You are viewing a single comment's thread from:

RE: ভিডিওগ্রাফি ( চেনা রাস্তা অচেনা অনূভুতি )!!

in আমার বাংলা ব্লগ2 months ago

আপনার মতই অবস্থা আমার। আমিও একটা জায়গার মায়ায় জড়িয়ে পড়েছি যে মায়া আমি এখনো কাটিয়ে উঠতে পারছিনা। প্রায় ৮ বছর হতে চলল আমি আমার সেই শহর সেই জায়গা ছেড়ে এসেছি। একদমই যাওয়া হয় না সেই শহরে কিন্তু সেই শহরের মায়া আমি আজও কাটিয়ে উঠতে পারিনি। এখনো চোখ বন্ধ করলেই স্পষ্ট দেখতে পারি নিজেকে সেই রাস্তা দিয়ে হাঁটতে, টিউশন পড়তে, স্কুল,কলেজ যেতে। নিজেকে সেই সব জায়গায় দেখতে পাই যে সব জায়গা আমার অনেক পছন্দের। এখনো অনেক প্রিয় সেই জায়গা। আপনার এই রাস্তার প্রতি মায়ার কথা জেনে বেশ ভালো লাগলো। সত্যি মায়া খুব খারাপ জিনিস, শুধুই কষ্ট দেয়।