স্বরচিত কবিতাঃ ঈদ এলো খুশি নিয়ে।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ ঈদ এলো খুশি নিয়ে।
ঈদ এলো খুশি নিয়ে,আনন্দ যায় বয়ে।
সবাই মিলে হাসি খুশি,দুঃখ গুলো যায় ক্ষয়ে।
নতুন জামা, নতুন জুতো,কত যে ভালো লাগে,
সালামি পেয়ে ছোট্ট শিশুরা,খুশিতে নাচতে থাকে।
সকালবেলা মসজিদপানে যাই সবাই দলে,
ঈদের নামাজ পড়ে এসে মিলি গলে গলে।
সব ভেদাভেদ ভুলে গিয়ে,চলো একসাথে চলি।
ঈদ মানে আনন্দ,মনের সুখে বলি।
মিষ্টি সেমাই, পায়েস,খাবার যে কত রকম,
পরিবারে আনন্দ থাকে,কাটে যে সুন্দর সময়।
সব কষ্ট আর মন খারাপ,দূরে রেখে ভাই,
ঈদের দিনে সবাই মিলে,খুশি থাকতে চাই।
বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন সবার ঘরে যাই,
ঈদের সালাম দিয়ে তাদের ভালোবাসা পাই।
শিশুরা সব নাচে গানে, পায় ঈদের সালামি,
তাদের মুখে হাসি দেখে হই যে খুশি আমি।
এই দিনটি ভালোবাসার ও ভালো থাকার প্রণয় ,
ভেদাভেদ ভুলে সবাই করি সুখের বিনিময়।
ঈদ মানে শান্তি, ঈদ মানে ভালোবাসা,
সবাই মিলে চলি একই পথে, থাকুক মনের আশা।
কবিতার মর্ম কথা |
---|
এই কবিতায় ঈদের আনন্দ ও উল্লাসকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ঈদ মানে শুধু নতুন কাপড় বা ভালো খাবার নয়, এটি একটি মিলনের দিন, যেখানে ছোট-বড়, ধনী-গরিব সবাই একত্রিত হয়। নামাজ পড়া, কোলাকুলি করা, মজার খাবার খাওয়া, সবই ঈদের অংশ। ঈদ সবার মধ্যে ভালোবাসা আর একতার বন্ধন তৈরি করে, অভিমান ভুলিয়ে দেয়। এই দিনটি শুধু ব্যক্তিগত খুশির নয়,এটি মানবতার একতার প্রতীক।আজকে সেরকমই কিছু কথা এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি ।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://x.com/Nevlu123/status/1906899351357813033
আপনার লেখা আজকের এই কবিতাটা আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই কবিতার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে। আশা করছি সব সময় এরকম কবিতা আমাদের মাঝে শেয়ার করবেন।
https://x.com/Nevlu123/status/1907269229692498200
https://x.com/Nevlu123/status/1907269585298248000