সমসাময়িক বিষয় বিবেচনায় রাখলে পড়াশোনা এখন কিছুই না।এগুলো যেন শুধুমাত্র কোনোমতে একটা একাডেমিক সার্টিফিকেট পাওয়ার জন্যই করা।ব্যসিক যে বিষয়গুলো জানা প্রয়োজন তা না জেনে শুধুমাত্র গতানুগতিক প্রশ্নধারা নিয়েই পড়াশোনা আর পরীক্ষা চলছে।এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের নতুন প্রজন্ম ভালো কিছু করতে পারবে না।পিছিয়ে থাকবে সবসময়।