সচেতন হতে হবে।
কেমন আছেন " আমার বাংলা ব্লগ " পরিবারের সবাই ? আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আসলে আজ সচেতন সম্পর্কে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। আশাকরি আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
সমাজে সঠিকভাবে বসবাস করতে হলে প্রত্যেকটা নাগরিককে অবশ্যই সচেতন হতে হবে। আসলে আমরা যদি সচেতন না হয়ে বসবাস করতে চাই তাহলে কিন্তু বিভিন্ন ধরনের বিপদ আপদ আমাদের জীবন থেকে কখনো সরে যাবে না। এজন্য আমাদের সবসময় চোখ কান খোলা রেখে সমাজে বসবাস করতে হবে এবং বিভিন্ন ধরনের ভালো কাজ করে যেতে হবে। একটা জিনিস আমরা সব সময় খেয়াল করে দেখেছি যে এই সমাজে যারা সচেতন হয়ে বসবাস করে তাদের জীবনের তেমন একটা বেশি সমস্যা কখনো আসতে পারে না। এজন্য একটা বিষয় সম্পর্কে আমাদের মনে রাখতে হবে যে আমরা যদি সচেতন হতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই সচেতন করতে পারবো।
কেননা সচেতন হতে গেলে একজন মানুষকে সর্বপ্রথম শিক্ষিত হতে হয়। একজন শিক্ষিত মানুষ জানতে পারে যে কোন কাজ করলে আমাদের ভালো হবে এবং কোন কাজ করলে আমাদের খারাপ হবে। আর এই ভালো মন্দের পার্থক্য যেহেতু তারা সঠিকভাবে বুঝতে পারে তাই তারা কখনো খারাপ কাজকর্ম করতে পারে না এবং কোন বিপদ যদি তাদের জীবনে আসতে পারে এই সকল জিনিসগুলো তারা আগে থেকে বুঝতে পারে। এজন্য একজন সচেতন নাগরিক সবসময় সমাজের অন্যান্য নাগরিক অপেক্ষা সবসময় এগিয়ে থাকে এবং তারা আধুনিক জীবন যাপন করতে পারে। এজন্য প্রত্যেকটা নাগরিককে অবশ্যই তাদের নিজেদের জীবন সম্পর্কে সচেতন হতে হবে এবং সুন্দর জীবন করতে হবে।
আসলে আমরা যদি সমাজে বসবাসকারী সফল মানুষকে সচেতন জীবনের একটা উপকারিতা সম্পর্কে ধারণা দিতে পারি তাহলে কিন্তু তারা সবসময় চোখ কান খোলা রেখে সমাজে বসবাস করবে এবং বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে যাবে। সমাজে কিছু কিছু অসচেতন নাগরিক রয়েছে যারা কিনা কখনো ভবিষ্যতের ভাবনা ভাবে না এবং কোন কাজটি সঠিক হবে এবং কোন কাজটি ভুল হবে এই পার্থক্য দ্বারা কখনো বুঝতে পারে না। আর এর জন্য তারা পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং এই সমস্যার ফলে তাদের জীবনে তারা কখনো উন্নতির মুখ দেখতে পারেনা। এজন্য এই মানুষদের জীবন সবসময় অন্যান্য সচেতন নাগরিক অপেক্ষা অনেক বেশি পিছিয়ে থাকে।
তাইতো একটা সুন্দর জীবন তৈরি করতে হলে আমাদের সর্বপ্রথম সচেতন হতে হবে এবং বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে হবে। কেননা একজন ব্যক্তি যত বেশি জ্ঞানী হবে সে তত বেশি সচেতন হতে পারবে এবং সে খুব সুন্দর ভাবে তার নিজেদের জীবনটাকে কাটাতে পারবে। এজন্য আমরা সব সময় সমাজে বসবাস করতে গেলে সচেতন হব এবং মানুষের উপকার করার চেষ্টা করব। আর আমরা যদি সচেতন হয়ে বসবাস করতে পারি তাহলে আমরা বিভিন্ন ধরনের কঠিন কাজকে খুব দ্রুত সমাধান করতে পারব এবং উন্নত জীবনযাপন করতে পারব সবাই মিলে। তাইতো ভবিষ্যৎ প্রজন্মকে অবশ্যই জীবনে বড় হতে গেলে সর্বপ্রথম সচেতন হতে হবে এবং ভালো মন্দের পার্থক্য আগে জানতে হবে।
আশাকরি আজকের এই পোস্টটি আপনাদের খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।
সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পোস্টে।
আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আসলে ভাইয়া সচেতন থাকলে বিপদ সব সময় কম হয়।আর আমরা যদি সব সময় নাক, কান খোলা রাখি তাহলে হয়তো সফলতা বয়ে আনতে পারবো।ধন্যবাদ আপনাকে শিক্ষামূলক একটা পোস্ট শেয়ার করার জন্য।
অতীত বা ভবিষ্যত নিয়ে কল্পনা করে সচেতন মানুষ তার মূল্যবান বর্তমানকে নষ্ট করে না।তারা জানে বর্তমান দিয়ে ভবিষ্যত রচনা হয়।আপনার লেখনিতে তার কিছু প্রতিফলন পেলাম।
আপনার শেয়ার করা টপিক্স পড়ে খুবই ভালো লেগেছে। দাদা যে জীবনে সচেতনতা বেশি সেখানে কখনো ভুল হতে পারে না বা সমস্যা আসতে পারে না। সেটা যে কোন ধরনের কাজ হবে হোক না কেন। আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর লেখাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সচেতন মানুষ ভীষণ দরকার আমাদের সমাজে।আমাদের জ্ঞান অর্জন করতে হবে।আমরা যত বেশী জ্ঞান অর্জন করবো তত বেশী সচেতন থাকতে পারবো।আর সচেতন থেকে নিজে যেমন নিরাপদ থাকতে পারবো। তেমনি অন্য কেও সচেতন করে তুলতে পারবো।
দারুন একটি বিষয় নিয়ে লিখেছেন দাদা। খুব ভালো লাগলো বিষয়টির উপস্থাপনা। আসলে সচেতনতা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের ভালো-মন্দ বোঝার ক্ষমতা বৃদ্ধি করে। একজন শিক্ষিত ও সচেতন মানুষ নিজের এবং সমাজের উন্নতির জন্য কাজ করতে পারে। অসচেতন মানুষ অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেদের ক্ষতি করে ফেলে। তাই সুন্দর ও উন্নত জীবন গড়তে হলে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে চালিত করতে সচেতন নাগরিক হওয়া খুব জরুরি বলে আমি মনে করি। যাই হোক দাদা ধন্যবাদ আপনাকে।
দেশ বা দশের উন্নতির জন্য অবশ্যই সচেতন মানুষের প্রয়োজন আছে। কারণ যারা সচেতন, তারা সমাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাছাড়া যারা অসচেতন মানুষ, তাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে,তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করে থাকে। এতে করে সুন্দর একটি সমাজ গড়ে তোলা সম্ভব হয়। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।