সর্বস্ব বাজি
হ্যালো বন্ধুরা , কেমন আছেন সবাই ? আশা করি সবাই ভালো আছেন ৷ আমিও বেশ ভালো আছি ৷ তো আজ আবারও আপনাদের মাঝে চলে আসলাম , আজকে আমি আপনাদের মাঝে একটি নাটকের রিভিউ শেয়ার করবো ৷ আশা করি আপনাদের সবার ভালো লাগবে ৷
আসলে নাটক দেখতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে ৷ আমি সময় পেলেই নাটক দেখার চেষ্টা করি ৷ আজ শুক্রবার ছুটির দিন ঘরে শুয়ে বসে আছি , তাই ভাবলাম একটা নাটক দেখি ৷ সময়টা একটু নাটকের সাথে উপভোগ করা যাক , তাই ইউটিউবে গিয়ে নতুন এবং সুন্দর একটা নাটক খোঁজার চেষ্টা করলাম ৷ কিছুটা সময় দেখার পর সর্বস্ব বাজি নাটকটি সামনে চলে আসলো ৷ এই নাটকের নামটা বেশ ভালো লাগলো এ সময় ৷ তাই প্লে করে দেখা শুরু করলাম , নাটকটি দেখা শেষে বেশ ভালোই লাগলো ৷ তাই ভবলাম আজ এই নাটকের গল্পটা আপনাদেরও শোনা যাক ৷ আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে ৷ তো চলুন এবার শুরু করা যাক সর্বস্ব বাজি নাটকের রিভিউ..
নাটক | সর্বস্ব বাজি |
---|---|
লেখক | জোবায়েদ আহসান |
পরিচালনা | মাহমুদুর রহমান হিমি |
শিল্পী | ফারহান আহমেদ জোভান, তানজিম সায়ারা তটিনী এবং আরও অনেকেই |
চিত্রগ্রহণ | কামরুল ইসলাম শুভ |
ভাষা | বাংলা |
দৈর্ঘ্য | ১ ঘন্টা |
প্রকাশ | ইউটিউব , ১৯ অক্টোবর ২০২৪ ইং |
এই নাটকের শুরুটা হয় গল্পের নায়ক শুভ'কে দিয়ে ৷ সে একটা পরন্ত বিকেলে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে ৷ কিন্তু গরমের কারণে কিছুতেই ঘুমাতে পারছে না , মাথার উপর ফ্যান আছে ঠিকই তবে সেটা সেভাবে কাজ করছে না ৷ শুভ তার বড় বোনের বাড়িতে থাকে ৷ অনেক আগেই তার বাবা মা মারা গেছে ৷ বাবা মা মারা যাওয়ার পর থেকেই সে তার বড় বোন এবং দুলাভাইয়ের সাথে থাকে এবং তারাই তার দেখা শোনা করে ৷ শুভ এখন ছোট্ট একটা জব করে ৷ আর অবসর সময়টুকু এভাবে শুয়ে বসে কাটিয়ে দেয় ৷ আজও শুক্রবার ছুটির দিন , তাই সে পরস্ত বিকেলে ঘুমানোর চেষ্টা করছি ৷ কিন্তু গরমের জন্য ঘুমাতে পারছে না ৷ এর মাঝে আবার তার বড় বোন এসে তাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে ৷ তাকে এখন দুলাভাইয়ের সাথে বাইরে যেতে হবে ৷ শুভ যেতে না চাইলেও রাজি হয়ে যায় একরাশ বিরক্তি নিয়ে ৷ কারণ আপুর ইমোশনাল কথায় পেরে উঠে না শুভ ৷
অন্যদিকে গল্পের নায়িকা চুমকি বাবা মায়ের একমাত্র সন্তান ৷ বাবার ইচ্ছতে ঢাকায় ভালো একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে সবে ভর্তি হয়েছে ৷ এখানে ভার্সিটির কাছাকাছি ছাত্রী হোস্টেলে থাকার কথা তার ৷ কিন্তু কাছেই মামার বাড়ি হওয়াতে সেখানে থাকতে বলে চুমকির মামা মামি ৷ মামা মামির কথা রাখতে চুমকি এখন তার মামার বাড়িতেই থাকে এবং এখান থেকেই পড়াশোনা করে ৷ তবে চুমকির মামা মামি তাকে ভীষণ ভালোবাসে ৷
