তৃতীয় বর্ষপূর্তিতে টপ পাওয়ার আপকারি হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
তৃতীয় বর্ষপূর্তিতে টপ পাওয়ার আপকারি হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। |
---|
বন্ধুরা টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে কি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো। তবে সত্যি বলতে এই পোস্টটি অনেক আগেই করার কথা ছিল কিন্তু ওই সময় সুযোগ হয়নি আর ফটোগুলোও চোখে পড়েনি,তাই আর পোস্টটি করা হয়নি। যেহেতু ভালোলাগার সব বিষয়বস্তু আমার বাংলা ব্লগে শেয়ার করি তাই ভাবলাম এ বিষয়টিও শেয়ার করি।
আসলে স্টিমিট আমার কাছে শুধু একটা ব্লগিং প্ল্যাটফর্ম না, এটা আমার ভালোবাসার জায়গা। এখানে প্রতিদিন লিখি, শেয়ার করি, আর সেই সাথে প্ল্যাটফর্মকে শক্তিশালী করার জন্য চেষ্টা করি নিয়মিত পাওয়ার আপের মাধ্যমে। ২০২৪ সালে আমার বাংলা ব্লগ থেকে টপ এমাউন্ট পাওয়ার আপ করে টপ পাওয়ার আপকারি হতে পেরে আমি সত্যিই অনেক আনন্দিত। এটা আমার জন্য সম্মানের একটা বিষয়, কারণ আমি বিশ্বাস করি, একজন সচেতন ইউজার হিসেবে পাওয়ার আপ করা খুবই গুরুত্বপূর্ণ।
এই অর্জনের জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ থেকে যে সুন্দর কাপ উপহার হিসেবে পেয়েছি, তা আমার আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। উপহার পেয়ে শুধু ভালো লেগেছে তা কিন্তু না, বরং এটা আমাকে আরও বেশি উৎসাহ ও প্রেরণা দিয়েছে সামনে আরও ভালো কিছু করার জন্য।তবে মজার বিষয় হচ্ছে যখন এই গিফটি ওপেন করি তখন কাপের মধ্যে দুটো চকলেট পাই যেটি আমাদের @nusuranur নুসুরা আপু পাঠিয়েছে সবার জন্য।
চকলেট গুলো দেখে অনেক হাসছিলাম কারণ এই জায়গাতে চকলেট পাবো আসলে কল্পনাও করিনি। চকলেট গুলো দেখে আমার ছেলে খেতে চাইলো কিন্তু তাকে যেহেতু চকলেট আচার এবং চিপস এ ধরনের কোন পণ্যই খাওয়াই না তাই আর তাকে দেয়া হয়নাই। আমরা নিজেরাই খেয়ে ফেলেছিলাম চকলেট গুলো বেশ ভাল ছিল সেজন্য নুসুরা আপুকে অনেক ধন্যবাদ।
আর @moh.arif আরিফ ভাইকেও ধন্যবাদ খুব সুন্দর ভাবে প্যাকিং করে এবং যথাযথ ভাবে আমাদের ঠিকানায় পাঠিয়ে দেওয়ার জন্য। কাপের মধ্যে লেখাগুলো খুব সুন্দর ফুটে উঠেছে এবং দেখতে অসাধারণ লাগছিল তাই এটাকে কিছু ফটোগ্রাফি করে নিলাম।আর গতবারের এই কাপটি পেতে বেশি সময় লাগে নি।খুব তাড়াতাড়ি হাতে পেয়ে গিয়েছি।
আসলে আমি সবসময় বিশ্বাস করি যত বেশি আমরা স্টিম পাওয়ার অর্জন করবো, তত বেশি আমাদের অ্যাকাউন্ট শক্তিশালী হবে। পাওয়ার আপ কেবল নিজের জন্য না, পুরো প্ল্যাটফর্মের জন্য লাভজনক। কেউ যখন শুধু আর্নিং করে পাওয়ার ডাউন দিয়ে বেরিয়ে যায়, তখন সে নিজে উপকৃত হলেও প্ল্যাটফর্ম দুর্বল হয়। কিন্তু যখন আমরা পাওয়ার আপ করি, তখন প্রত্যেক পাওয়ার আপকারি শুধু নিজের প্রোফাইলই না, বরং পুরো প্ল্যাটফর্মের ভবিষ্যৎ গড়ার অংশীদার হয়।
