পুরনো যুগের সিনেমা এবং বর্তমান যুগের সিনেমা।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
সিনেমা আমাদের জীবনের অনেক পছন্দের একটা জিনিস। এই সিনেমা যে কবে থেকে তৈরি করা শুরু হয়েছে সেটা হয়তো আমরা বলতেও পারবো না। কারণ আমি দাদুর মুখ থেকে শুনেছি, তারাও নাকি সিনেমা দেখেছে। বাবার ছোটবেলাতে সিনেমা হলে গিয়েও সিনেমা দেখেছে বলে আমার জানা আছে। তবে সেই সময় ছিল সাদাকালো পর্দায় সিনেমা দেখার চল। তারপর ধীরে ধীরে রঙিন পর্দায় সিনেমা দেখা শুরু হল। সিনেমার পিকচার কোয়ালিটি অনেক আধুনিক হতে শুরু করল। সেই সময় থেকে আধুনিক হতে হতে বর্তমানেও থেমে নেই। বর্তমানেও দেখা যায় ভিডিও কোয়ালিটি পিকচার কোয়ালিটি অনেক আধুনিক হয়ে চলেছে। তবে তখনকার সিনেমায় একটা সৌন্দর্য ছিল। সুন্দর কাহিনী ছিল, আর এইসব সিনেমার কাহিনী ছিল সম্পূর্ণ বাস্তবতা দিয়ে ঘেরা। তখনকার বাস্তব সমাজের অনেক রূপ অনেক কাহিনী তুলে ধরা হতো সেইসব সিনেমার মাধ্যমে। নায়ক নায়িকারা খুবই মার্জিতভাবে অভিনয় করত সিনেমাতে। এছাড়াও দেখা যেত সেই সব সিনেমাতে নায়ক নায়িকারা সহ প্রত্যেকেই খুবই মার্জিত পোশাক পড়তো এবং মার্জিত ব্যবহারের মধ্য দিয়ে সিনেমা তৈরি করত।
আগেকার সিনেমাতে প্রায়ই দেখা যেত নায়িকাদের শাড়ি পড়ে থাকতে এবং নায়ককে ধুতি পাঞ্জাবি পড়ে থাকতে। খুব বেশি আধুনিক চরিত্র হলে দেখা যেত থ্রি পিস বা চুরিদার পরনে থাকতো। তখনকার সিনেমাতে যেসব গান হতো সে সব গানের মধ্য দিয়েও অনেক সুন্দর মনোভাব প্রকাশ পেত। কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাই যেসব সিনেমা তৈরি হয় সেসব সিনেমাতে নায়ক নায়িকাকে আগেকার মতো তেমন ভদ্র পোশাক পড়ানো হয় না। বর্তমান সিনেমায় ব্রিটিশ কালচারের পোশাক পরে, অর্থাৎ বর্তমান সিনেমায় কোথাও ধুতি পাঞ্জাবি পড়তে দেখা যায় না নায়কদের। আর নায়িকারা সবসময় অত্যাধুনিক পোশাক পড়ে যা দৃষ্টি আকর্ষণ করতে পারে। আগেকার সিনেমা ছিল ভদ্র মার্জিত এবং পরিবারের সাথে একসাথে বসে সিনেমা উপভোগ করা যেত, কিন্তু বর্তমানে সিনেমা গুলো এতটাই আধুনিকতার ছোঁয়া পেয়েছে যে ভদ্র মার্জিত তো দূরের কথা পরিবারের সাথে বসে দেখার মত হয় না। কিছু কিছু আর্ট ফিল্ম তৈরি হয় যা পরিবারের সাথে দেখা যায় কিন্তু এইসব সিনেমায় ভদ্র পোশাক পরিচ্ছদ থাকলেও ভাষা থাকে খুবই খারাপ। কারণ এইসব সিনেমা সমাজের একদম বাস্তব চিত্র তুলে ধরে। তাই সমাজের যেসব খারাপ ভাষা বা খারাপ দিকগুলো সেগুলো কোনরকম ফিল্টারিং না করে তেমনভাবেই দেখিয়ে দেয়।
