You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৯১

in আমার বাংলা ব্লগ2 years ago

গরমের এই ভীষণ প্যারায়,দুঃখ কষ্টে হয়েছি একাকার।
নির্ঘুম রাত ক্লান্ত দেহ,এই যেন এক ভীষণ হাহাকার।
হাত পাখা যেন পরম বন্ধু,সাথে থাকে সারাক্ষণ।
হাত অবশ হয়ে আসে,ব্যবহার করে যদি কিছুক্ষণ।

কষ্টের কথা বলব কি আর,এই গরমকে নিয়ে।
আফসোস করি মাঝে মাঝে,ছাদের উপর গিয়ে।
বিদ্যুৎ হচ্ছে সিন্ডিকেট,তাই পাচ্ছিনা আমরা জনগণ।
উপরমহলে যারা থাকে,মনে হয় তারাই বিদ্যুতের আপনজন।

উপরমহলে যারা থাকে,তাদের অনেক সুখ।
বিদ্যুৎ তাদের নৃত্য সঙ্গী,আমাদের শুধু দুখ।
ছিল অনেক গাছপালা,কেটে ফেলছে সব।
সে কারণে আজকের এই,দুঃখের কলরব।