আপন মানুষকে সময় দিতে হবে।

in আমার বাংলা ব্লগyesterday

কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ আপন মানুষকে সময় দিতে হবে সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।


17370905829579164478351590476724.jpg



সোর্স


এই পৃথিবীতে একটা জিনিস আমরা সবসময় খেয়াল করে দেখেছি যে আমরা নিজেদের জীবনটাকে বিভিন্ন কাজের মধ্যে সবসময় ব্যস্ত রাখি। অর্থাৎ আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের লোকজন। আর আমরা যদি প্রতিনিয়ত কাজকর্ম না করি তাহলে কিন্তু আমরা আমাদের পরিবারকে সামান্য ভালোভাবে কখনো চালাতে পারব না। অর্থাৎ আমাদের পরিবারের লোক গুলো সব সময় আমাদের দিকে তাকিয়ে থাকে এবং তারা এই জিনিসটা ভাবতে থাকে যে কি করে আমরা সব সময় ভালো একটা দিকে এগিয়ে যাব এবং নিজেদের পরিবারকে ভালোভাবে চালাতে পারবো। আসলে আমরা যখন আমাদের পরিবারের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারি তখন আমাদের সকল ধরনের দুঃখ কষ্ট নিমিষেই দূর হয়ে যায়।


কিন্তু একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে আমরা কিন্তু এই কাজের ব্যস্ততার মধ্যে আমাদের আপন মানুষগুলোকে ঠিকঠাকভাবে কখনো সময় দিতে পারি না। আসলে যারা আমাদেরকে প্রকৃত মন থেকে ভালবাসে তারা কখনো আমাদের অনুপস্থিতিকে সহ্য করতে পারে না। অর্থাৎ তারা চায় যেন আমরা তাদের পাশে সব সময় থাকি এবং তাদের বিপদে-আপদে তাদেরকে সেখান থেকে রক্ষা করি। কিন্তু আপন মানুষগুলো বুঝতে পারে যে তাদের সে প্রিয় মানুষটি যদি কঠোর পরিশ্রম না করে তাহলে কিন্তু সে তাদেরকে ভালোভাবে কখনো রাখতে পারবে না। তবুও দিন শেষে সেই মানুষগুলোর মনে শূন্যতার সৃষ্টি হয় যে কখন তার সে প্রিয় মানুষটি তার কাছে এসে তাকে পুনরায় একটু সময় দিতে পারবে।


মাঝে মাঝে এই অপেক্ষার অবসান ঘটে যায়। কেননা প্রিয় মানুষটি যখন কাজের জন্য অনেক দূরে থাকে তখন কিন্তু সে সব সময় তাকে অর্থাৎ তার প্রিয় মানুষটিকে সময় দিতে পারে না। আসলে এই ব্যথা প্রিয় মানুষগুলো কখনো অন্য কাউকে বলতে পারেনা এবং বোঝাতেও পারেনা। এজন্য একটা বিষয় আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যতই কাজ করি না কেন আমরা যদি আমাদের প্রিয় মানুষটাকে নিয়ে একটু ভালো সময় না কাটাতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনের কোন অর্থ কখনোই থাকবে না। অর্থাৎ আমরা তখন শুধুমাত্র মেশিনের মত সারা জীবন অর্থ উপার্জন করে দেবো এবং কাজ করে যাব। আসলে সুখ শান্তি বলতে তখনও কিন্তু আমাদের জীবনে আর কোন কিছুই থাকবে না।


এজন্য আমরা যখন সময় পাবো তখন কিন্তু আমরা অবশ্যই আমাদের প্রিয় মানুষটিকে সময় দিতে চেষ্টা করব এবং তাকে নিয়ে ভালো সময় কাটানোর জন্য চেষ্টা করব। আসলে আমরা যদি শত ব্যস্ততার মাঝেও নিজের প্রিয় মানুষকে একটু সময় দিতে পারি তাহলে কিন্তু আমাদের কাছে সেটি অনেকটা এনার্জির মতো মনে হবে। অর্থাৎ প্রিয় মানুষের সাথে একটু ভালো সময় কাটাতে পারলে আমাদের মনের উদ্দীপনা আরো অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আমরা আরো কাজের প্রতি ঝুঁকে থাকতে পারবো। এজন্য আমরা অবশ্যই আমাদের প্রিয় মানুষটিকে সময় দেবো এবং প্রিয় মানুষটির সাথে একটু ভালো সময় কাটানোর জন্য চেষ্টা করব। কেননা প্রিয় মানুষটি যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন আমরা প্রিয় মানুষের মর্ম বুঝতে পারব।


আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।



সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।



11-20-04-359_512.gif

ধন্যবাদ সবাইকে।

2XmsB3ZF6jJG7218A8ghgBmbB3W4Hm94fHM8vdisDLD4EuDS1mKCnUwr2WPdiRhWod2Rf2CCtBiK8N3pspzqnCWafFzVigrzmtsxCskMPdzGxv6X2qA4C6XCzVtoT7DrPdhaLQmVXDtTsoDBnDnkqY1H7mbiRmNAo6VRbcH65Ky8sUcB6iD2CGuEkfhUpCrHvemi76oe4F.gif

IMG_20210107_075142 (2).jpg

আমার নাম নিলয় মজুমদার। আমি একজন কম্পিউটার সাইন্সের ছাত্র। আমার মাতৃভাষা হলো বাংলা। আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। আমি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। নতুন নতুন জিনিস তৈরী করতে আমি খুব ভালোবাসি। বিভিন্ন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে।

Sort:  
 23 hours ago 

যে কোনো সম্পর্ক সময় দাবি করে। আর আমরা যত সময় দিতে পারি তত সেই সম্পর্ক গুলো দানা বাঁধতে শুরু করে। সময় আসলে সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জিনিস। আর প্রিয় মানুষদেরকে সময় না দিলে সম্পর্কের অবনতি হতে শুরু করে। তাই আপনি সেই বিষয়ে একটি সঠিক পোস্ট আমাদের সঙ্গে শেয়ার করেছেন।

 22 hours ago 

মানুষের কাজের গতি বেড়ে যাওয়াতে, আবেগ কমে গেছে! যার ফলে প্রিয় মানুষদেরও আর সেভাবে সময় দেয়া হয়ে উঠেনা! মানুষ দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছে। অথচ অনেকেই মানতে চাননা, প্রিয় মানুষের সাথে কোয়ালিটি টাইম পাস মানুষের কাজের গতি বাড়িয়ে দেয়। তাই বেশী করে প্রিয় মানুষকে সময় দিন। আপনি ঠিকেই বলেছেন, যখনেই সময় পারেন , প্রিয় মানুষকে সময় দিন। সচেতনতা মূলক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 22 hours ago 

1000022899.png

1000022898.png

1000022897.png

1000022896.png

1000022895.png

 18 hours ago 

জীবন যতক্ষন আছে কাজ তো করতেই হবে।জীবন ধারনের জন্য কাজ অপরিহার্য। তবে এর বাইরে পরিবার আর প্রিয় মানুষটিকে সময় দেয়া জরুরী। প্রিয় মানুষটিকে নিয়ে সুন্দর মুহূর্ত কাটালে জীবনী শক্তি বৃদ্ধি পায়। প্রিয় মানুষটি থাকতে তার মূল্য বোঝা দরকার।জীবন থেকে হারিয়ে গেলে আফসোস করে কোন লাভ নেই।খুব সুন্দরভাবে আজকের বিষয়টি নিয়ে লিখে শেয়ার করেছেন দাদা।অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 17 hours ago 

সময় অতি মূল্যবান জিনিস। আর এ সময়টা শুধু নিজের প্রয়োজনে ব্যয় করলে হয় না। সুসম্পর্ক বজায় রাখতে সুন্দর বন্ধন সৃষ্টি করতে অনেক সময় নিজের মূল্যবান সময় শেইখাতে ব্যবহার করতে হয়। সুন্দর একটি টপিকস নিয়ে বেশি দারুন ভাবে আপনি গুছিয়ে মূল্যবান বক্তব্য পেশ করেছেন। অনেক ভালো লাগলো আপনার লেখা গুরুত্বপূর্ণ কথাগুলো।