২০২৩ সালে সিজন তিন শেষে সর্বমোট আমার পাওয়ার হয়েছিলো ৩৩,৩৮৫ স্টিম পাওয়ার।২০২৪ সালে সিজন চার শেষে সর্বমোট আমার পাওয়ার হয়েছিলো ৪০৮২৮ স্টিম পাওয়ার।তার মানে গত বছর আমি ৭৪৪৩ স্টিম পাওয়ার অর্জন করেছি(ব্লগিং প্লাস ইনভেস্ট, দুটোর সমন্বয়ে ।আশা করছি ২০২৫ এ সিজন-৫ এ ও সেই ভূমিকা পালন করব।
অনেকে আমার বিষয়ে ভাবে, আমি শুধু ব্লগ লিখে যা পাই, সেখান থেকেই পাওয়ার আপ করি। কিন্তু বাস্তবতা হলো, আমার এই পাওয়ার আপের পেছনে নিজস্ব ইনভেস্টমেন্টও রয়েছে। আমি মনে করি, এটা শুধুই একটা ডিজিটাল ইনকাম না, বরং ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করা। এজন্য আমি ব্যক্তিগতভাবে অর্থ খরচ করে স্টিম কিনে তা পাওয়ার আপ করি এবং একটু একটু করে নিজের অবস্থানকে আরও শক্ত করি।
আমি কৃতজ্ঞ আমার বাংলা ব্লগ কমিউনিটির এডমিন মডারেটরদের প্রতি, যারা সবসময় আমাকে সাপোর্ট দিয়েছে। কৃতজ্ঞতা প্রকাশ করছি @rme দাদার প্রতি,যিনি দিনের পর দিন পরিশ্রম করে এই কমিউনিটি ও প্ল্যাটফর্মকে সামনে এগিয়ে নিচ্ছেন।ওই হিসাবে শুধু আমার বাংলা ব্লগ নয় বরং পুরো প্ল্যাটফর্ম দাদার প্রতি কৃতজ্ঞ।যাইহোক আশা করি ব্লগটি আপনাদের ভালো লেগেছে।
তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু,যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
@nevlu123, অসাধারণ! তৃতীয় বর্ষপূর্তিতে টপ পাওয়ার আপকারি হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন! 🎉 এটা দেখে খুবই ভালো লাগছে যে আপনি কতটা ভালোবাসেন স্টিমিটকে এবং নিয়মিত পাওয়ার আপের মাধ্যমে প্ল্যাটফর্মকে শক্তিশালী করার চেষ্টা করছেন। কাপটি সত্যিই খুব সুন্দর, আর নুসুরা আপুর পাঠানো চকলেটগুলোর কথা শুনে হাসি থামানো দায়! 🤭
আপনার ডেডিকেশন এবং প্ল্যাটফর্মের প্রতি ভালোবাসার কারণে আপনি আমাদের বাংলা ব্লগ কমিউনিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। ২০২৩ থেকে ২০২৪ এ আপনার স্টিম পাওয়ারের বৃদ্ধি সত্যিই উৎসাহব্যঞ্জক। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলোর জন্য শুভকামনা রইলো। আপনার এই প্রচেষ্টা অন্যদেরকেও অনুপ্রাণিত করবে পাওয়ার আপ করতে, এবং প্ল্যাটফর্মের উন্নতিতে অবদান রাখতে। keep up the great work! 👍
✅✅
1 | https://x.com/Nevlu123/status/1941510611575390607
2 | https://x.com/Nevlu123/status/1941510801648648619
3 | https://x.com/Nevlu123/status/1941511767001366819
4 | https://x.com/Nevlu123/status/1941512040998396124
ভাই আপনি আপনার যোগ্য সম্মান পেয়েছেন। সেরা পাওয়ার আপকারী হিসেবে পুরস্কার পেয়েছিলেন জেনে খুবই ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল ভাই।