হঠাৎ করেই মনপুরা কাবাব হাউজে ইফতার করার মুহূর্ত।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হঠাৎ করেই মনপুরা কাবাব হাউজে ইফতার করার মুহূর্ত। |
---|
প্রতিবছর আমরা কয়েকজন মিলে মনপুরাতে ইফতার করি এবং কয়েকবার গিয়ে ইফতার করা হয়। মানে একদিন একটা সার্কেলসহ ইফতার করতে যাই। তবে এ বছরে প্রথম গেলাম কারণ ব্যস্ততার কারণে কোথাও যাওয়া তেমন একটা হয়নি। বেশিরভাগ বাসায় ইফতার করেছি। আর মাঝে মাঝে দু এক জায়গাতে দাওয়াত ছিল সেখানে। তবে এই বছর মনপুরাতে প্রথমবার ইফতার করা হলো।
যদিও প্রতিবার আমরা মনপুরাতে ইফতার করি কাবাব পরোটা বুট পেয়াজু আলুর চপ বেগুনি খেজুর। তবে এবার ভিন্ন রকম কিছু আয়োজনের চেষ্টা করেছি।যাইহোক সেদিন হঠাৎ করেই যখন সিদ্ধান্ত নিলাম যে মনপুরাতে ইফতার করব,তখন মনপুরা কাবাব হাউজ দেখাশুনার দায়িত্বে যে আছে সে আবার আমার কম্পিউটার সেক্টরের ছাত্র তাকে ফোন দিলাম।
তাকে ফোন দিয়ে বললাম আমার সাথে দেখা করতে। যখন সে আমার সাথে দেখা করতে আসলো তখন তার সাথে মতবিনিময় করলাম যে কি কি খাওয়া যায় কি কি আছে। তখন সে বলল ভাইয়া কাবাব পরোটা এগুলো তো আছে তখন আমি বললাম না এগুলা তো সবসময় খাওয়া হয় এবার একটু ভিন্ন কিছু খাব ইফতারে। তখন সে বলল তাহলে কি ফিস ফ্রাই বা কড়াই খাবেন। তখন আমি বললাম না সেটাও খাব না। কারণ সেখানকার ফিস ফ্রাই ও আমরা অনেক খেয়েছি।
পরবর্তীতে সে বলে তাহলে ভাইয়া ফ্রাইড রাইস হলে কেমন হয়।তখন আমি বললাম ফ্রাইড রাইস করা যেতে পারে,আর সাথে চিলি চিকেন। এরপর জিজ্ঞাসা করলাম যে জুসের মধ্যে কি হতে পারে, তখন সে বলল ম্যাংগো জুস এখন ভালো হবে।তাই ম্যাংগো জুসের ও অর্ডার করলাম। যাক আমরা সবাই ইফতারের আধা ঘন্টা আগে মনপুরাতে পৌঁছে গেলাম এবং কিছুক্ষণ পার্কের ভিতরে হাটাহাটি ঘুরাঘুরি করলাম।আবার অনেকদিন পর সেখানে দোলনায় চড়লাম।
যদিও পার্কের ভিতরে ঢুকতে হলে টিকেট কাটার প্রয়োজন হয়, কিন্তু আমি যাওয়াতে আমাদেরকে এমনিতেই ঢুকিয়ে দিল টিকেট ছাড়া। কারণ তারা আমাকে আগে থেকেই চেনে,আর আমার ছাত্রও পরিচয় করিয়ে দিয়েছিল তাই।এরপর যখন ইফতারের সময় ঘনিয়ে আসলো তখন আমরা সবাই রেডি হয়ে টেবিলে বসলাম। আর ধীরে ধীরে খাবারগুলো আমাদের সামনে উপস্থাপন করা হলো।ম্যাংগো জুস, চিলি চিকেন,ফ্রাইড রাইস, খেজুর,তরমুজ, সালাত আবার চিলি চিকেন এক্সট্রা একটা ডিশ দিয়েছে, যার প্রয়োজন সে সেখান থেকে নিবে।
কিছুক্ষণ পরে আবার ফ্রাইড রাইসের এক্সট্রা প্লেট নিয়ে এসেছে কারো প্রয়োজন হলে সেখান থেকে নিবে।আমি ফটোগ্রাফি গুলো আগেই করে ফেলেছিলাম, তাই অনেক কিছু ফটোগ্রাফিতে মিস আছে। তবে মূলত এভাবে কোন রেস্টুরেন্ট এ কাউকে খেতে দেয় না। যেহেতু এখানে আমার ছাত্র ছিল সে সহ একসাথে ইফতার করেছি ওই হিসেবে সে আমাদের জন্য একটু স্পেশাল ব্যবস্থাই রাখল। মনপুরাতে যদিও ফ্রাইড রাইস প্রথমবারের মত খাওয়া তবে ঘরে এবং বিভিন্ন রেস্টুরেন্টে ফ্রাইড রাইস অনেক খেয়েছিলাম।
