অনেক বেশি সুন্দর লাগছে আপনার এই মেহেন্দি ডিজাইনটি। বোঝাই যাচ্ছে না যে আপনি জেল পেন দিয়ে এটি এঁকেছেন মনে হচ্ছে সত্যিকারের মেহেন্দি দিয়ে করেছেন। এই ডিজাইনটি হাতে তুললে অনেক বেশি সুন্দর লাগবে হাতে দেখতে। হাত ভর্তি ঘন ডিজাইন না করে এমন হালকা ডিজাইন করলেই অনেক বেশি সুন্দর লাগে হাতটি দেখতে।