সন্দেহ। কবিতা নং :- ১২৮
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই। আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি। আজ আপনি আপনাদের সাথে আমার লেখা একটি কবিতা পোস্ট করলাম । আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
এই জীবনের সন্দেহ বড় একটা খারাপ জিনিস। আপনি আপনার প্রিয় মানুষের সাথে যদি বহু বছর ধরে সম্পর্কে লিপ্ত থাকেন এবং সামান্য একটু সন্দেহের জন্য আপনি আপনার প্রিয় মানুষটিকে দূরে সরিয়ে দেন তাহলে আপনার প্রিয় মানুষটি যে কষ্ট পাবে সেই কষ্টের কোন সীমা থাকবে না। অর্থাৎ এই জীবনে আমরা যদি আমাদের কোন সম্পর্কের ভিতরে সন্দেহ নিয়ে আসি তাহলে সে সম্পর্কটা হয়তোবা আর বেশি দিন টিকে থাকবে না। কিন্তু আগেরকার মানুষের ভিতরে এই সন্দেহ নামক জিনিসটা এতটা ছিল না। কেননা সেই সময় সেই মানুষগুলো তাদের কাছের মানুষদেরকে অনেক বেশি ভালোবাসতো এবং তাদেরকে সবসময় বিশ্বাস করতো। আর সেই ভালবাসার মানুষগুলো কখনো তাদের সেই বিশ্বাস ভঙ্গ করত না।
কিন্তু মানুষ এখন বর্তমান সময়ে এতটা খারাপ হয়ে গেছে যে মানুষের প্রতি মানুষের বিশ্বাস এখন আর কখনোই হয় না। কেননা মানুষ যেভাবে মানুষের বিশ্বাস ভঙ্গ করছে এতে করে আমরা মানুষকে কখনো বিশ্বাস করতে পারছিনা এবং কোন মানুষ যদি আমাদের কাছে এসে আমাদের সাহায্য করার চেষ্টা করে তাহলে আমাদের মনে সবসময় সন্দেহ হয়। কেননা এই পৃথিবীতে এখন একজন ভালো মনের মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন। তবুও আমরা চেষ্টা করেছি আমাদের মনের ভিতরেই সন্দেহ নামক জিনিসটা কখনোই বাসা বাঁধতে না পারে। কেননা একবার যদি মনের ভিতরে সন্দেহ ঢুকে যায় তাহলে কিন্তু আমরা সেই সন্দেহকে আর বাইরে বের করতে পারবো না এবং আমাদের দীর্ঘদিনের সম্পর্কটা আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাবে।
আর এই জন্য আমাদের প্রথমে একটা বিষয় সম্পর্কে সব সময় জ্ঞান রাখতে হবে যে জীবনে যদি আমরা আমাদের প্রিয় মানুষটিকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তাহলে কোন মানুষের কথা আমরা কখনো বিশ্বাস করবো না এবং আমাদের প্রিয় মানুষটার উপরে কখনো সন্দেহ করবো না। আসলে এভাবে আমরা সুন্দর একটা পৃথিবী গড়তে পারবো যেখানে আমরা অন্যান্য মানুষকে মন প্রাণ দিয়ে ভালোবাসবো এবং আমাদের মনের মধ্যে কোন ধরনের সন্দেহ আসবে না। তাইতো আমাদের প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রে সন্দেহকে দূরে সরিয়ে রেখে আমরা সেই সম্পর্কে আবদ্ধ থাকবো এবং মানুষকে মন প্রাণ দিয়ে ভালবাসব। আসলে আমাদের মনের মধ্যে যদি কোন ধরনের প্যাচ না থাকে তাহলে আমরা কখনো আমাদের মনে এই সন্দেহ কখনো জায়গা দেবো না।
✠ সন্দেহ ✠
সন্দেহ ভীষণ খারাপ এক জিনিস,
সন্দেহের কারণে মানুষ মানুষকে হারায়।
তাইতো সন্দেহ বাদ দিয়ে নতুন জীবন গড়ি,
মানুষের দিকে ভালোবাসার হাত বাড়াই।
কোন সম্পর্কে যদি সন্দেহ ঢুকে যায়,
সেই সম্পর্ক বেশিদিন টিকে থাকে না।
সম্পর্কে বিশ্বাস অবশ্যই রাখতে হবে,
নতুবা সেই সম্পর্ক আর ভালো হবে না।
এই জীবনে যারা মন দিয়ে ভালবাসে,
তারা প্রিয় মানুষকে কখনো সন্দেহ করে না।
যত ঝড় এই জীবনে আসুক না কেন,
তারা প্রিয়াকে ছাড়া আর কিছুই বোঝে না।
সত্যিকারের প্রেমে সন্দেহ থাকে না,
তাইতো সবাই সন্দেহ ছেড়ে সুন্দর জীবন গড়ি।
