মানুষ যাকে বেশি ভালোবাসে তার কাছ থেকে আঘাত বেশি পায়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
প্রত্যেক মানুষের তার নিজের পছন্দের ভালোবাসার মানুষ থাকে। আর আমাদের এই ভালোবাসার মানুষদের ঘিরে কিছু আশা আকাঙ্ক্ষা ভালোবাসা তৈরি হওয়ার সাথে সাথেই জন্ম নিতে থাকে। আমরা প্রত্যেকেই আমাদের ভালবাসার মানুষকে ঘিরে অনেক কিছু কল্পনা করি, যে আমাদের ভালোবাসার মানুষগুলি কেমন হবে এবং আমাদেরকে কেমন ভাবে ভালোবাসবে এবং কখনোই কষ্ট দেবেনা। আসলে আমরা কখনোই চাই না যে আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদের কষ্ট দিক বা আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়াক। কারণ পৃথিবীর যেকোনো মানুষ খারাপ কথা বললে বা খারাপ ব্যবহার করলে এমনকি আমাদের সাথে চরম থেকে চরম বাজে ব্যবহার করলেও আমাদের হয়তো খুব বেশি কষ্ট হবে না এবং আমরা সহ্য করে নেব, কিন্তু আমাদের প্রিয় মানুষটি যদি আমাদের সামান্য একটু অবহেলা করে বা সামান্য কটু কথা শুনিয়ে দেয় তাহলে আমরা অনেক বেশি কষ্ট পেয়ে যাব। আর আমাদের এই প্রিয় মানুষটির ছোট্ট আঘাত সহ্য করতেই আমাদের অনেক সময় লেগে যায়। তবুও চারিদিকে এবং খবরে অনেক বেশি শোনা যায় প্রিয় মানুষটির অত্যাচারের ঘটনা। আসলে আমরা কখনো কল্পনাও করতে পারি না যে আমাদের প্রিয় মানুষটি আমাদের কখনোই কোনরকম আঘাত করবে। কিন্তু তবুও আমাদের প্রিয় মানুষটি অনেক সময় আমাদের শারীরিক এবং মানসিক আঘাত করে থাকে। আমরা সবসময় আমাদের প্রিয় মানুষ সম্পর্কে একটা ধারণা রাখি যে আমাদের প্রিয় মানুষ সবসময় আমরা যতটা ভালোবাসি তার থেকেও অনেক বেশি ভালোবাসবে আর সাথে অনেক বেশি আগলে রাখবে।
কিন্তু বাস্তব পুরোপুরি ভিন্ন ধরনের, বাস্তবে যতই আমরা আমাদের প্রিয় মানুষকে অনেক বেশি ভালোবাসি না কেন আমাদের প্রিয় মানুষ আমাদের সব সময় মনে আঘাত করবেই সেটা জেনে হোক বা অজান্তে। আসলে মেয়েদের ভালোবাসা এবং ছেলেদের ভালোবাসার মধ্যে অনেক বেশি পার্থক্য রয়েছে। একটি ছেলের ভালোবাসা আগলে রাখা যত্ন করা সবকিছুই থাকে প্রথম দিকে, নতুন নতুন ভালোবাসায় ছেলেরা পূর্ণরূপে প্রত্যেকটা মেয়েকে যত্ন করতে এবং সম্পর্ক ভালো রাখার জন্য সুন্দরভাবে প্রচেষ্টা করতে থাকে। সম্পর্কের শুরুতে ছেলেদের ভয় থাকে মেয়েরা তাদেরকে হয়তো ছেড়ে দেবে। কিন্তু সম্পর্ক যত পুরনো হতে থাকে এবং ছেলেরা বুঝে যায় যে মেয়েরা তাদের ভালোবেসে ফেলেছে আর তাদের ছেড়ে কখনোই যাবে না, তখন ছেলেদের যত্ন ধীরে ধীরে কমে যায় এবং সম্পর্ক ভালো রাখার বা সুন্দর রাখার প্রচেষ্টা একদমই তারা বন্ধ করে দেয়। অপরদিকে মেয়েদের ক্ষেত্রে দিন যত যায় তত সম্পর্ক গভীর হতে থাকে এবং সম্পর্কে যত্ন ও ভালোবাসা এবং সম্পর্কটাকে সুন্দর রাখার প্রচেষ্টা বেড়ে যেতে থাকে। আর এই সময়ে মেয়েরা ছেলেদের অবহেলায় অনেক বেশি কষ্ট পেয়ে থাকে। এ কথা অবশ্য কোনো ছেলেই স্বীকার করে না তবে প্রত্যেকটা মেয়ে গভীরভাবে এটা অনুভব করতে পারে। তবে আমাদের সব সময় সতর্ক থাকতে হবে যেন আমাদের প্রিয় মানুষটি আমাদের বিনা কারণে অতিরিক্ত মনে আঘাত দিতে না পারে।
