বিভিন্ন সময় ধারণকৃত কিছু ফটোগ্রাফি।
কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
আমাদের চারপাশের পরিবেশে আমরা বিভিন্ন রকম সুন্দর প্রজাপতি ফড়িং এমনকি কীটপতঙ্গ দেখতে পাই যা আমাদের অনেক বেশি পছন্দ হয়ে থাকে। তবে এই কীটপতঙ্গদের মধ্যে আমাদের কিছু কীটপতঙ্গ অনেক বেশি পছন্দের আবার কিছু অপছন্দের। কিছু কিছু কীটপতঙ্গ পরিবেশের এবং আমাদের উপকার করে থাকে আবার কিছু কিছু কীটপতঙ্গ আমাদের প্রতিনিয়ত ক্ষতি করে চলে। তবুও এদের সবাইকেই নিয়ে আমাদের পৃথিবী এবং পারিপার্শ্বিক পরিবেশ গঠিত হয়েছে। আজকে আমি আমাদের প্রাকৃতিক পরিবেশে জন্ম নেওয়া কিছু কী পতঙ্গের ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি যার মধ্যে কিছু আমাদের উপকার করে থাকে আবার কিছু আমাদের ক্ষতি করে থাকে।
ফটোগ্রাফি-১
আমাদের বাড়ির পেছনের বাগানে পুঁইশাক গাছ হয়েছে, তাই সকালবেলা পুইশাক রান্না করার জন্য গেছিলাম পুঁইশাক কাটতে। বাগানে ঘুরে ঘুরে পুঁইশাক কেটে অন্যান্য শাক এবং গাছপালা দেখছিলাম এমন সময় একটি সুন্দর ফড়িং চোখে পড়ল। এই ফড়িংটি দেখতে ভীষণই সুন্দর। এক নজরে বেশ ভালো পছন্দ হয়ে গেছিল ফড়িংটি। কালোর মধ্যে সুন্দর কারুকার্য করা। এমন সুন্দর সবুজের মাঝে ফড়িং থেকে দেখতে অপূর্ব সুন্দর লাগছিল তাই সুন্দরভাবে কিছু ফটোগ্রাফি করে নিলাম। যদিও সেদিন এই ফড়িংটির ফটোগ্রাফি করার পর আরও দুবার দেখতে পেয়েছিলাম এই ফড়িংটিকে। সুন্দর দেখতে এই ফড়িংটি দেখলেই মুখে হাসি চলে আসে।
ফটোগ্রাফি-২
রান্নাঘরে রান্না সম্পূর্ণ করে রান্নাঘর পরিষ্কার করছিলাম এমন সময় দেখি স্লাইডার জানালার কাঁচে বসে আছে একটা প্রজাপতি। প্রজাপতিটি দেখতে বেশ সুন্দর। বাদামি রঙের তার মধ্যে আবার কারুকার্য করা তার ডানায়। প্রজাপতিটি সামনে চোখে ভীষণ সুন্দর লাগার কারণে ভাবলাম কিছু ফটোগ্রাফি করে রাখব। কিন্তু কোন পজিশনে ফটোগ্রাফি করব বুঝতে পারছিলাম না কারণ প্রজাপতি এমন জায়গায় ছিল যেখান থেকে আমি কোনো অ্যাঙ্গেল বুঝতে পারছিলাম না। অবশেষে জানলার মধ্যে হাত ঢুকিয়ে কোনরকমে ফটোগ্রাফিটি আমার ক্যামেরাবন্দি করলাম। কিন্তু বাস্তবে যতটা দেখতে ভালো লাগছিল ফটোগ্রাফিতে অতটাও দেখতে ভালো লাগছে না।
ফটোগ্রাফি-৩
ওপরে যে ফটোগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সম্ভবত মাছির ফটোগ্রাফি। সম্ভবত বলার কারণ হলো এটি একদমই মাছের মত দেখতে কিন্তু বেশ কিছুক্ষণ একই জায়গায় শান্তভাবে এটি বসে থাকার কারণে আমার একটু সন্দেহ হচ্ছিল। কারণ মাছি তো অনেক ছটফটে প্রকৃতির একটি প্রাণী। শান্তভাবে কোনভাবেই বসে থাকে না। পোকাটিকে বেশ কিছুক্ষণ দেখার পর মনে হচ্ছিল মাছি হবে। মাছি আমাদের জন্য অনেক বেশি খারাপ একটি পোকা। কারণ মাছি প্রতিনিয়ত রোগ ব্যারাম ছড়াতে থাকে। কখনো নোংরা আবর্জনা মল-মূত্রের ওপর বসে আবার কখনো এসে খাবারে বসে যার কারণে জীবাণু ছড়িয়ে পড়ে এবং আমাদের শরীরের অনেক ক্ষতি হয়ে থাকে। সত্যি কথা বলতে আমার সবথেকে ঘেন্না লাগে এই মাছিকে দেখলে। মাঝেমধ্যেই ভাবি এ মাছি পৃথিবীতে সৃষ্টি না হলেই ভালো হতো। কারণ ভালো কোন কাজ মাছি একদমই করে না।
ফটোগ্রাফি-৪
এটি একটি মশার ফটোগ্রাফি। মশাটি বেশ কিছুক্ষণ নাগাদ বসেই রয়েছে একই স্থানে কারণ সে অনেক বেশি হয়তো রক্ত খেয়ে নিয়েছে। বেশ কিছুক্ষণ মশাটাকে লক্ষ্য করছিলাম এবং ভালো করে দেখছিলাম যে মশার পেট বেশ অনেকটা ফোলা রয়েছে। মাছির মত মশাও এমন একটি প্রাণী যা পৃথিবীতে কোন ভালো কর্মে লাগে না শুধুমাত্র আমাদের অসুস্থ করতে এবং রোগ ব্যারাম ছড়াতেই কাজে লাগে। আর এই বৃষ্টির মধ্যে মশার উপদ্রব এতই বেড়েছে যে বিভিন্ন রকমের মশা চারিদিকে লক্ষ্য করা যায়। আমি বেশ কিছুক্ষণ ধরে লক্ষ্য করার পর হঠাৎ করে মনে হলো মশাটি বেশ বড়সড়ো একটি মশা। তাই এটির ফটোগ্রাফি করে রেখে দিয়েছিলাম।
ক্যামেরা পরিচিতি : Realme
ক্যামেরা মডেল : realme narzo 60 pro
ক্যামেরা লেংথ : 26 mm
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
আজকে আপনি ভিন্ন রকম ফটোগ্রাফি করেছেন কিছু। আপনার বিভিন্ন ধরনের ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো। আর এই ধরনের ফটোগ্রাফি গুলো দেখলে মন চাই বিবরণ গুলো সুন্দর করে দেখতে। আর আপনার প্রতিটা ফটোগ্রাফি সুন্দর বর্ণনা দিয়ে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
একের পর এক খুবই সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ আপনার কাছ থেকে অসাধারণ কিছু ফটোগ্রাফি দেখে বেশ ভালই লাগলো৷ যেভাবে আপনি এখানেই সুন্দর পোস্ট শেয়ার করেছেন তা যেভাবে খুবই সুন্দরভাবে শেয়ার করেছেন৷ তার পাশাপাশি এখানে দুই নাম্বারে আপনি যে চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন সেটি অনেক বেশি পছন্দ হয়েছে৷