একদিন শুভর খালু তাকে ডেকে পাঠায় ৷ খালুর বাড়ি গিয়ে প্রথম চুমকির সাথে দেখা হয় শুভর ৷ প্রথম দেখায় দুজন দুজনকে বেশ ভালো লাগে ৷ এখানেই তাদের প্রথম কথা হয় ৷ চুমকির মামা মামি শুভর খালু খালা হয় ৷ শুভ'র খালু ফেসবুক চালানো শিখতে শুভকে ডেকে পাঠিয়েছে ৷ শুভ তার খালুকে ফেসবুক শেখাতে প্রায় তাদের বাড়িতে আসে ৷ আর এভাবেই চুমকির সাথে শুভ প্রায় দেখা হয় আর টুকটাক কথা চলতে থাকে ৷
এভাবে আসা যাওয়া আর খালুর বাড়িতে সময় কাটানোর মাঝে চুমকির সাথে শুভর ভালো একটা সম্পর্ক তৈরি হয় ৷ তবে তাদের এই সম্পর্কটা তাদের মাঝেই আছে ব্যক্তিগত ৷ চুমকির মামা মামি এসব বিষয় তেমন একটা খেয়াল করেনি ৷ চুমকি এবং শুভ দুজন দুজনকে ভালোও বাসে ৷ তবে কেউ কাউকে বলেনি , তাদের ভালোবাসাটা মনে মনে রয়ে গেছে ৷ এভাবেই তাদের সম্পর্ক টা আর সময়টা বেশ ভালোই যাচ্ছে ৷
দুজন দুজনের মান অভিমান গুলো মেনে নিয়ে ভালোবাসার সম্পর্ক জরিয়ে যায় শুভ আর চুমকি ৷ তবে তাদের এই ভালোবাসা এখনো ব্যক্তিগতই আছে ৷ কেউ কাউকে বলেনি ভালোবাসার কথা ৷ এভাবেই বেশ ভালোই যাচ্ছে তাদের ৷ হঠাৎ একদিন শুভ দুলাভাই একটা ছেলে নিয়ে আসে চুমকির জন্য ৷ শুভ যখন এসব ব্যাপারে জানতে পারে , তখন ভীষণ মন খারাপ করে ৷ সে বুঝতে পারে তার এরকমটা করা হয়তো ঠিক হয়নি ৷ চুমকির বিয়ের কথা শুনেই সে চলে আসে ৷ এরপর চুমকি তাকে ফোন দিলে শুভ ফোন বন্ধ করে রাখে ৷ ধীরে ধীরে চুমকির সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়ার চেষ্টা করে শুভ ৷ কিন্তু চুমকি সব সময় শুভর সাথে যোগাযোগের চেষ্টা করে ৷ কিন্তু কিছুতেই শুভকে পায় নাহ ৷
এভাবে আরো কিছু দিন চলে যায় ৷ চুমকির সাথে শুভর যোগাযোগ নেই ৷ শুভ হাজার মন খারাপের মাঝে তার রেগুলার লাইফে ফিরে যাওয়ার চেষ্টা করে ৷ অন্যদিকে চুমকিও ভীষণ মন খারাপ নিয়ে শুভ কথা ভাবে ৷ তার সাথে যোগাযোগের চেষ্টা করে এবম শেষমেশ চুমকি শুভকে খুজেও নেয় ৷ তাদের দেখা হয় , সমস্ত মান অভিমান ভেঙ্গে আবার এক সাথে থাকার সিদ্ধান্ত নেয় ৷ সারা জীবন এক সাথে থাকবে এটারই সর্বস্ব বাজি ধরে শুভ আর চুমকি ৷ এখানেই এই নাটকের গল্পটা শেষ হয় ৷
রেটিং:-০৯
আমার মতামত:-
সর্বস্ব বাজি এই নাটকটি আমার কাছে দারুণ লেগেছে ৷ নাটকের গল্প সবার অভিনয় সব মিলিয়ে দারুণ ছিলো ৷ এমনিতেও ফারহান আহমেদ জোভান এবং তানজিম সায়ারা তটিনা এ দুজনের ই নাটক আমার কাছে অসম্ভব ভালো লাগে ৷ তবে এই নাটকটি একটু অন্যরকম ছিলো ৷ ভালোবাসার মিষ্টি একটা সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে এই নাটকে ৷ ভালোবেসে ভালোবাসার মানুষটির সাথে সারা জীবন এক সাথে থাকার সর্বস্ব বাজি ধরতে হয় এভাবেই ৷ এই গল্পটার মাঝে দারুণ কিছু চিত্র তুলে ধারা হয়েছে যেগুলো ভীষণ ভালো লাগার মতোই ছিলো ৷ যাই হোক , সব মিলিয়ে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে নাটকটি ৷ আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে ৷ চাইলে নাটকটি দেখে আসতে পারেন ৷ নিচে নাটকের লিংক দেওয়া আছে ৷ ধন্যবাদ..
