প্রিয় মা
কেমন আছেন সবাই আমার বাংলা ব্লগের বন্ধুরা?
আশাকরি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তা এবং আপনাদের আশীর্বাদে আমিও সুস্থ আছি।
প্রিয় মা
আসসালামু আলাইকুম আম্মা।
অবাক হচ্ছো? মেয়েটা তোমায় চিঠি কেন দিচ্ছে বলে?
জীবনে ঘটা করে কত আয়োজন করলাম।কত মানুষকে চিঠি দিলাম তোমায় দিলাম না মা।
অথচ দেখো তোমায় নিয়ে কতশত শব্দ বুনি,জমাই! আবার কেমন সব এলোমেলো হয়ে যায়।তুমি মানুষটাই যে এমন।তোমার কাছে যে গোছানোর কিছুই নেই। আঁটসাঁট বেঁধে বলার নেই।আমরা সন্তানরা একটা মানুষের কাছে সবসময় একইরকম অগোছালো, এলোমেলো, বাচ্চা।
আজ ১৬ বছরেও ব্যাথা পেলে 'মা' বলে কেঁদে উঠি।বাড়িতে এলে আগেই 'মা মা' বলে ডাকতে ডাকতে ঢুকি। এখনও তোমার হাতে একবেলা ভাত না খেলে তৃপ্তি মেটে না।দুঃখ,কষ্ট, ব্যাথায় যার কোলে মাথা রেখে শান্তির আভাস পাই সে তুমি মা। আরও আগামী ১০ বছরেও এর নড়চড় হবে না।আমরা বড় হলেও মায়ের কাছে বড় হইনা।কতশত রাগ তোমার উপর ঝেরেছি মা।তুমি কখনো আমায় ফেলে দাওনি। আঁকড়ে ধরেছো।তোমায় কখনো ঘটা করে বলা হয়নি 'ভালোবাসি।তোমাকে ছাড়া আমি অপূর্ণ'।একদিন তোমার গায়ের 'মা মা'র গন্ধ না পেলে যে ঘুম আসে না মা।আমি তোমার ছায়ায় বাঁচি, আমি তোমার মায়ায় বাঁচি।আমি প্রত্যেকটা মুহূর্তে তোমার উপর নির্ভরশীল মা।তোমায় নিয়ে কতশত অপ্রত্যাশিত শব্দ বুকে জমা রেখেছি মা।তোমায় বলতে পারিনি।ইচ্ছায়/অনিচ্ছায় কত কষ্ট দিয়েছি বহুবার।
ক্ষমা করবে না মা আমায়?
বুকের অপ্রত্যাশিত অজস্র কথাগুলো কখনো তোমার পানে প্রকাশ করতে পারবো কিনা জানিনা মা।
মন কেবল শুধায়, আমি ভীষণ ভালোবাসি মা তোমায়।
ইতি
তোমার অধম মেয়ে
পোস্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।