নিজে ভালো তো সব ভালো।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ নিজে ভালো তো সব ভালো সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আসলে এই পৃথিবীতে আমরা যদি নিজের ভালো হতে পারি তাহলে দেখবেন যে সবাইকে আমাদের কাছে অনেক বেশি ভালো মনে হবে। অর্থাৎ তারা ভাল মনের মানুষ তারা একজন খারাপ মানুষকে দেখলেও তারা তাদের খারাপ দিক থেকে দূরে ফেলে সেই ভালো দিক থেকে টেনে এনে সেই মানুষটাকে ভালোবাসার চেষ্টা করে। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি আমরা একটু সুখে শান্তিতে বসবাস করতে চাই তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষকে আমাদের ভালবাসতে হবে এবং যারা খারাপ মানুষ রয়েছে তাদেরকে ভালো দিকে এগিয়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে। আসলে এই মানুষগুলো আমাদের পাশে থাকলে সত্যিই আমাদের খুব ভালো লাগে।
আপনি যখন একটা ভালো মানুষের সাথে কথা বলবেন তখন মনে হবে যেন আপনি তার সাথে কথা বলেই যান। কেননা এই ভালো মানুষ গুলোর মনের মধ্যে কোন ধরনের খারাপ কোন চিন্তাভাবনা মোটেও থাকে না এবং তারা সব সময় সকল কিছু সোজাভাবে চিন্তাভাবনা করেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যদি সব কিছু আমরা সোজা ভাবে চিন্তা ভাবনা করতে ভাবে তাহলে জীবনে অবশ্যই আমরা বড় হতে পারব এবং আমরা আমাদের জীবনটাকে খুব সুন্দর ভাবে সাজাতে পারব। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে এই পৃথিবীটা কিন্তু অনেক কঠিন একটা জায়গায় যেখানে সবাইকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়।
তবুও এই সংগ্রামের মাঝখান থেকে এই ভালো মানুষগুলো সব সময় চেষ্টা করে কি করে যারা অসহায় মানুষ হয়েছে তাদের পাশে দাঁড়ানো যায় এবং তাদের সাহায্য করা যায়। আসলে আপনি যখন অন্য কোন মানুষকে সাহায্য করবেন তখন দেখবেন যে আপনার মনের মধ্যে আলাদা ধরনের একটা শান্তি আপনি খুঁজে পাবেন এবং সে শান্তি কিন্তু কখন আপনি অন্য কাজের মধ্যে খুঁজে পাবেন না। তাইতো সবসময় একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি নিজেদের কাছে ভালো থাকতে পারি তাহলে সবার কাছে আমরা হতে পারব এবং প্রত্যেকটা মানুষ আমাদেরকে সবসময় মন থেকে অনেক বেশি ভালবাসবে এবং আমাদের বিপদে সাহায্য করবে।
কিন্তু বর্তমান সময়ের সত্য এই যে এই ধরনের ভালো মানুষের সংখ্যা এতটাই কম যে আমরা এত খারাপ মানুষের মধ্যে থেকে এই ধরনের ভালো মানুষের সন্ধান মোটেও পেতে পারি না। এজন্য সর্বপ্রথম আমাদের যত দোষ রয়েছে সেগুলো সব সময় মুছে ফেলে আস্তে আস্তে করে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে এবং আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসলে আমরা যদি নিজেরা ভালো কাজ করতে পারি এবং নিজেদেরকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারি তাহলে দেখবেন যে কোন কিছু আর আমাদের কাছে কখনো খারাপ মনে হবে না এবং সবাই মিলে মিশে আমরা একসাথে খুব ভালোভাবে বসবাস করতে পারবো।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
Absolutely heartwarming post, @nilaymajumder! আপনার লেখাটি সত্যি খুব সুন্দর এবং প্রেরণাদায়ক। It's so refreshing to see someone emphasizing the importance of being a good person and spreading positivity in today's world. The way you've described how helping others brings inner peace is spot on.
I especially appreciate your point about striving to see the good in others and how focusing on positive thinking can transform our lives. It's a message that resonates deeply.
Thank you for sharing such an uplifting message with the "আমার বাংলা ব্লগ" community. It's a reminder we all need. I encourage everyone to share their thoughts and experiences in the comments – let's keep this positive conversation flowing! আপনার ভবিষ্যৎ লেখার জন্য শুভকামনা রইল।