এরপর আমাদের সবার ইফতার শেষে তখন আমার ছাত্র বলতেছিল ভাই আর কি খাবেন, তখন বললাম আর কিছুই খাবো না। সে অনেক জোরাজোরি করলো কফি খাওয়ানোর জন্য,কিন্তু কফি খেতে ইচ্ছে করছিল না। মন চাচ্ছিল রং চা খেতে তাই আর সেখানে কিছুই খেলাম না।পরবর্তীতে কিছুক্ষণ কথাবার্তা বলে তার তরমুজ ক্ষেত দেখতে যাওয়ার কথা উঠলো।
তখন আমি বললাম ঠিক আছে আগামী দিন তোমার তরমুজ ক্ষেত দেখতে যাব। তখন সে বলল ভাইয়া ঠিক আছে তবে আপনি দুপুর টাইমে আসবেন কারণ এর আগে পরে আসলে আমাকে পাবেন না আমি ব্যস্ত থাকবো। আর হ্যাঁ সেদিন যে তরমুজ খাওয়ানো হয়েছিল সে তরমুজটি তার ক্ষেতের ছিল। যাইহোক কিছুক্ষণ কথাবার্তা বলে সেখান থেকে আমরা বিদায় নিলাম।তবে তরমুজ ক্ষেত ভিজিটের মুহূর্ত পরে একদিক শেয়ার করবো।
আসলে বেশ ভালো সময় কাটিয়েছিলাম মনপুরাতে আর এই বছরে প্রথমবারের মতো ইফতার ভালোই লাগলো। যাইহোক এই আনন্দঘন মুহূর্তটা আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে।আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Nevlu123/status/1901859003338297675
আপনার ছাত্র সেখানে ছিলো বলে,আপনাদেরকে বাড়তি আপ্যায়ন করা হয়েছিল দেখছি। যাইহোক সবাই মিলে এভাবে ইফতার করার মজাই আলাদা। এই বছর ব্যস্ততার কারণে মাত্র ২দিন সবাই মিলে ইফতার করার সুযোগ হয়েছে। তাছাড়া বাসাতেই ইফতার করা হচ্ছে। যাইহোক পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
প্রতিবছর আপনারা অনেক জন মিলে মণিপুরা কাবাব হাউসের ইফতার করতে যান। তবে এবছর ব্যস্ততার কারণে যেতে পারেননি। এই প্রথম সবাই মিলে একসাথে ইফতার করলেন মনিপুরী কাবাব হাউসে। তবে সব সময় যে খাবার আপনারা খান তার ব্যতিক্রম দিয়ে এবার ইফতার করেছেন। খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। অনেকজন মিলে এভাবে ইফতার করতে ভীষণ ভালো লাগে। দেখে খুবই ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া।
মনপুরা নামটা যেমন সুন্দর তাদের রেস্টুরেন্টটাও খুব সুন্দর। বৃষ্টি আপুর পোস্টে বেশ কয়েকবার এই কাবাব হাউজের কথা শুনেছিলাম। আজকে আপনার পোষ্টের মাধ্যমে কিছু ফটোগ্রাফি দেখে ভালো লাগলো। বেশ কয়েকজন মিলে সেখানে ইফতার করেছেন। জায়গাটা আসলেই খুব সুন্দর। দারুন মুহূর্ত কাটিয়েছেন সবাই মিলে। মুহূর্ত গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
নিজেরা নিজেরা একা গিয়ে খেলে আমাদেরকে জানালেও না। আমরাও একদিন ইফতার করব মনপুরাতে গতবারের মতো। যাইহোক বেশ ভালো আয়োজন করেছো। আর পাভেল ভাইয়া থাকাতে ভালোই হয়েছে। ধন্যবাদ সবার মাঝে ভাগাভাগি করে নেয়ার জন্য।
ভাইয়া আপনি দেখছি ইফতার করার জন্য মনপুরা গেলেন। তবে এটা শুনে ভালো লাগলো একেক সময় একেক জায়গায় ইফতারি করতে পছন্দ করেন। যদিও এবার ব্যস্ততার কারণে কোথাও যেতে পারলেন না। তবে মনপুরা আপনার পরিচিত এবং ছাত্র থাকার কারণে সুবিধা হল আপনাদের জন্য। যাইহোক সুন্দরভাবে ইফতার করেছেন এবং মনপুরা পার্কে এর সৌন্দর্য উপভোগ করলেন। ভালো লাগলো আপনার পোস্টটি দেখে।