You are viewing a single comment's thread from:

RE: অঢেল সম্পদ!!

in আমার বাংলা ব্লগlast year

আসলেই কিছু পরিবারের সন্তান এভাবেই নষ্ট হচ্ছে ৷ পরিবার থেকে টাকা নিচ্ছে আর নিজেকে উড়াচ্ছে ৷ তবে পরিবেশ এবং সঙ্গ এই দু'টো অনেক গুরুত্ব বিষয় ৷ যেই নষ্ট সঙ্গ পেযেছে সেই নষ্ট হয়েছে ৷ যাই হোক , আপনার গল্পটা পড়ে অনেক ভালো লাগলো ৷ খুবই সুন্দর একটি বাস্তবিক গল্প শেয়ার করেছেন ৷ তবে তপুর কথা ভেবে একটু খারাপ লাগছে ৷ এতো সুন্দর একটি ছেলে নষ্ট হয়ে গেছে ৷ সে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেনা

Posted using SteemPro Mobile