আর এইসব সিনেমাগুলো আধুনিক বাবা-মা দের সাথে দেখা গেলেও আগেকার মানসিকতা রাখা বাবা-মাদের সাথে দেখা মোটেও সম্ভব নয়। পুরনো দিনের সিনেমায় আমাদের সব সময় কিছু না কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করে, আর এই পুরনো দিনের সিনেমা দেখে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি। কিন্তু বর্তমান সময়ের সিনেমাগুলোতে বেশিরভাগ খারাপ জিনিস প্রচার হয় এবং শিক্ষার তেমন কোন বিষয়বস্তু থাকেনা। বরং বর্তমানে সিনেমাগুলোতে মাদকদ্রব্য এবং বিভিন্ন নেশাজাত দ্রব্যকে স্বাভাবিকভাবেই প্রচার করা হয়, যা আমাদের সমাজের জন্য অনেক বেশি ক্ষতি করে। নেশা করে ঝগড়াঝাঁটি করা, মারপিট করা, গুন্ডামি করা এছাড়াও নেশা করে গাড়ি চালানো এগুলোকে খুবই বীরত্বের কাজ হিসেবে দেখানো হয়, আর এইসব কাজ করে থাকে বর্তমান যুগের সিনেমার নায়কেরা। আগেকার সিনেমায় যদি নায়ক অনেক বেশি বড়লোক হত তাহলে খুব বেশি হলে সিগারেট খাওয়া বা সিগার খাওয়ার নেশা করতে দেখাতো। কিন্তু বর্তমান যুগের নায়ক যদি বড়লোক বা কোটিপতি হয়ে থাকে তবে তাদের জীবনযাপন এমন খারাপ দেখায় যা দেখে যে কেউ খারাপ হওয়ার উৎসাহ পায়।
আর আমরা মানুষেরা অনেক সময় সিনেমার পছন্দের নায়ক বা নায়িকাদের এত বেশি ভালোবেসে ফেলি যে অন্ধের মত তাদের কাজকর্ম বা অভিনয় দেখে প্রভাবিত হয়ে সেগুলোই করার চেষ্টা করা শুরু করি, তাদের মত জীবন যাপন করার চেষ্টা করতে থাকি। এগুলো যদিও বোকামি তাও দেখা যায় অনেক মানুষ এগুলোই করে চলেছে। সত্যি কথা বলতে সিনেমা, নাটক, আর্ট ফিল্ম, এবং সিরিয়াল প্রতিনিয়ত আমাদের জীবনে অনেক বেশি প্রভাব ফেলে চলেছে। সেজন্য দেখা যায় আগেকার সময় থেকে বর্তমান সময়ে আমাদের জীবন যাপন করার ভঙ্গি এবং আমাদের চিন্তাভাবনা অনেক পরিবর্তন হয়েছে। এবং বর্তমানে সোশ্যাল মিডিয়া আসার পর আরো বেশি পরিবর্তন হয়ে চলেছে। তাই আমাদের সব সময় ভালো সিনেমা দেখা উচিত যার থেকে আমরা সবসময় ভালো শিক্ষা এবং জ্ঞান অর্জন করতে পারব। তবে এটা সত্য কথা যে বর্তমান যুগের সিনেমা থেকে আগেকার পুরনো দিনের সিনেমা গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তখনকার প্রত্যেকটি চরিত্রগুলোর অভিনয় অনেক বেশি সুন্দর ছিল। বর্তমান যুগের সিনেমার অভিনয়ের সাথে পুরনো যুগের সিনেমার এবং অভিনয়ের কোন তুলনাই হয় না। তাই বাস্তব সমাজ বুঝতে হলে বা ভালো সিনেমা দেখতে হলে অবশ্যই আমাদের পুরনো দিনের সিনেমা দেখা উচিত।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
আপু আপনি কি twitter এ অ্যাক্টিভিটিস করেন না? twitter এ অ্যাক্টিভিটিস করা এখন বাধ্যতামূলক করেছে. আপনি অ্যানাউন্সমেন্ট দেখে সববার ডেইলি টাস্কগুলো পূরণ করে নেবেন. আর বিষয়গুলো না বুঝতে পারলে আমাকে মেনশন করবেন..