অর্থের কাছে সবকিছু হেরে যায়।

in আমার বাংলা ব্লগ3 days ago

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ মানুষ কেন অমানুষ সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17369150835001958727078603119773.jpg



সোর্স


এই পৃথিবীতে ভালোবাসার কাছে সবকিছু তুচ্ছ মনে হয়। কেননা ভালোবাসা এমন একটা জিনিস এটি কখনো কোন কিছুর বিনিময়ে ক্রয় করা যায় না। কিন্তু বর্তমান সময়ে অর্থের কাছে এই পৃথিবীর সবকিছু যেন হার স্বীকার করে নেয়। অর্থাৎ মানুষ যতই সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুক না কেন তাদের কাছে যদি অর্থ না থাকে তাহলে কিন্তু সে বেশি একটা দূর এগিয়ে যেতে কখনোই পারবে না। অর্থাৎ বর্তমান সময়ের সবকিছু নির্ধারণ করা হয় অর্থের উপর ভিত্তি করে। অর্থাৎ আপনার কাছে যত বেশি অর্থ থাকবে ততো বেশি আপনি এই সমাজ থেকে সম্মান পাবে এবং আপনি সকল ক্ষেত্রে অন্যান্য মানুষদের থেকে এগিয়ে থাকবেন। যদিও বুদ্ধির দিক থেকে আপনি যত পিছিয়ে থাকুন না কেন অর্থ আপনাকে সবসময় সামনের দিকে এগিয়ে নেবে।


আর যে দেশে জ্ঞানী মানুষের কদর থাকেনা সেই দেশ কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না। অর্থাৎ যারা অর্থ দিয়ে জ্ঞানকে বিচার করে তারা কিন্তু কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে না এবং সবসময় অন্যান্য উন্নয়নশীল দেশ অপেক্ষা তারা সবসময় পিছিয়ে থাকে। একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখি যে যেসব দেশ উন্নতির ক্ষেত্রে সবসময় এগিয়ে আছে তারা কিন্তু সব সময় শিক্ষাকে অনেক বেশি প্রাধান্য দেয় এবং এই শিক্ষার কাছে অর্থকে তারা তুচ্ছ বলে মনে করেন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি পৃথিবীতে সব কিছু অর্থের দ্বারা পেলেও ভালোবাসা কিন্তু কখনো অর্থের দ্বারা আপনি ক্রয় করতে পারবেন না। কেননা অর্থ মানুষকে অন্ধ করে দেয়।


আসলে এই পৃথিবীতে যারা অর্থের কাছে হার স্বীকার করে নেয় তারা কখনো বীর মানুষ ছিল না। যারা এই পৃথিবীতে বীরের মতো লড়াই করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মনে করে যে পরিশ্রমের কাছে অর্থের কোন মূল্য নেই সেসব মানুষগুলো কিন্তু দিন শেষে জয়ী হয় এবং সকল ক্ষেত্রে তারা এগিয়ে থাকে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অর্থকে যারা জীবনের সর্বস্ব মনে করে তারা কিন্তু অর্থের কাছে সবসময় মাথা নিচু করে থাকে। একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে অর্থের কাছে বর্তমান সময়ে সব কিছু যেন তুচ্ছ বলে মনে হয়। কিন্তু মানুষ হিসেবে আমরা যদি মানুষের মনুষ্যত্বকে প্রাধান্য দিয়ে মানুষকে ভালবাসতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি তাহলে কিন্তু আমরা সেখানে প্রকৃত ভালোবাসা পাবো।


এজন্য একটা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই পৃথিবীতে প্রকৃত জ্ঞানী হতে গেলে আপনার কাছে যদি প্রচুর পরিমাণে অর্থ থাকে তাহলে জ্ঞানের কাছে এটি সব সময় তুচ্ছ বলে মনে হবে। কেননা অর্থ উপার্জনের থেকে জ্ঞান লাভ করাটা অনেক বেশি প্রয়োজন। আর এজন্য আপনারা সব সময় অর্থের পিছনে ছোটাছুটি না করে যদি মানুষকে সাহায্য করার জন্য চেষ্টা করেন এবং মানুষের কাছে এসে মানুষকে ভালবাসেন তাহলে কিন্তু আপনি এই পৃথিবী থেকে প্রকৃত ভালোবাসা পেতে পারবেন। একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আপনি এই পৃথিবীতে সঠিক ভাবে কাজ করে যান তাহলে কিন্তু আপনি কখনো দুঃখের মধ্যে থাকবেন না। কেননা সুখ কখনো অর্থ দিয়ে ক্রয় করা যায় না।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 3 days ago 

অর্থ দিয়ে অনেক কিছু কেনা গেলেও জ্ঞান কেনা যায় না। যেখানে জ্ঞানের মূল্য নেই সেখানে উন্নতি অব্যাহত থাকবে না। বরঞ্চ অবনতি অব্যাহত থাকবে। কারণ টাকা পয়সা অর্থ এগুলো অহংকার এনে দেয়। জ্ঞানের আলো এনে দেয় না। যার জন্য উন্নতি অব্যাহত থাকা দুষ্কর।