আসলে সব সময় যে মুখ থেকে কটু বাক্য উচ্চারণ করলেই মনে আঘাত করা হয় এমনটা নয়, মানুষ তার ব্যবহারের মাধ্যমেও বোঝাতে পারে যে, সে অপর ব্যক্তিকে পছন্দ করে নাকি করে না। আসলে প্রত্যেকটি মানুষই অনুভব করতে পারে যে, কে তাকে ভালোবাসে এবং কে তাকে ভালোবাসে না আর অবহেলা করে। ভালোবাসার মানুষের আচরণ, ব্যবহার, কথাবার্তা সবকিছুতেই প্রকাশ পায় যে সে আমাদের ভালোবাসে কিনা। পৃথিবীতে সব মানুষ সমান নয় তাই এই সম্পর্কে ভালোবাসার দিকেও ব্যতিক্রম রয়েছে কোন কোন সম্পর্কে মেয়েরা বেশি ভালোবাসে এবং ছেলেরা তাদের অবহেলা করে এবং কষ্ট দেয় আবার অনেক ক্ষেত্রে ছেলেরা বেশি ভালোবাসে আর মেয়েরা অনেক বেশি অবহেলা করে এবং ছেলেটাকে অনেক বেশি কষ্ট দেয়। তবে সম্পর্কে দীর্ঘদিন ধরে ভালোবাসার মানুষের কাছ থেকে যদি প্রতিনিয়ত আঘাত পেতে হয় তবে সম্পর্ক অনেক বেশি দুর্বল হয়ে পড়ে এবং একটা সময়ে ভালোবাসা এবং সম্পর্ক টিকিয়ে রাখার কোন রকমেই প্রচেষ্টা বা আগ্রহ বেঁচে থাকে না সে ভালোবাসার মানুষটার প্রতি। সম্পর্কে যদি অবহেলা এবং আঘাত অনেক বেশি বেড়ে যায় তবে একটা সময় দুজনের মাঝখানে অনেক বেশি দূরত্ব চলে আসে এবং ভালোবাসা কমতে কমতে কোনো রকমই অনুভূতি আর বেঁচে থাকে না।
আসলে কোন মানুষেরই অত বেশি ধৈর্য বা সহ্য ক্ষমতা থাকে না যে সারা জীবন একতরফা অবহেলা সহ্য করে যাবে এবং আঘাত পেতে থাকবে, একটা সময় এসে যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন প্রিয় মানুষটির কাছ থেকে পাওয়া আঘাত স্বাভাবিক বলে মনে হয়। প্রত্যেকটি মানুষ অন্য মানুষদের থেকে বেশি নিজের প্রিয় ভালোবাসার মানুষের কাছ থেকে বেশি আঘাত এবং অবহেলা পেয়ে থাকে। এই অবহেলার কারণে এবং অসহ্যকর আঘাত পাওয়ার কারণে প্রিয় মানুষটির সাথে সম্পর্ক একদম নষ্ট হয়ে যেতে পারে, তাই আমাদের উচিত আমরা আমাদের ভালোবাসার মানুষকে যদি ভালোবেসে থাকি তাহলে অবহেলা না করে তাদের মূল্যায়ন করা। কারণ হয়তো আমরা আমাদের অজান্তেই আমাদের ভালোবাসার মানুষের প্রতি অনেক বেশি অবিচার অবহেলা এবং আঘাত করে বসি যার কারণে তাদের মনে আমাদের প্রতি ভালোবাসা অনেক বেশি কমে যেতে থাকে। আসলে ভালোবাসার মানুষের রাগ করে বলা ছোট্ট একটি কটু কথাও মনে অনেক বড় আঘাত এনে দেয়। তাই আমাদের উচিত আমাদের ভালোবাসার মানুষের সাথে সম্পর্ক সবসময় সুন্দর রাখার প্রচেষ্টা করতে থাকা। নতুন বলেই সম্পর্কে সময় দিতে হবে এবং পুরনো হলে দেওয়া লাগবে না এমনটা নয়। সব সময় প্রিয় মানুষকে সময় দিতে হবে ভালোবাসতে হবে এবং ভালো ব্যবহার করতে হবে তবেই আমাদের প্রিয় ভালোবাসার মানুষের সাথে আমাদের সম্পর্ক অনেক সুন্দর হবে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
আমাদের আপন মানুষগুলো কিংবা কাছের মানুষগুলোই আমাদেরকে সবচেয়ে বেশি আঘাত করে। বিশেষ করে তাদের কথার আঘাত আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয়।
https://x.com/pussmemecoin/status/1947979664863236179
https://x.com/PussFi_FNDN/status/1948023422912733246