বাইকের ড্রাইভিং লাইসেন্স বানাতে গিয়ে বিড়ম্বনা।পর্ব-০৪
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
বাইকের ড্রাইভিং লাইসেন্স বানাতে গিয়ে বিড়ম্বনা।পর্ব-০৪ |
---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।আসলে বাইকের ড্রাইভিং লাইসেন্স বানাতে গিয়ে যে বিড়ম্বনার শিকার হলাম ভাবলাম তার কিছু বিষয় আপনাদের মাঝে শেয়ার করি।আমরা সব সময় নিজেদের ভালো লাগা মন্দলাগা আমার বাংলা ব্লগে সবার সাথে শেয়ার করি, তাইতো আপনাদের মাঝে চলে এলাম। যাই হোক চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
যাইহোক দেখতে দেখতে আমার বন্ধুর পালা এসে গেল। এরপর আমার পালা আমিও মোটামুটি আমার বাইকটা নিয়ে যেভাবে মন চাইলো সেভাবে চালিয়ে পার করলাম। এরপরে প্রাইভেট কার এর সেখানে গেলাম।যদিও আমি প্রাইভেটকার ড্রাইভ করতে পারি তবে দীর্ঘ পাঁচ বছর ড্রাইভ না করাতে একটু সংকোচ বোধ করছিলাম। তারা আমাকে জিজ্ঞাসা করে যে আপনি ড্রাইভ করতে পারেন।
আমি বলছি হ্যাঁ পারি,তবে অনেক আগে চালিয়েছি ওমান থাকাকালীন,আর দেশে আসার পর থেকে অনেকদিন চালাইনি। পরে সে বলে যে প্রাইভেট কারের ভাড়া দিন, এ কথা বলে আমার থেকে ২০০ টাকা নিয়ে গেল।বলেতে গেলে এটা তাদের অবৈধ এক্সট্রা ইনকাম।তবে আমাদের থেকে শুধু প্রাইভেট কারের ভাড়া টা নিয়েছে বাইকের ভাড়া নেয়নি।কারণ আমরা নিজেরই বাইক নিয়ে গিয়েছিলাম তাই।
যাই হোক আমাকে কার চালাতে বলে,আমি একটু সামনে গিয়ে ব্রেক করতেই বলে রাখুন নেমে আসুন।আমি জিজ্ঞাসা করলাম এক্সাম শেষ? তখন তারা বলল হ্যাঁ শেষ।কি আর করার এ কথা শুনে একটু হাসলাম। এরপরে আমাকে সিগন্যাল টেস্ট এর সেখানে পাঠায়। তখন আমি সিগন্যাল টেস্ট সেখানে গেলাম।এর পর আমাকে কয়েকটা সিগন্যাল এর কথা জিজ্ঞাসা করলো, মানে কাজ কি সেটা বলতে বললো।
আমিও কি কাজ সেটা বললাম এরপর একটি পেপারে দুটো সাইন নিয়ে আমাকে বলে ঠিক আছে যান।এরপর সেখান থেকে আবার দোতলায় যেতে বলল। দোতলায় গিয়ে দেখি সবাই টেবিলে বসে গিয়েছে লিখিত পরীক্ষা দেওয়ার জন্য। আমরা সবাই সেখানে তাড়াহুড়ো করে গিয়ে দেখি সিট খালি নেই। শুধু একপাশে ছোট্ট একটি সিট খালি আছে তবে সেখানে লেখার মত কোন বোর্ড নেই।সবাই যার যার সিট এবং বোর্ড দখল করে নিয়েছিল আমরা যাওয়ার আগেই।
যাইহোক কি আর করার বসে গেলাম সেখানে। এরপর আশেপাশে তাকাতে একটা কার্ডবোর্ড পেলাম সেটা নিয়ে নিলাম। এরপর সেখানে আধাঘন্টা বসার পরে স্যার রা আসলো, আসার পরে সেখানে প্রশ্ন বিতরণ করল।তারপর সবার উদ্দেশ্যে বলা হলো যে মেকানিক্যাল/মেকানিজম বিষয়ে সবাইকে নুন্নতম চার মার্ক পেতে হবে না হলে ফেইল। যাইহোক এসব বলে তারা হল পরিদর্শন করতে লাগলো ।
পরবর্তীতে সবাই যার যার মত করে পরীক্ষা দিতে শুরু করল।দু একজন এদিক ওদিক তাকাতে লাগলো তখন পরিদর্শকরা তাদের কাগজ নিয়ে গেল। যাইহোক আমরা যতটুকু পেরেছি ওই হিসাবে লিখে দিয়েছে। পরীক্ষা শেষে সবার থেকে কাগজ গুলো নিয়ে নিল। এরপর সবাই সেখান থেকে বেরিয়ে চলে যাওয়ার সময় আবার বলল সবাইকে নিচে গিয়ে লাইনে দাঁড়াতে । যদিও এই নিয়মটি এর আগে ছিল না, এইবার নতুন করেছে। যাহোক কি আর করার আবার নিচে গিয়ে লাইনে দাঁড়াতে হল।
লাইনে দাঁড়ানোর পর একটা লোক এসে বলল সবার হাতে থাকা স্লিপটা জমা দিতে।পরে একে একে সামনে গিয়ে স্লিপ গুলো ঐ লোকটার কাছে জমা দেয়া হলো এত কিছু শেষ করে অবশেষে সেখান থেকে আমরা বিদায় নিলাম। তবে সেখানে শেষ করে কোর্ট বিল্ডিং এ গেলাম যার সাথে আমাদের কন্ট্রাক্ট হয়েছে তার সাথে কথা বলতে।পুরো সকাল থেকে কিছু খাওয়া হয়নি পুরো প্রসেস শেষ করতে করতে প্রায় চারটার উপরে বেজে গিয়েছিল। যাইহোক সেখানে গিয়ে প্রথমে হালকা নাস্তা করলাম এরপর আমরা আমাদের গন্তব্যে ফিরে আসলাম।
যখন বাড়িতে চলে আসলাম এর পরের দিন আমরা মোবাইলে এসএমএস পেলাম যে আমাদের ড্রাইভিং লাইসেন্স এর লিখিত পরীক্ষায় পাস করেছি।তারপর এর দুদিন পরে আবার একটি মেসেজ আসলো যে আপনি ড্রাইভিং লাইসেন্স এর জন্য এপ্লাই করুন।এরপরে আমরা যে লোকের মাধ্যমে কন্ট্রাক্ট করেছি সেই লোককে বাকি টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স এর জন্য এপ্লাই করতে বললাম।আজ এই পর্যন্ত বাকি ঘটনা শেষ পর্বে শেয়ার করবো।
যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
https://x.com/Nevlu123/status/1905826823784845385
https://x.com/Nevlu123/status/1905907140646301821
https://x.com/Nevlu123/status/1905907850037391408
https://x.com/Nevlu123/status/1905908750982025230