সম্পর্কে দূরত্ব প্রয়োজন।

in আমার বাংলা ব্লগ3 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17469435143124552538394921032321.jpg



সোর্স



সম্পর্কে কিছু সময় পর সাময়িক দূরত্ব থাকা খুবই প্রয়োজন। আমরা প্রত্যেকটা মানুষই বিভিন্ন ধরনের সম্পর্কের সঙ্গে জুড়ে থাকি। এ সম্পর্ক গুলো আমাদের খুবই প্রিয় হয়ে থাকে। আমাদের এই প্রিয় সম্পর্কে আমরা কখনোই দূরত্ব চাই না। বরং সব সময় চাই যে আমাদের এই ভালো সম্পর্ক গুলো যেন সবসময় আমাদের সাথে থাকে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকে। আসলে সম্পর্ক আমাদের জীবনের অনেক বড় একটি দুর্বলতা। আমাদের জীবনের অনেক ইম্পর্টেন্ট একটি জিনিস। তাই আমরা কখনোই আমাদের যে কোন সম্পর্ক থেকে কখনোই দূরে থাকতে পারি না। আমরা আমাদের প্রিয় মানুষের সব সময় কাছাকাছি থাকার চেষ্টা করি এবং সবসময় তাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করি। তবে প্রত্যেকটা সম্পর্কেই কিছু সময় অনেক ভাব ভালোবাসা থাকে। এবং এই ভাব ভালোবাসা বেশি থাকে যখন সম্পর্কটা একদম নতুন নতুন থাকে। কিন্তু সম্পর্ক যখন একটু সময় নিয়ে ফেলে অর্থাৎ বেশ কয়েক মাস বা বেশ কয়েক বছর হয়ে যায় সম্পর্কের সময়ে তখন সম্পর্ক কিছুটা শিথিল হয়ে যায়। আগের মতো সেই কাছাকাছি থাকা কানেক্টেড থাকা হয়ে ওঠেনা।


তবে কিছু কিছু মানুষ আছে এমন যাদের সম্পর্ক যতই পুরনো হয় ততই গভীরতা বাড়তে থাকে। এবং তারা কখনোই চায় না যে তাদের সম্পর্কএ একটুও শিথিলতা আসুক। সব সময় সেই প্রথম দিনের মতন আবেগ ভালোবাসা যেন সারা জীবন থাকে। এই আবেগ ভালোবাসা প্রথম দিনের মতনই রাখতে গেলে আমাদের অবশ্যই সম্পর্কে কিছু সময় বিরতি দেওয়া উচিত। কিছু কিছু সম্পর্ক এমন আছে যা পুরনো হয়ে গেলে গভীরতা কমে যায় এবং গুরুত্ব কমে যায়। সম্পর্কে গুরুত্ব বাড়িয়ে আনতে পারে একমাত্র দূরত্ব। কারণ আমরা যখন কোন জিনিস আমাদের পাশে এভেলেবেল পাই তখন সেই জিনিসটার গুরুত্ব আমরা কখনই বুঝতে পারি না। কোন জিনিস যদি আমরা বিনা কষ্ট করে সহজেই পেয়ে যাই তখনও আমাদের সেই জিনিসের প্রতি গুরুত্ব থাকেনা। তাই সম্পর্কে যদি গুরুত্ব পেতে হয় তাহলে অবশ্যই দূরত্ব প্রয়োজন। দূরত্বের কারণে অবশ্যই আমাদের কাছের মানুষ বুঝতে পারবে আমাদের কদর, এবং দূরত্বের কারণে সব সময় প্রিয় মানুষটিকে কাছে পেতে ইচ্ছা করবে, কথা বলতে ইচ্ছা করবে এবং কিছু ভালো সময় কাটানোর ইচ্ছা জাগবে। দূরত্ব যদি না থাকে তাহলে এসব ইচ্ছা কখনোই হবে না কারণ সব সময় সে তার প্রিয় মানুষটিকে পাশে পাচ্ছে।


