি ৷ চারপাশটা গাছগাছালি দিয়ে ভরা , চোখ জুড়ানো এক মনোরম দৃশ্য চোখে পড়বে নীলসাগর দীঘি'তে প্রবেশ করতেই ৷
দীঘির চারপাশ দিয়ে ছোট একটা কাচা রাস্তা আছে , দীঘিটা চারপাশ থেকে ঘুরে দেখার জন্য ৷ আর রাস্তার উপরে দীঘির পাড়ে লাগানো হযেছে বিভিন্ন ধরনের গাছগাছালি আর ফুলের গাছ ৷ যেগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে ৷ দীঘির সৌন্দর্য আর এই প্রকৃতি , সব মিলিয়ে দারুণ একটা জায়গায় সময় কাটানোর জন্য ৷
দীঘির পাড়ে রাস্তার মাঝে দারিয়ে জবা ফুলের সাথে নীলসাগর দীঘির অপরূপ সৌন্দর্য উপভোগ করার পাশপাশি কয়েকটা ফটোগ্রাফি করে নিই আমি ৷ এই দৃশ্যটা সত্যিই দারুণ ৷ দীঘির পাড়ে কিছু রক্ত জবা ফুলের গাছ ৷ ফুটে আছে লাল রক্ত জবা ফুল আর তারপাশেই বড় একটা দীঘি ৷ দারুণ দেখতে এই দৃশ্যটা ৷
দীঘির চারপাশে ঘোরাঘুরি আর ফটোগ্রাফি করার মুহূর্তটা সত্যিই দারুণ ছিলো ৷ গাছের নিচে দারিয়ে দীঘির এলোমেলো কিছু ফটোগ্রাফি ৷ এই প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করে দেয় আমাকে ৷ বেশ কিছুটা সময় প্রকৃতির মাঝে বসে এই সৌন্দর্যটা উপভোগ করি ৷ নীলসাগর নামে এই দীঘিটা অনেক বড় এবং দেখতেও অসম্ভব সুন্দর ৷
সেদিন আমি সেখানে দারুন কিছুটা সময় কাটানোর পাশাপাশি অসংখ্য ফটোগ্রাফিও করেছি বটে ৷ গাছগাছালি থেকে শুরু করে ফুল পার্ক মন্দির মসজিদ সব কিছু ই ফটোগ্রাফি করেছি ৷ আসলে ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ এই রঙিন মুহূর্ত গুলো ক্যামেরা বন্দি করতে পারলে ভিতরে শান্তি অনুভূত হয় ৷ যদিও সেদিনের আকাশ একটু মেঘলা ছিলো , দুটো গাছের সঙ্গে আকাশের একটা দৃশ্য ক্যামেরা বন্দি করে ফেলি ৷
এরপর সেই দীঘির পাড়ে বসে আরো কিছু টা সময় কাটাই আর দীঘির পাড়ের এই দৃশ্যে গুলো ক্যামেরা বন্দি করি ৷ অসংখ্য গাছ চারপাশে , গাছের এই ছায়ার মাঝে বসলেই শান্তি লাগে ৷ দীঘির চারপাশে বাইক দিয়ে একটা চক্কর দেওয়ার সময় ছোট একটা ভিডিওগ্রাফি করেছি ৷ ভিডিওগ্রাফিটা দেখবেন , আশা করি ভালো লাগবে ৷ নিচে শেয়ার করেছি , নীল সাগর দীঘির সৌন্দয ছোট একটি ভিডিও গ্রাফিতে ৷
তো বন্ধুরা আজ এ পর্যন্তই ৷ সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবে ৷ আশা করি আমার তোলা ফটোগ্রাফি গুলো আপনাদের সবার ভালো লাগবে ৷ অনেক অনেক ধন্যবাদ সবাইকে , সময় নিয়ে আমার পোস্টটি দেখার জন্য ৷ আবার কথা হবে , দেখা হবে অন্য কোনো ব্লগে ৷ ধন্যবাদ সবাইকে এতোক্ষন পাশে থাকার জন্য ৷
ক্যামেরাঃ realme C11
ক্যাপচারঃ 𝙽𝚒𝚛𝚘𝚋70
লোকেশনঃ https://w3w.co/slotted.inward.quartered
আমার বাংলা ব্লগ || বাংলাদেশ || 18 Nov 2024
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
ভ্রমণ করতে আমাদের সবারই অনেক ভালো লাগে। ভ্রমণ করার মুহূর্তগুলো যখন ক্যামেরাবন্দি করা হয় তখন আরো বেশি ভালো লাগে। ভ্রমণের সুন্দর মুহূর্ত গুলো শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।
খুবই সুন্দর জায়গা মনে হচ্ছে, বেশ বড় জায়গা নিয়ে অবস্থিত।
ধন্যবাদ আপনাকে অনেক গুলো সুন্দর ছবি শেয়ার করার জন্যে।
বড় মুক্তার মাঝে যেখানে নীল সাগর কথাটা লেখা আছে, সেটা যে ইট আর সিমেন্টের তৈরি এ কথা না বলে দিলে বুঝতেই পারতাম না। তাকে প্রতিটা ছবি এবং বিবরণ দেখে জাস্ট মুগ্ধ হয়েছি। মনোরম পরিবেশে আপনি বেড়াতে গিয়েছেন। খুবই ভালো লাগলো।