ডায়াবেটিস নিয়ন্ত্রণে জাম ও জামের বীজের ভূমিকা।

আর কিছুদিনের মধ্যেই পাওয়া যবে গ্রীষ্মের রসালো ফল জাম। আমরা অনেকেই জামকে কম বেশী নিজেদের পছন্দের তালিকায় রাখি । এর বিশেষ ঔষধি গুনের কথা কি আমরা সবাই জানি কি? হয়তো না । জামের বীজ, পাতা এবং ছাল সবকিছু ঔষধি গুন সম্পূর্ণ। এগুলি আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। ।ডায়াবেটিস রোগীদের জন্য জাম বিশেষ উপকারী ফল। সারা বছর যেহেতু ফলটি পাওয়া যায় না তাই গ্রীষ্মে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে জাম খান নিয়মিত । নিয়মিত জাম খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়া জামে ডায়াবেটিস মাত্রায় অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে যা সবার জন্য উপকারী।

জাম খেয়ে এর বীজ ফেলে দিবেন না। কারণ যখন জাম পাওয়া যাবে না তখন এটি আপনার রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে সাহায্য করবে। জামের বীজে থাকে জাম্বোলিন এবং জাম্বোসিন নামক যৌগ যা রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে বিশেষ কার্যকর ভূমিকা রাখে এবং ইনসুলিন হরমোনর ক্ষরণ বাড়ায়। আয়ুর্বেদ শাস্ত্রে অনুসারে ,জামের বীজের গুঁড়ো বানিয়ে খেলে ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকে।

jam.jpg
প্রতীকী ছবি।

এখন প্রশ্ন হল কিভাবে আপনি বীজের গুঁড়ো তৈরি করবেন এবং তা ব্যবহার করবেন ?

১) বীজগুলোকে ভাল করে ধুয়ে শুকনো কাপড়ের উপর রেখে রোদে ভাল করে শুকিয়ে নিন।
২) ভাল করে বীজ শুকানো হলে এর খোসা ছাড়িয়ে ভিতর থেকে সবুজ অংশ সংগ্রহ করুণ।
৩) সবুজ অংশ ভাল করে শুকিয়ে নিন।
৪) শুকিয়ে গেলে ভাল করে গুঁড়ো করে একটি কাঁচের পাত্রে সংরক্ষণ করবেন।
৫) প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস দুধ কিংবা জলের সঙ্গে মিশিয়ে খান।

আশাকরি আপনার ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে থাকবে।

Sort:  
 3 years ago 

@nihar1969
অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। আপনার পোস্ট পড়ে স্বাস্থ্য বিষয় সম্পর্কে অনেক ধারণা পেলাম। তবে

আমার বাংলা ব্লগ কমিউনিটিতে পোস্ট করতে হলে সর্বপ্রথম আপনাকে একটি পরিচিতিমূলক পোস্ট লিখতে হবে। এটি বাংলা ভাষাভিত্তিক সম্প্রদায় তাই সকল পোস্ট বাংলা ভাষায় লিখতে হবে।

★পরিচিতিমূলক পোস্ট লিখার নিয়মঃ★
একটি পরিস্কার কাগজে আমার বাংলা ব্লগ, আপনার স্টিমিট আইডি এবং তারিখ লিখে সেই কাগজসহ ছবি তুলতে হবে। এই ছবির সাথে আরও নূন্যতম তিন চারটি ছবি এবং ২৫০ শব্দের একটি পরিচিতি মূলক পোস্ট লিখতে হবে। আপনার সম্পর্কে তথ্য লিখতে হবে যেমন আপনার শিক্ষাগত যোগ্যতা, পরিবার, জাতীয়তা, আপনার শখ, এলাকা সম্পর্কে সব তথ্য উল্লেখ করতে হবে। পোস্টে অবশ্যই #abb-intro ট্যাগ ব্যাবহার করতে হবে। আপনার পোস্টে রেফারেন্স সম্পর্কে লিখতে হবে অথবা এই কমিউনিটির ব্যাপারে কোন 'মাধ্যম' থেকে জানতে পেরেছেন তা উল্লেখ করতে হবে অবশ্যই। তবে রেফারেন্স অবশ্যই আমার বাংলা ব্লগ কমিউনিটি এর ভেরিফাইড মেম্বার হতে হবে। সঠিকভাবে ভেরিফিকেশন পোস্ট করতে হলে এই সকল নিয়ম মেনে পোস্ট করতে হবে।
👇
তবে এই মুহুর্তে আমার বাংলা ব্লগে নিউ মেম্বার নেয়া হচ্ছে না। আপনি আমাদের discord server এ জয়েন করুন। নিউ মেম্বার নেয়ার সঠিক সময় discord এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে। ধন্যবাদ।

Discord link: https://discord.gg/zkvm7ZuT

 3 years ago 

আপনি সকল পোস্ট ও সকল মন্তব্য বাংলাতে হতে হবে।

 3 years ago (edited)

আপনি স্বাস্থ্যবিষয়ক খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট করেছেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে জাম এবং জামের বীজের ভূমিকা আপনি আমাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছেন, আপনাকে ধন্যবাদ স্বাস্থ্যসম্মত একটি পোস্ট শেয়ার করার জন্য।

আশাকরি আপনি আমার বাংলা ব্লগ কমিউনিটির সমস্ত নিয়মকানুন অনুসরণ করে পোস্ট করবেন।

 3 years ago 

আপনি কপিরাইট আইন লংঘন করেছেন । আপনি নিজের ফটো অথবা কঁপিরাইট ফ্রী ফটো ছাড়া আপনার পোষ্টের মধ্যে ব্যবহার করতে পারবেন না।

কমিউনিটির নিয়মাবলী :
https://steemit.com/hive-129948/@rme/last-updated-rules-of-amar-bangla-blog-community-29-sep-21

যে কোন বিষয়ে জানার প্রয়োজন হলে আমাদের সাথে Discord এ যোগাযোগ করুন।

Discord server link: https://discord.gg/ettSreN493

Source:

https://www.alamy.com/jambolan-plum-or-java-plum-with-green-leaves-isolated-on-white-background-image153513219.html?pv=1&stamp=2&imageid=DC53CB34-2A8C-4AF2-82E4-35B6BC351398&p=370195&n=0&orientation=0&pn=1&searchtype=0&IsFromSearch=1&srch=foo%3dbar%26st%3d0%26pn%3d1%26ps%3d100%26sortby%3d2%26resultview%3dsortbyPopular%26npgs%3d0%26qt%3djava%2520plum%26qt_raw%3djava%2520plum%26lic%3d3%26mr%3d0%26pr%3d0%26ot%3d0%26creative%3d%26ag%3d0%26hc%3d0%26pc%3d%26blackwhite%3d%26cutout%3d%26tbar%3d1%26et%3d0x000000000000000000000%26vp%3d0%26loc%3d0%26imgt%3d0%26dtfr%3d%26dtto%3d%26size%3d0xFF%26archive%3d1%26groupid%3d%26pseudoid%3d%26a%3d%26cdid%3d%26cdsrt%3d%26name%3d%26qn%3d%26apalib%3d%26apalic%3d%26lightbox%3d%26gname%3d%26gtype%3d%26xstx%3d0%26simid%3d%26saveQry%3d%26editorial%3d1%26nu%3d%26t%3d%26edoptin%3d%26customgeoip%3d%26cap%3d1%26cbstore%3d1%26vd%3d0%26lb%3d%26fi%3d2%26edrf%3d%26ispremium%3d1%26flip%3d0%26pl%3d