মানুষকে ভুল বোঝার আগে তার দিকটাও বিবেচনা করে দেখা উচিত।

in আমার বাংলা ব্লগyesterday


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17594681423852204765698407340615.jpg


সোর্স


আমরা মানুষ আমাদের দোষ গুণ সবই আছে। আমরা যেমন ভুল কাজ করতে পারি তেমন আমরা সঠিক কাজও প্রচুর করে থাকি। তবে আমাদের মধ্যে সবথেকে বড় যে দোষটা রয়েছে সেটি হল শুধুমাত্র নিজের স্বার্থ দেখা এবং নিজেকে সঠিক বলে মনে করা। আমরা এমন একটা প্রাণী যে আমরা কখনো মানতে চাই না যে আমাদেরও ভুল হয়েছে বা ভুল হয়। আমরা প্রত্যেকেই সব সময় অন্যের দোষটাই দেখি এবং নিজের প্রত্যেকটা কাজ সব সময় সঠিক দেখি। আর এই কারণেই অন্যের ভালো কাজেও অনেক সময় আমরা ভুল খুঁজে পাই। আসলে কিছু কিছু সময় আমাদের দেখার দৃষ্টিভঙ্গি এতটাই পরিবর্তন হয়ে যায় যে আমরা বুঝতেই পারিনা যে আমরা যাকে ভুল বুঝছি সে আসলেই ভুল কাজ করছে নাকি সঠিক কাজ করছে। অনেক সময় আমাদের দৃষ্টিভঙ্গি এমন থাকে যে আমরা সঠিকটা দেখতে পারি না। এমন অনেক সময় থাকে যখন একজন ব্যক্তি আমাদের ভালোর জন্য আমাদের কোন একটি বিশেষ কাজ করতে নিষেধ করে থাকে অথচ আমরা মনে করি যে সেই ব্যক্তি হয়তো চায় না যে আমরা সেই কাজটি করি এবং উন্নতি করি।


কিন্তু ভালো করে বিচার বিবেচনা করে এবং সেই কাজটি সম্পর্কে পর্যবেক্ষণ করলে তখন বোঝা যাবে যে হয়তো সেই কাজটি সেই ব্যক্তিটি করে ঠকেছে এবং তার অনেক ক্ষতি হয়েছে সেই কারণেই সে আমাদের সেই কাজটি করতে বারণ করছে। অর্থাৎ সেই ব্যক্তি আমাদের ভালোর জন্যই আমাদের কাজটি করতে বারণ করল কিন্তু আমরা সেই ব্যক্তিটিকেই খারাপ বলে মনে করলাম। আসলে আমাদের জীবনে এমন অনেক ব্যক্তি আমরা দেখতে পাই যাদের আমরা প্রথমে ভুল বুঝি কিন্তু পরবর্তীতে দেখি যে সেই ব্যক্তি আমাদের ভালোর জন্যই আমাদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। আবার অনেক সময় এমনও হয় যে কোন একটি ব্যক্তি পরিস্থিতির চাপে পড়ে অথবা আমাদের ভালোর জন্যই এমন কোন কাজ করে বসে যা হয়তো আপাত দৃষ্টিতে দেখে আমাদের মনে হয় যে ব্যক্তিটি খুবই খারাপ বা আমাদের খারাপ চায় কিন্তু ব্যক্তিটি হয়তো আমাদের ভালোর জন্যই কাজটি করেছে। আসলে আমরা জীবনে বিভিন্নভাবে বিভিন্ন উদাহরণ পেয়ে থাকি যাতে আমরা মানুষকে ভুল বুঝি। চোখের সামনে ঘটা সব ঘটনাই সত্যি হয় না সেটা আমাদের বুঝতে হবে।


আমরা মানুষকে ভুল বুঝে তাদের থেকে সম্পর্ক বিচ্ছেদ করতে একটুও সময় নষ্ট করি না তবে সম্পর্ক বিচ্ছেদ করার আগে একটুও চিন্তা ভাবনা করি না যে সে কাজটি কেন করলো বা কোন পরিস্থিতির চাপে পড়ে এমন কাজটি করল। আসলে আমরা সবসময় আমাদের দৃষ্টিভঙ্গি থেকেই সবকিছু চিন্তাভাবনা করে থাকি। যে মানুষটি যে কাজ করছে সেই মানুষটির পরিস্থিতি অনুযায়ী আমরা কখনোই ভাবনা চিন্তা করি না। অনেক সময় মানুষের এমনও পরিস্থিতি থাকে যে সেই ব্যক্তিটির দেয়ালে পিঠ ঠেকে যায় এবং তার এগুলো ছাড়া কোনই পথ থাকে না। আমাদের জীবনে বেঁচে থাকতে গেলে অনেক সময় অনেক কিছুই করতে হয়, নিজের পরিবারকে সামলাতে এবং পরিবারের মানুষের প্রত্যেকটা প্রয়োজন মেটানোর জন্য অনেক সময় আমাদের অনেক কঠোর পরিশ্রম করতে হয় আবার অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আর এইসব পরিশ্রম এবং কঠিন সিদ্ধান্ত অনেকের কাছেই ভুল বলে মনে হয় কারণ সেই ব্যক্তিটি সেই পরিস্থিতিতে বা সেই পরিস্থিতির চাপে পড়ে না। বিভিন্ন মানুষের চিন্তা ভাবনা তৈরি হয় তার নিজস্ব পরিস্থিতি এবং নিজস্ব জীবন অনুযায়ী।


যে ব্যক্তি যেমন ভাবে জীবন যাপন করছে এবং যে ব্যক্তি যেমন কঠোর পরিস্থিতির মধ্যে বা চাপে পড়েছে সেই ব্যক্তি একমাত্র জানে যে তার কি করতে হবে এবং কত কাজ বাধ্য হয়ে করতে হয়। তাই কাউকে কোন কিছু বলার আগে অথবা কাউকে ভুল বোঝার আগে অবশ্যই আমাদের তাদের পরিস্থিতি অনুযায়ী চিন্তাভাবনা করে তবেই ভুল বোঝা উচিত। কারণ প্রত্যেকটা মানুষের জীবন আলাদা এবং প্রত্যেকটা মানুষের পরিস্থিতি চাহিদা এবং প্রয়োজন সম্পূর্ণ আলাদা তাই কেউ কখনো কারো সমস্যা সেই ভাবে বুঝতে পারে না। আসলে ভুল বোঝা ভীষণই সহজ কিন্তু মানুষের কষ্ট বুঝে মানুষের পাশে দাঁড়ানো খুবই কঠিন একটি কাজ যা সবাই পারেনা। এই পৃথিবীতে বেঁচে থাকতে গিয়ে অনেক মানুষের অনেক ধরনের কাজ করতে হয় জীবিকা নির্ভয়ের জন্য আবার অনেকের অনেক ধরনের কঠিন পদক্ষেপ নিতে হয় যা অন্যদের কাছে ভুল হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে সেই ব্যক্তিটি ভুল বা সে ব্যক্তিটির কাজকর্ম বা চিন্তাভাবনা ভুল। প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনা আলাদা এবং প্রত্যেকটা মানুষের প্রয়োজনও আলাদা তাই কখনো কাউকে অবহেলা বা ভুল বোঝার আগে অবশ্যই তার দিকটাও বিবেচনা করে নেওয়া উচিত।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।