স্বরচিত কবিতাঃ বৃষ্টি এলো শহর জুড়ে।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ বৃষ্টি এলো শহর জুড়ে।
হঠাৎ করে বৃষ্টি এলো,
ছোট্ট ওই শহর জুড়ে।
জল নেমেছে পথের ধারে।
ভেজা হাওয়া লাগছে প্রাণে।
টিনের চালে টাপুর টুপুর,
সুর তুলে দিন দুপুর।
চায়ের দোকানে মানুষের ভীড়,
পাখিরা থাকে তাদের নীড়ে।
কেউ বা বসে জানালাতে,
চোখ রাখে বৃষ্টির পানে।
কেউ আবার হাত বাড়িয়ে ধরে বৃষ্টি,
এ যেন তার প্রাণের টানে।
বৃষ্টির ফোঁটা গানের মত,
টিনে পড়ে করে ছন্দ।
মন যে ভেজে ধীরে ধীরে,
ভালো লাগা যেন প্রাণবন্ত ।
বৃষ্টি মানে শান্তি আসে,
ক্লান্ত শহর নেয় এক শ্বাস।
বৃষ্টি মানেই ভালো লাগা,
প্রকৃতির এক মধুর আশ্বাস ।
কবিতার মর্ম কথা |
---|
হঠাৎ করে গতরাতে বৃষ্টি হয়েছিল যদিও দেখতে পাইনি তবে শব্দ শুনেছিলাম।সকালে উঠে দেখি অনেক রোদ তবে বৃষ্টি যে হয়েছিল সেটার কিছুটা প্রমাণ রয়েছে।তাই ভাবলাম যে বৃষ্টিকে নিয়ে একটি কবিতা লিখি।বৃষ্টি আমার অনেক ভালো লাগে,আর বৃষ্টি মানেই ভালো লাগা, বৃষ্টি হলে মনটা যেন একদম ফুরফুরা হয়ে যায়।ছোট ছোট ফোঁটা পড়ে টিনের চালে,
সব কিছুই যেন ভালোলাগার এক প্রতিবিম্ব ।আজকে সেরকমই কিছু কথা এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি ।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR

আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
https://x.com/Nevlu123/status/1909080803725959265
আমি কবিতা লিখতে খুব ভালোবাসি, আর কবিতা পড়তেও আমার কাছে অনেক ভালো লাগে। খুব সুন্দর টপিক নিয়ে আজকের কবিতাটা লিখেছেন। এটা দেখেই তো আমার কাছে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন একেবারে মন ছোঁয়া ছিল। আপনি এভাবে সব সময় কবিতা লেখার চেষ্টা করলে, পরবর্তীতে আরো ভালো কবিতা লিখতে পারবেন।
ঢাকায় তো গত দুইদিন ধরে রাতের বেলা ঝড় হচ্ছে। খুব সুন্দর একটা কবিতা লিখেছেন বর্তমান সময়ের ওয়েদার নিয়ে। কবিতার প্রত্যেকটা লাইন পড়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ ভাইয়া।
https://x.com/Nevlu123/status/1909229965687828991
https://x.com/Nevlu123/status/1909230497517166976
https://x.com/Nevlu123/status/1909231296104083746
https://x.com/Nevlu123/status/1909231631577014381
https://x.com/Nevlu123/status/1909231981239337347
https://x.com/Nevlu123/status/1909232591447982152
https://x.com/Nevlu123/status/1909233163097821666
https://x.com/Nevlu123/status/1909251722700115991
https://x.com/Nevlu123/status/1909252051961528332
হঠাৎ করে বৃষ্টি হওয়ায় আবহাওয়া কিছুটা শীতল হয়েছে ভাই। সবাই বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলো। যাইহোক বেশ ভালো লাগলো কবিতাটি পড়ে। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।