 3 days ago 

এই পোস্টে সত্যিই গভীর এবং চিন্তাশীল বিষয় তুলে ধরেছেন । আপনি খুব ভালোভাবে বর্ণনা করেছেন যে অর্থের কাছে ভালোবাসা এবং জ্ঞান কখনোই মূল্যহীন হতে পারে না। জীবনে প্রকৃত সুখ এবং শান্তি শুধুমাত্র অর্থের মাধ্যমে পাওয়া যায় না, বরং মানুষের মধ্যে মানবিকতা, সহানুভূতি এবং ভালোবাসার মাধ্যমে তা অর্জন করা সম্ভব। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে, পৃথিবীতে প্রকৃত ভালোবাসা এবং মানবিকতা সব থেকে বড় মূল্যবান।

 3 days ago 

1000022643.png

1000022642.png

1000022641.png

1000022640.png

1000022610.png

 3 days ago 

এই জন্যই কথাই বলা হয় অর্থই অনর্থের মূল। আর সেই অর্থ থেকেই যত রকমের খারাপ ঘটনার সূত্রপাত হতে শুরু করে। আপনি সেই বিষয়গুলি খুব সুন্দর করে ব্যাখ্যা করলেন। অর্থকে যে সবকিছু মেনে নিয়েছে তার কাছে জীবনের ব্যাখ্যা অন্যভাবে পরিচালিত হয়। মানবতা বা মনুষ্যত্ব কোনদিন অর্থ দিয়ে কেনা যায় না।

 3 days ago 

ভাই পৃথিবীতে নিজের মনের মত জীবন যাপন করতে গেলে অর্থের বিকল্প নেই। তবে আমাদের উচিত প্রকৃত জ্ঞানে জ্ঞানী হয়ে সৎ ভাবে অর্থ উপার্জন করা। কিন্তু বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই অর্থের অহংকারে মনে হয় নিজেকে পাল্টিয়ে ফেলে। আর এই অর্থের কারণেই অনেক সময় খুব কাছের সম্পর্ক বদলে যায়। আপনার পোস্ট পড়ে খুবই ভালো লাগলো ভাইয়া ধন্যবাদ।

 3 days ago 

আমাদের এই পৃথিবীটা অর্থের পিছনে ঘুরে বেড়াচ্ছে এখন। সেটা ভালোবাসার ক্ষেত্রে হোক বা কোন পড়ালেখার ক্ষেত্রে হোক। আবার কোন প্রতিযোগিতার ক্ষেত্রে ও এমন। সবকিছু অর্থের কাছে হেরে যাই এখন। মানুষ আসলেই রিয়েল জিনিসটা বুঝতে চায় না। টাকা আছে বলেই সে টাকার অহংকারের মানুষ সবকিছু হাতের নাগালের ভিতর কোন। এমন কিছু মানুষ আছেন টাকা লোভী মানুষ যারা টাকা দেখলেই তাদের ভালোবাসা বিক্রি করে দেয়। আবার দেখা যায় অনেক মেধাবির ক্ষেত্রেও এমন অবস্থা। যাদের প্রচুর টাকা আছে তারা চাকরিগুলো হাতিয়ে নেই।

 3 days ago 

অর্থ দিয়ে সবকিছু কেনা গেলেও এই অর্ৎের কাছে আবার অনেক কিছুই হেরে যায়।প্রকৃত জ্ঞানী মানুষ যা পারবে তা কিন্তু অর্থ দিয়ে পারা সম্ভব নয়।একটি দেশকে এগিয়ো নিতে হলেও জ্ঞানী মানুষের দরকার।শুধু অর্থ থাকলে কাজ হবে না।দাদা আপনি খুব সুন্দর ভাবে এই বিষয়টি নিয়ে তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 days ago 

ভাইয়া আপনি খুব সুন্দর একটি ব্লগ শেয়ার করেছেন। একদম ঠিক বলেছেন অর্থের কাছে সবকিছু হেরে যায়। এই পৃথিবীর মানুষগুলো যেনো দিন দিন অর্থের কাছে বিক্রি হয়ে যাবে। তাছাড়া হবেই বা না কেন বলেন,টাকা ছাড়া একদমই মূল পাওয়া যায় না। তাইতো মানুষ চিন্তা করে যেভাবেই হোক টাকা ইনকাম করতে হবে। তাহলেই মূল্য পাওয়া যাবে। কিন্তু সেটা করতে গিয়ে যে খারাপ পথে চলে যাচ্ছে তার চিন্তা নেই। তারজন্য অর্থের পিছনে না ছুটে ভালো কাজ করা উচিত। তাহলে অর্থ নিজেই এসে ধরা দেবে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর ব্লগ শেয়ার করার জন্য।

 3 days ago 

বর্তমান সময়ে অর্থের কাছে সবকিছু হেরে যায় বলেই তো সমাজের এত ব্যাপক অবনতি হয়ে গেছে। মানুষ যেন জ্ঞানকে আর প্রাধান্য দেয় না। প্রাধান্য দিয়ে থাকে অর্থের। তাই আমাদের অর্থের লোভ লালসা থেকে বের হয়ে এসে জ্ঞানকে বেশি প্রাধান্য দিতে হবে।