না চাইতেই যদি মানুষ তার প্রিয় মানুষের সঙ্গ পেয়ে যায় এবং ভালোবাসা পরিমাণের অতিরিক্ত পেয়ে যায় তাহলে সে কখনো সেই ভালোবাসার গুরুত্ব বোঝেনা। কিন্তু এই ভালোবাসা যদি প্রিয় মানুষটির কাছ থেকে অনেক কষ্টে অর্জন করে নিতে হয় এবং প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার জন্য যদি অনেক বেশি চেষ্টা করতে হয় তবেই প্রিয় মানুষটির গুরুত্ব বোঝা যাবে। আবার অনেক সময় দেখা যায় অনেকের সম্পর্ক কয়েক বছর পর অনেক বেশি তিক্ততায় ভরে গেছে। এবং একে অপরের কথাবার্তা, ভালো ব্যবহার এমনকি মুখ দেখতেও যেন ভালো লাগছে না। এই তিক্ততার সম্পর্কে যদি দূরত্ব আসে তাহলে সঠিক ভাবে বোঝা যাবে যে সেই সম্পর্কে কোন প্রাণ আছে কিনা? দুটি মানুষের মধ্যে দূরত্ব আসলে যদি দুটি মানুষই নিজের মতো ভালো থাকে তাহলে সেই সম্পর্ক সেখানেই ইতি টেনে দেওয়া উচিত। কিন্তু দুটো মানুষের মধ্যে যদি দূরত্বের কারণে একে অপরের প্রতি আরো টান অনুভব হয় এবং একে অপরকে প্রচন্ডভাবে মিস করতে থাকে এবং প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে প্রতিটা মুহূর্তে তাকে মনে করতে থাকে তাহলেই বোঝা যাবে যে এই সম্পর্ক এখনো জীবিত এবং ভালোবাসায় পরিপূর্ণ।


আসলে দুটি মানুষের মধ্যে দূরত্ব আসলে তখনই তার কদর কতটা সেটা আসলে বোঝা যায়। অনেক সময় দেখা যায় দূরত্বে সম্পর্কে গভীরতা অনেকটা বৃদ্ধি পায় এবং একে অপরের গুরুত্বটা খুব ভালোভাবে বোঝা যায়। প্রিয় মানুষটি যে আমাদের কতটা প্রিয় এবং কতটা প্রয়োজনীয় সেটা একমাত্র দূরত্বই বুঝিয়ে দিতে পারে। আবার অপরদিকে কোন প্রাণহীন সম্পর্ক যদি থেকে থাকে সে সম্পর্ক থেকেও বের হতে এই দূরত্বই সহায়তা করে এবং ভালো থাকতে সাহায্য করে। তাই প্রত্যেকটা সম্পর্কে কিছু সময় দূরত্ব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। যখন সম্পর্কে একঘেয়েমি চলে আসে অথবা ঝগড়াঝাঁটি বেড়ে যায়, ভুল বোঝাবুঝি চলতেই থাকে তখন প্রত্যেকটা সম্পর্কে একটা সুন্দর দূরত্ব বজায় রেখে একটু বিরতি অবশ্যই নেওয়া প্রয়োজন। এতে সম্পর্কটি ভালোভাবে বুঝতে অবশ্যই সাহায্য করবে। এবং সম্পর্কের সাথে সাথে নিজের জীবনের চাহিদাটাও অনেক ভালোভাবে বোঝা যাবে। এই দূরত্বের কারণে পরবর্তী জীবনটা নিজের সাথে এবং নিজের কাছের মানুষের সাথে সম্পর্ক অনেকটাই ভালো হতে পারবে।



আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।

Sort:  
 3 days ago 

1000042486.jpg

1000042485.jpg

 2 days ago 

আপনি ঠিকই বলছেন সম্পর্কের মধ্যে একটু বিরতি নেওয়া প্রয়োজন।আসলে কিছু কিছু সম্পর্ক রয়েছে যারা কোনদিন সেটা ভাঙ্গতে চায় না।তারা চায় আমাদের প্রথম দিনের মতো প্রতি টা দিন এমন ভাবে যাবে।তবে একটা সম্পর্কের মধ্যে বিরতি নেওয়া অনেক প্রয়োজন। তাহলে বোঝা যায় সম্পর্কটা কি জিনিস।যাইহোক আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে পোস্টটি শেয়ার করার জন্য।