নাটকের লিংক
🙏 ধন্যবাদ সবাইকে 🙏
আমার নাম নিরব ৷ জাতীয়তা বাংলাদেশী ৷ মাতৃভাষা বাংলা ৷ বাংলায় কথা বলতে এবং লিখতে আমি অসম্ভব ভালোবাসি ৷ পেশাগত দিক দিয়ে আমি একজন ছাত্র , পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষে ৷ পাশাপাশি স্টিমিটে ব্লগিং করছি ২০২১ সালের ডিসেম্বর থেকে ৷ আমি ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও আর্ট , ফটোগ্রাফি এবং লেখালেখি করতে আমার ভীষণ ভালো লাগে ৷ সব সময় শেখার চেষ্টা করি , নতুন কিছু শিখতে এবং জানতে আমার খুবই ভালো লাগে ৷ আমি বন্ধুদের সাথে সময় কাটতে অনেক বেশি পছন্দ করি ৷ এছাড়াও পরিবারের সাথে থাকতে এবং সময় কাটাতে আমার প্রচুর ভালো লাগে ৷ আমি একজন হিন্দু ধর্মাবলম্বী ৷ আমি আমার ধর্মকে অনেক বেশি ভালোবাসি এবং সম্মান করি ৷ আমি স্টিমিটে জয়েন করি ২০২০ সালের আগস্টের শুরুর দিকে ৷ ধ ন্য বা দ ...
https://x.com/Nirob7000/status/1854897853727916535?s=19
আজকে সন্ধ্যা বেলায় এই নাটকটি দেখেছি। ভেবেছিলাম কালকে রিভিউ শেয়ার করবো। এর মধ্যেই আপনি রিভিউ শেয়ার করে ফেললেন দেখে ভালো লাগলো ভাইয়া। আমিও নিজের মতো করে চেষ্টা করবো।
হ্যাঁ আপু অবশ্যই ৷ নাটকটি খুবই সুন্দর , আপনার রিভিউ দেখার অপেক্ষা রইলাম ৷ ধন্যবাদ
আপনি খুব সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন। নাটকটা যদিও দেখা হয়নি তবে নাটকের গল্পটা জেনে ভালো লাগলো। খুব সুন্দর ভাবে আপনি পুরো নাটকের গল্পটা উপস্থাপন করেছেন। নাটক এরকম হ্যাপি এন্ডিং থাকলে আসলেই ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু , আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
ভাইয়া আপনি জোভান আর তটিনীর খুব সুন্দর একটি নাটক রিভিউ দিয়েছেন। যদিও এই নাটক এখনও দেখা হয়নি তবে আপনার রিভিউ পড়ে খুব ভালো লাগলো। সময় পেলে অবশ্যই দেখবো। বাংলা নাটক দেখতে খুব ভালো লাগে। কিন্তু সময়ের অভাবে দেখা হয় না। আপনি সম্পূর্ণ রিভিউ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি নাটক রিভিউ দেওয়ার জন্য।
ধন্যবাদ আপু আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
সত্যিকারের ভালবাসলে মানুষ এরকম সর্বস্ব বাজি রেখে রাখতে পারে। কিন্তু বর্তমান সময়ে সত্যিকারে ভালোবাসা পাওয়া বেশ মুশকিল। নাটকটি অনেক রোমান্টিক ছিল মনে হচ্ছে। আপনিও খুব সুন্দর ভাবে রিভিউ উপস্থাপন করেছেন। ভালো লাগলো পড়ে।
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
জোভান এবং তটিনি দুজনেই আমার অনেক পছন্দের। আমার কাছে তাদের দুজনের নাটক গুলো দেখতে অনেক ভালো লাগে। তারা দুজন তাদের প্রত্যেকটা নাটকে অনেক সুন্দর অভিনয় করে। আজকে আপনি অনেক সুন্দর একটা নাটকের রিভিউ শেয়ার করেছেন আমাদের মাঝে। আমার কাছে এই নাটকের পুরো কাহিনীটা অনেক ভালো লেগেছে। এই নাটকের শেষের মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল। আমি অবশ্যই চেষ্টা করবো নাটকটা সম্পূর্ণ দেখার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
আজ আপনি যে নাটকটার রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন, এই নাটকটা আমি দেখেছিলাম। আর আমার কাছে তো তখন অনেক ভালো লেগেছিল নাটকটা দেখতে। আর আজকে আপনি নাটকের রিভিউ শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে এই নাটকের কাহিনীটাকে রিভিউর মাধ্যমে সবার মাঝে তুলে ধরার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মতামত মন্তব্য করে জানানোর জন্য ৷
বেশ ভালো লাগলো আপনার কাছ থেকে সুন্দর নাটকের রিভিউ পড়ে৷ আসলে আমি নাটক দেখতে অনেক পছন্দ করি৷ আমি যখনই অবসর সময়ে থাকি তখন আমি নাটক দেখি ৷ আর আজকে আপনি যেভাবে এত সুন্দর একটি নাটকের রিভিউ এখানে শেয়ার করেছে তা পড়ে খুবই ভালো লাগছে৷ একই সাথে জোভান এবং তটিনীর নাটক আমি অনেক পছন্দ করি৷ ধন্যবাদ এই সুন্দর নাটক এর রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য৷