জোর করে কোনো কিছু করানো যায় না।

in আমার বাংলা ব্লগ6 days ago


কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।


17515295484436970006800265395902.jpg


সোর্স



আমরা মানুষ জাতি, তাই আমাদের মধ্যে রাগ, অভিমান, ভালোবাসা, মোহ, আবেগ-অনুভূতি, অহংকার প্রত্যেকটা জিনিসই নিখুঁতভাবে রয়েছে। তাই প্রত্যেকটা সিচুয়েশন অনুযায়ী আমাদের এই আবেগ অনুভূতি গুলো সক্রিয় কাজ করে। কোনো ব্যক্তি যদি আমাদেরকে জোর করে কিছু করানোর চেষ্টা করে তাহলে আমরা নিজের অজান্তেই আমাদের ইগো অর্থাৎ অহংকারকে জাগ্রত করে ফেলি, যার কারণে আমাদের মধ্যে একটি জেদ কাজ করে যে আমরা সেই কাজটি করবই না। অনেক সময় আমাদের সাথে এমনও হয় যে, আমরা হয়তো একটি কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু যদি আমাদের কেউ ওই কাজটি করার জন্য অনেক বেশি জোরাজোরি করতে থাকে এবং অনেক বেশি বাধ্য করার চেষ্টা করতে থাকে তাহলে আমাদের সেই কাজটি করার ইচ্ছা বা ভালোভাবে কাজটি করার যে অনুভূতি সেটা নষ্ট হয়ে যায়। যার ফলে কাজটি একদমই করার ইচ্ছা থাকে না। জোরাজুরি করার মাধ্যমে আমাদের ভেতরের জেদ এতটাই সক্রিয় হয়ে যায় যে যতই আমাদের মনে হোক না কেন যে কাজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বা কাজটি করা অনেক বেশি প্রয়োজন আমাদের জন্য তবুও আমাদের সেই কাজটি করার কোন রকম আগ্রহ থাকে না।


যেমন দেখা যায় বাচ্চাদের যদি কোন কাজ করতে বারণ করা হয় সেই কাজটাই তারা সবার আগে করে বসে। আবার যে কাজটি জোর করে করতে বলা হয় সেই কাজটি তারা না করার জেদ করে এবং কান্নাকাটি ও করে বসে। কিন্তু এইভাবে জোরপূর্বক কোনো কাজ করার কথা না বলে আমরা যদি প্রতিনিয়ত প্রত্যেককে ভালোবেসে বা ভালোভাবে কোন কাজ করার কথা বলি তবে আর এই জেদ বা অহংকার জাগ্রত হবেনা এবং ভালোবাসার সঙ্গে সেই কাজটি করার আগ্রহ জন্ম নেবে। জোর করে কোনো কাজ করতে বাধ্য করলে সেই কাজটি দেখা যায় সব সময় খারাপ হয়ে থাকে কিন্তু আমরা যদি ভালোবেসে কাউকে কোন কাজ করতে বলি তাহলে সেই ব্যক্তিও অনেক ভালোবেসে এবং সুন্দর করে কাজটি করার চেষ্টা করে এবং অনেক সুন্দর ভাবে কাজটি করেও থাকে। আমাদের সবসময় বুঝতে হবে যে কেউ যদি আমাদেরকে কোনো জিনিস নিয়ে বা কোনো কাজ করার জন্য জোরাজোরি করে আমাদের যেমন ভালো লাগে না তেমন আমরা যদি অপরকে কোনো কিছু করার জন্য অনেক বেশি জোর দিই তাহলে তাদেরও সেই জিনিসটা ভালো লাগে না। তাই সবসময় ভালোবেসে এবং বুঝিয়ে বললে প্রত্যেকটা মানুষই বোঝার চেষ্টা করে থাকে।


প্রত্যেকটা মানুষকে কোনো কাজ করানোর জন্য আগে তাকে সেই কাজটি করার প্রয়োজনীয়তাটা বোঝাতে হবে এবং তারপর কাজটি কোন ভাবে করলে বেশি সহজ হবে এবং ভালো হবে সেটাও বোঝাতে হবে তাহলে দেখা যাবে সেই ব্যক্তি সেই কাজটি খুব সুন্দর করে সহজে এবং ভালোবাসার সাথে করবে। আসলে ভালোবাসা দিয়ে যে কোনো জিনিসকে জয় করে নেওয়া যায়। কিন্তু রাগারাগি বা ঝগড়াঝাঁটি করে কোনো সমস্যাই সমাধান হয় না বা কাউকে দিয়ে কোনো কাজ করানো যায় না। তাই আমাদের প্রতিনিয়ত রাগারাগি ঝগড়াঝাঁটি করা থেকে বিরত থাকতে হবে এবং সব সময় বুঝিয়ে এবং ভালোবাসার সাথে নিজের কাজ করে নেওয়ার চেষ্টা করতে হবে। জোর করে যদি আমরা কোনো মানুষের ভালো কিছু করার চেষ্টা করি সেটাও তার কাছে বিরক্তির বিষয় হয়ে দাঁড়াবে। যেমন আমরা যদি একটি ছোট বাচ্চাকে জোর করে পড়তে বসাই বা পড়া মুখস্ত করতে বলি তাহলে সেই জিনিসটা তার কাছে খুবই বিরক্ত কর তৈরি হবে। এবং পড়াশোনাটা অনেক বেশি ভয়ের বিষয়ে হিসেবে তৈরি হবে বাচ্চাটির মনে।


কিন্তু আমরা যদি পড়াশোনা একটি ভালোবাসার জিনিস হিসেবে ব্যবহার করতে পারি এবং মজার মধ্য দিয়ে বা খেলাধুলার মধ্য দিয়ে বাচ্চাকে পড়াশোনার বিভিন্ন বিষয়ে শেখাতে পারি বা পড়াতে পারি তাহলে পড়াশোনার বিষয়টা বাচ্চার কাছে অনেক বেশি আনন্দের এবং আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়াবে। যার ফলে সে অনেক ভালোভাবে পড়াশোনা করতে পারবে এবং পড়াশোনাটাকে অনেক ভালবাসবে। তাই কখনো কাউকে কোন বিষয় নিয়ে জোরাজোরি করলে চলবে না। কারণ জোর করলে যে কোন ভালো জিনিসও খারাপ জিনিসে পরিণত হয়ে যেতে পারে। আবার জোরাজুরির ফলে প্রিয় মানুষ ধীরে ধীরে দূরে সরেও যেতে পারে এবং বিরক্তকর সম্পর্কের সৃষ্টি হতে পারে। তাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করব যে কোন জিনিস বা যে কোনো কাজ করার জন্য উৎসাহিত করতে। কাজ করার উৎসাহ দিলে যে কোনো কাজ ভালোভাবে হবে। জোর করা থেকে প্রতিনিয়ত বিরত থাকতে হবে তাহলে জোর করার জন্য সম্পর্কে তিক্ততা আসবে না এবং নিজের মন থেকে কাজটি করতে পারলে অনেক কঠিন কাজটিও সুন্দরভাবে করা সম্ভব হবে।


আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।