কবিতা আবৃত্তি মুখেই শুধু মানবতা।
আমার প্রিয় ভাই ও বন্ধুগন, সবাই কেমন আছেন?আশা করি সবাই ভাল আছেন। সবাইকে আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হয়েছি।আর কবিতাটির নাম হচ্ছেঃ-মুখেই শুধু মানবতা,।আর আমিই কবিতাটি আবৃত্তি করতে যাচ্ছি। আসলে আপনাদের কেমন লাগবে আমি জানিনা তবে আশা করছি ভালো লাগতে পারে।
প্রতিদিন অন্যান্য বিষয়বস্তু নিয়ে পোস্ট করি। তবে চিন্তা করলাম সপ্তাহে একটি গান বা কবিতা আপনাদের মাঝে তুলে ধরবো। সেই জন্য আজকে চিন্তা করে দেখলাম কোন কবিতাটা মোটামুটি পারি, সেটাই তুলে ধরার প্রচেষ্টায় এই কবিতাটি মাথায় আসলো। তখন এই কবিতাটিকে আপনাদের মাঝে তুলে ধরলাম।
আসলে আমি মনে করি গান কবিতা এগুলো হচ্ছে মনের তৃপ্তি, মনের খোরাকি। মাঝে মাঝে গান গাইলে বা কবিতা আবৃত্তি করলে মনে প্রশান্তি মেলে। তাই কখনো কখনো আনমনেও গান ও কবিতা গেয়ে থাকি।তবে যদি ভুল হয় সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কেমন লেগেছে সেটা মন্তব্যের মাধ্যমে জানাবেন।
কবিতাটির নাম হচ্ছেঃ
মুখেই শুধু মানবতা।
আবৃত্তিঃ-
@nevlu123
https://youtube.com/shorts/X4VnpB8are8?si=keVfxq6AsKqW3_6a
এই কবিতাটি অনেক বেশি ভালো লাগে আমার। হঠাৎ করে কবিতাটির কথা মনে পড়ে গেল, আর তাই আপনাদের মাঝে আবৃত্তি করে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
মানবতা আর মানবতা,
শুধু মুখে বলি।
আমরা কি ভাই মানবতার,
পথে আজও চলি?
মানবতার সীমা ছেড়ে,
চলি অলিগলি ।
মানবতা ছিন্ন করে,
ছিড়ি ফুলের কলি।
আমরা মানুষ ভালো তো নয়,
আমার মাঝে দোষ।
নিজের পাপের বোঝা ভারী,
নেই মোদের হুশ।
মানবতা থাকতো যদি,
সব মানুষের অন্তরে।
পৃথিবীটা হতো সুন্দর,
বলতাম খুলে মনটারে।
মানবতার বড়ই অভাব,
সমগ্র পৃথিবী জুড়ে।
মানবতার অবর্তমানে
অমানুষ হাসে সুরে।
আমরা মানুষ আমার মাঝে,
মানবতা থাকা চাই।
মানবতা ছাড়া কোন মানুষ,
প্রকৃত মানুষ নয় ভাই।
মানবতার পতাকা তলে,
সবাই যদি আসে।
সব মানুষ ভাই ভাই,
সবাই থাকবে সবার পাশে।
♡♡♡ধন্যবাদ♡♡♡
❤❤❤❤❤❤❣
❤❤❤❤❤❣
❤❤❤❤❣
❤❤❤❣
❤❤❣
❤❣
❣
তো বন্ধুরা আজকে এতটুকু ,আর আমার পোস্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিশদ বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
পোষ্ট | কবিতা আবৃত্তি |
মডেল | M32 |
ফটোগ্রাফার | @nevlu123 |
সম্পাদনা | শুধু সেচুরেশন |
অবস্থান | বাংলাদেশ। |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
আসলে ভাই মানবতার গান সবাই গাইতে পারে কিন্তু মানবতার পথে চলা সবাই চলতে পারে না। অনেক সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছেন শুনে খুবই ভালো লাগলো ভাই। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে বিস্তারিতভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
https://x.com/Nevlu123/status/1885872417052238213
আমিও তো তাই দেখছি। মুখেই শুধু মানবতা। অথচ চারদিকে অমানবিক মানুষ জনই ভরা। আপনি তো বেশ দারুন একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার আবৃত্তি করা কবিতাটি আমার কাছে কিন্তু বেশ দারুন লেগেছে। ধন্যবাদ এমন দারুন একটি কবিতা আবৃত্তি শেয়ার করার জন্য।
আসলে আপনার লেখা কবিতা গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আপনার নিজের লেখা একটি কবিতা আবৃত্তি করেছেন। আপনার কন্ঠে এতো সুন্দর একটি কবিতা আবৃত্তি শুনে বেশ ভালো লাগলো আমার কাছে।পুরো কবিতা টি একদম দারুন ভাবে বলার চেষ্টা করেছেন।
আপনি খুব সুন্দর একটা কবিতা আবৃত্তি করে আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। কবিতাটা খুব সুন্দর এবং কবিতার প্রত্যেকটা লাইনের বাস্তব কথা গুলো তুলে ধরেছেন। খুব সুন্দর ভাবে পুরো কবিতা আবৃত্তি করেছেন। শুনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
অনেক সুন্দর একটা কবিতা আবৃত্তি করেছেন। আমার কাছে আপনার কবিতা আবৃত্তি শুনতে অনেক ভালো লেগেছে। এই কবিতাটা কিন্তু খুবই সুন্দর ছিল। যার কারণে কবিতা আবৃত্তি শুনতে আরো বেশি ভালো লেগেছে। আসলে মানবতার কথা মুখে মুখে হলেও, সব দিকে আমরা অমানবিকতাই দেখতে পাচ্ছি।
হ্যাঁ, সত্যিই মানবতা কথা শোনা যায়, কিন্তু বাস্তবে চারপাশে যেন অমানবিকতা ছড়িয়ে আছে। আপনার আবৃত্তি করা কবিতাটি আমার কাছে খুবই গভীর এবং প্রাসঙ্গিক মনে হয়েছে। আপনি যেভাবে অনুভূতি প্রকাশ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন একটি চমৎকার কবিতা শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
বেশ ভালো একটি সিডিউল করেছেন আপনি। সপ্তাহে একদিন কবিতা কিংবা কবিতা আবৃত্তি শেয়ার করলে ভালো লাগবে আমাদের শুনতে। আপনি আজকে বেশ সুন্দর একটি কবিতা আবৃত্তি করলেন মানবতা নিয়ে। অনেক ভালো লাগলো আপনার কবিতা আবৃত্তি শুনে।