মানুষ চলে যায় শুধু স্মৃতি রয়ে যায়।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমরা আমাদের ছোটবেলা থেকে বলা যায় একদম শৈশব থেকে যেসব মানুষের সাথে পরিচিত হয়েছি প্রত্যেকটি মানুষ আমাদের হয়তো মনে নেই আর মনে থাকাটাই অসম্ভব কারণ আমরা ছোটবেলায় অনেক বেশি ছোট থাকি যার কারণে বড় হতে হতে আমরা আরো অনেক মানুষের সাথে মেলামেশা করতে থাকি আর পুরনো মানুষেরা আমাদের স্মৃতি থেকে অদৃশ্য হতে থাকে। তবে তার মধ্য থেকেও কিছু এমন মানুষ এবং কিছু সময় আছে যা আমাদের মনে স্থান করে যায় এছাড়া আমাদের স্মৃতিতেও রয়ে যায়। ছোটবেলা থেকে বড় বয়স অবধি এমন অনেক মানুষ আছে যারা আমাদের কাছে বা আমাদের আশেপাশে না থাকা সত্ত্বেও আমাদের স্মৃতিতে রয়ে গেছে। এবং তাদের কথা হয়তো কোন না কোন সময় হঠাৎ করে আমাদের মনে পড়ে যায়। বিভিন্ন কাজ কর্মের মধ্য দিয়ে অথবা কোন অনুষ্ঠান বা অন্য কোন কারণে আমাদের তাদের কথা প্রতিনিয়ত মনে পড়তে থাকে। কারণ সেইসব কাজকর্মের মধ্যে তারা আমাদের সাথে স্মৃতিতে রয়ে গেছে। আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যারা আমাদের কাছাকাছি নেই তবুও তাদের স্মৃতি আমাদের এখনো জড়িয়ে আছে।
ছোটবেলা থেকে বড় হতে হতে অনেক বন্ধু এবং পরিচিত মানুষ তৈরি হয় যা ক্ষণিকের মেলামেশা অথবা কিছু বছরের মেলামেশা এবং বন্ধুত্বের মাধ্যমে সুন্দর একটি সম্পর্ক হয়ে যায়। এবং এইসব মানুষের স্মৃতিও আমাদের জীবনে থেকে যায়। একটি মানুষের জীবনে হাজার হাজার স্মৃতি এবং সেই স্মৃতির পেছনে হাজার হাজার গল্প থাকে। এইসব গল্পের কিছু হয়তো সেই ব্যক্তি কিছু মানুষের সাথে শেয়ার করে আবার কিছু রয়ে যায় একান্তই গোপন। আমাদের জীবনে কিছু কিছু সময় এমন মানুষের স্মৃতি তৈরি হয় যা আমরা সব সময় ভুলতে চাই। অনেক সময় মনে হয় এই মানুষ গুলি আমাদের জীবনে না আসলেই ভালো হতো বা আমাদের সাথে পরিচয় না হলেই ভালো হতো তাহলে আমাদের এই স্মৃতি কখনোই তৈরি হতো না। কারণ এই স্মৃতিগুলো আমরা সব সময় ভোলার চেষ্টা করি। সেই মানুষগুলো আমাদের জীবন থেকে চলে গেলেও তাদের স্মৃতি যেন আমাদের জীবন থেকে যেতেই চায়না। তবে আমাদের জীবনে এমন অনেক প্রিয় মানুষ আছে যাদের স্মৃতি আমাদের অনেক বেশি পছন্দ এবং এই সব স্মৃতি মনে করতেও অনেক বেশি ভালো লাগে।
আমাদের নিজেদের শৈশবের স্মৃতি, শৈশব আর নেই কিন্তু স্মৃতিগুলো থেকে গেছে যা আমাদের প্রতিনিয়ত মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। শৈশবে কাটানো মা-বাবার সাথে অফুরন্ত স্মৃতি আমাদের প্রতিনিয়ত মনে পড়তে থাকে। তবে এই স্মৃতি মনে পড়ে মূলত সেই সময় যখন আমাদের কাছে মা-বাবারা থাকে না। অর্থাৎ মা-বাবা যখন আমাদের থেকে অনেক বেশি দূরে থাকে অথবা ভগবানের কাছে চলে যায় সেই সময় আমাদের একমাত্র তাদের স্মৃতি নিয়ে বেঁচে থাকাই উপায়। আমাদের অফুরন্ত স্মৃতি নিয়ে মা-বাবারা আমাদের মায়া ত্যাগ করে চলে যান আবার তাদের অফুরন্ত স্মৃতি নিয়ে আমরা সারা জীবন কাটিয়ে দিই। এরপর আমরাও একসময় স্মৃতি বহন করে নিয়ে এই পৃথিবী ত্যাগ করবো এবং আমাদের সন্তানেরা আমাদের স্মৃতি আটকে জীবন কাটাতে থাকবে। কেমন যেন চক্রাকারে চলতে থাকে এই স্মৃতি বহনের কাজ। আমাদের জীবনে প্রতিনিয়ত বহু মানুষ আসে যায় কিছু মানুষ থেকে যায় আবার কিছু মানুষ চলে যায় কিন্তু আমাদের এই মানুষগুলোর স্মৃতি সারা জীবনই রয়ে যায়।
বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, এছাড়াও কিছু প্রিয় মানুষের স্মৃতি আরো না জানি ছোটখাটো কত ধরনের স্মৃতি আমাদের প্রতিনিয়ত জড়িয়ে ধরে। কিছু স্মৃতি থাকে অত্যন্ত সুমধুর আবার কিছু স্মৃতি থাকে অত্যন্ত কষ্টদায়ক। কিন্তু আমাদের প্রতিনিয়ত সব রকম স্মৃতি বহন করে চলতে হয়। আমরা চাইলেও এই স্মৃতি থেকে মুক্ত হতে পারি না। আর কিছু মুহূর্ত আমরা না ভোলার জন্য তো সংরক্ষণ করেও রেখে দিই ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে। আমাদের সাথে প্রতিনিয়ত স্মৃতিগুলো এমন ভাবে জড়িয়ে থাকে যে আমরা চাইলেও কোনভাবেই স্মৃতিগুলো ভুলে বাঁচতে পারি না। বরং দেখা যায় যে স্মৃতিগুলো আমরা বেশি ভোলার চেষ্টা করি সেগুলোই যেন আরো বেশি মনে পড়তে থাকে। তাই আমার মনে হয় আমাদের স্মৃতি ভোলার চেষ্টা না করে নিজের মত জীবনে এগিয়ে গেলে বা জীবনের কর্ম ব্যস্ততার মধ্যে থাকলে স্মৃতি আমাদের তাড়িয়ে নিয়ে বেড়াতে পারবে না। আর তাছাড়া আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ডই স্মৃতি, আমরা যদি কোথাও সুন্দর একটি জায়গায় বসে থাকি সেটাও কিছুক্ষণ বাদে আমাদের স্মৃতিতে থেকে যায় তাই আমরা চাইলেও এই স্মৃতি থেকে দূরে সরতে পারব না।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।