জীবনে মানুষ সুখী হতে পারবে সন্দেহ ছাড়া,
সন্দেহ মানুষের জীবনকে দেবে নাড়াচাড়া।
বহু বছরের সম্পর্কটা শেষ হয়,
সামান্য একটু সন্দেহের জন্য।
মানুষের প্রতি বিশ্বাস নেই কোন,
তাহলে ভালোবাসা কিসের জন্য।
তাইতো জীবনে সব কিছুতেই,
ভালোবাসার উপর অন্ধবিশ্বাস রাখতে হবে।
নিজের চোখের সামনে কিছু দেখলে,
তাহলে সঠিক জিনিস বুঝে নেবে।
অন্যের কথায় কান দিয়ে কখনো,
জীবনের ডিসিশন কোন নেওয়া যাবে না।
কেননা অন্যের কথায় ভুল হতে পারে,
না দেখে বিচার করা যাবে না।
সন্দেহ যাদের মনে থাকে সব সময়,
তারা কখনো সুখী হয় না।
তাইতো সন্দেহ মনে রেখে সব সময়,
জীবনে ভালো মানুষ হওয়া যায় না।
আশাকরি আপনাদের সবার খুব ভালো লেগেছে আজকের পোস্টটি। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পোস্টে।
বাহ। সুন্দর বিষয়বস্তু নির্বাচন করেছেন। সম্পর্ক সন্দেহের বশবর্তী হয়েই খারাপের দিকে গড়িয়ে যায়৷
তবে কবিতাতে আরও একটু কাব্যরস থাকলে পড়তে ভালো হত। লিখে যান দাদা৷ লেখা চালিয়ে যান৷
আমি তো বলি সন্দেহ একটি ব্যাধির মত। যা তিলে তিলে ক্ষয়ে দেয় আমাদের সুন্দর স্বপ্নময় সম্পর্কগুলো। দারুন লিখেছেন আপনার কবিতা পড়ে বেশ ভালো লাগলো।অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সাথে শুভকামনা রইল।
দাদা আপনি আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি টপিক্স নিয়ে কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার লেখা কবিতার লাইনগুলো সত্যি আমাকে বেশমুগ্ধ করেছে। আসলে আমি মনে করি সন্দেহের কারণে মানুষের সুন্দর সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যায়। আমি আপনার কথায় একমত মানুষের প্রতি মানুষের যদি বিশ্বাস না থাকে ভালোবাসার কোন প্রয়োজন নাই। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা শেয়ার করার জন্য।
আপনার কবিতাগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। আজকে একদম বাস্তবতা একটা বিষয় নিয়ে কবিতা লিখেছেন। সন্দেহ সত্যি অনেক খারাপ জিনিস। এই বিষয়টা কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ।
সন্দেহের কারণে অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়। খুব সুন্দর এবং বাস্তব একটা বিষয় নিয়ে আপনি কবিতা লিখেছেন। আপনার লেখা কবিতাটা পড়ে বেশ ভালো লাগলো। দারুন লিখেছেন পুরো কবিতাটা। ধন্যবাদ ভাইয়া এত চমৎকার একটা কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সম্পর্কের মধ্যে যখন সন্দেহ ঢুকে যায় তখন সেই সম্পর্ক আর বেশিদিন টিকে না। এই সন্দেহ খুবই খারাপ একটা জিনিস। সন্দেহের জন্য কত সম্পর্কের বিচ্ছেদ হয়েছে তার কোন ঠিক নেই। আর বতর্মান সময়ে তো এটার প্রবণতা খুবই বেশি। একেবারে বাস্তবতা এটা। কবিতা টা বেশ সুন্দর লিখেছেন ভাই।
দাদা আপনার কবিতা গুলো যতই পড়ছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। কারণ বাস্তবতাকে কেন্দ্র করে আপনি কবিতাগুলো লিখেন। সত্যিই বর্তমান সময় মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে।আর মানুষের মনে সন্দেহ প্রবণতা দিন দিন বাড়ছে।আর এই সন্দেহর কারণেই মানুষের সুন্দর সম্পর্ক গুলো ভেঙ্গে যাচ্ছে। অসাধারণ লিখেছেন কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো দাদা।