এক বড় ভাইয়ের সবজি বাগান থেকে কালারফুল ফুলকপি সংগ্রহ।

in আমার বাংলা ব্লগlast month
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।

এক বড় ভাইয়ের সবজি বাগান থেকে কালারফুল ফুলকপি সংগ্রহ।

20250212_091040.jpg

এলাকার এক বড় ভাই প্রতিবার তার এরিয়ার মধ্যে যতগুলো জমি থাকে সেগুলো লিজ নিয়ে এবং নিজস্ব জমিতে চাষাবাদ করে। সেখানে বিভিন্ন রকম ফসল চাষ করে। যেমন টমেটোর কয়েকটা জাত, লেটুস পাতার কয়েকটা জাত, ধনিয়া, ফুলকপির মধ্যে বেগুনি কালার, অরেঞ্জ কালার, হলুদ ও ব্রকলি, বিটরুট, ক্যাপসিকাম, মরিচ, আরো অসংখ্য শাকসবজিও রয়েছে।

তো কিছুদিন আগে সেখানে গিয়েছিলাম ফুলকপির জন্য। সেখানে যাওয়ার পরে দেখতে পেলাম যে আলাদা আলাদা করে সে ফুলকপি গুলোর রোপন করেছে।আর সেখানে কয়েকটি কালার রয়েছে।তখন আমি অন্যান্য সবজি না নিয়ে সেখান থেকে দুটো করে কপি নিয়েছি।তার মাঝে দুটো হলুদ কালার, দুটো বেগুনি কালার ও দুটো ব্রকলি নিয়েছি যেগুলো দেখতে সবুজ।
20240221_191130.jpg

20240221_191126.jpg
একদম অর্গানিক ভাবে এগুলো চাষাবাদ হয় এবং এই অর্গানিক ফসল সংগ্রহ করার জন্যই সেখানে গিয়েছিলাম। যদিও আমি বিকেলবেলা গিয়েছি তখন হাটাহাটি করে পুরো এরিয়া দেখলাম।পুরো এরিয়া কালারফুল হয়ে আছে, যেহেতু কয়েকটি কালার রয়েছে তাই। এরপর ফুলকপি গুলো তুলে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল।

মূলত এই ফুলকপি গুলো দেখতে এত বেশি চমৎকার এটা যে কারো মনকে আকৃষ্ট করবে।অনেক জায়গা থেকে মানুষ আসে এখান থেকে ফুলকপি নেওয়ার জন্য। কারণ আমরা সচরাচর যে ফুলকপি খেয়েছি বা দেখি, এগুলো তার চাইতে ব্যতিক্রম। সেই জন্য অনেকে দেখার জন্যও আসে। আর এগুলোর ডিমান্ডও অনেক বেশি।আবার নরমাল ফুলকপির চাইতে এই ফুলকপির দাম অনেকটাই বেশি।
20240221_191150.jpg

20240221_191017.jpg

যদিও রান্না করলে এই ফুলকপির স্বাদটা একই রকম থাকবে কিন্তু কালারের কারণে এগুলোর দাম একটু বেশি পড়ে। আসলে এই রকম সবাই যদি যার যার এরিয়াতে বিভিন্ন রকম শাকসবজি করে তখন দেশ ও জাতির জন্য অনেক বেশি উপকার হবে। যার যার জায়গা থেকে সবাই যদি শাকসবজি রোপন করতে থাকে তখন ফসলেরও রেট কিছুটা কম থাকবে। যেহেতু এখন সব কিছুর দাম ঊর্ধ্বগতি।

এ বছর আমি আমার বসতবাড়ির আঙিনায় ও ছাদে বিভিন্ন রকম শাকসবজি গাছপালা রোপন করেছি। আর এগুলো রোপন করতে অন্যরকম ভালো লাগা কাজ করে। আমার বসতবাড়ির আঙিনায় যেগুলো রোপন করেছি সেগুলো হচ্ছে টমেটো, ক্ষীরা, মরিচ, ভুট্টা, ডেডস, লেটুস পাতা, মুলা বা মুলার শাক, লাল শাক, বেগুন, সাজিনা পাতা, পালং শাক, ধনিয়া, কুমড়া, লাউ, আধামনীও পুদিনা।

20240221_191221.jpg

20240221_191205.jpg

আমার এই বাগানের ফসল বা ফলনের ফটোগ্রাফি নিয়ে একদিন আপনাদের মাঝে শেয়ার করব। তবে আজকে শুধু এক বড় ভাইয়ের খেত থেকে ফুলকপি সংগ্রহ করেছি সেগুলো আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আসলে ফুলকপি গুলো অনেক সুন্দর আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না, তাই এগুলো রাত্রিবেলা এনে বাসায় ফটোগ্রাফি করে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে।
20240221_191156.jpg

যাইহোক এই ছিল আজকের বিষয়,আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।

তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণজেনারেল রাইটিং ।
ক্যামেরা.মডেলএম ৩২
ক্যাপচার@nevlu123
সম্পাদনারিসাইজ &সেচুরেশন।
লোকেশন- বাংলাদেশ।

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

IMG-20231214-WA0050.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

gifeditor_20181225_230443.gif

Sort:  
 last month 

আসলে এত সুন্দর সুন্দর ধরনের ফুলকপি দেখে আমার মনে হচ্ছে যে এগুলো আমি না খেয়ে বাড়িতে সাজিয়ে রাখি। আসলে মানুষের এই ধরনের সুন্দর উদ্যোগের জন্য মানুষ বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করে। আর আপনার বন্ধু তো দেখছি দারুন দারুন সবজি উৎপাদন করে একদম চারিদিকে আলোড়ন ফেলে দিয়েছে। দারুন একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

সুন্দর গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য ধন্যবাদ দাদা।

 last month 

এমন কালারফুল ফুলকপি এই প্রথম দেখলাম জীবনে। আমি শুধু দুই রকমের জানি কিন্তু এত ধরনের হয়ে থাকে সেটা আমার জানা ছিল না। তাই আপনার ব্লগটা সামনে দেখা মাত্রই রিস্টেম করে নিলাম। এত সুন্দর একটি ব্যতিক্রমধর্মী পোস্ট আমাদের দেখানোর জন্য ধন্যবাদ।

 last month 

অনেক ধন্যবাদ ভাই রিস্টিম করার জন্য। ভালো থাকবেন সব সময় এই কামনা করছি।

 last month 

✴️🙏✴️💫

 last month 

প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবনে অনেক বেশি আনন্দ অনুভূত হয়। যেমন আপনার বাসার ছাদে এবং বাসার আশেপাশে বিভিন্ন সবজি বৃক্ষ রোপন করার অনুভূতি প্রকাশ করলেন। যাই হোক আপনার বড় ভাইয়ের লিজ নেওয়ার জমিতে চাষাবাদকৃত ভিন্ন ভিন্ন কালারের ফুলকপি হয়েছে দেখতে পাচ্ছি। এগুলো দেখতে কিন্তু দারুণ দেখায়। চমৎকার ফটোগ্রাফিও শেয়ার করেছেন। ভালোই লাগলো আপনার আজকের পোস্টটি।

 last month 

ঠিক ভাই প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলেই জীবনে অনেক বেশি আনন্দ অনুভূত হয়।

 last month 

Screenshot_20250212-092724_Chrome.jpg

Screenshot_20250212-092816_Chrome.jpg

 last month 

আমিও কিছুদিন আগে বাজারে গিয়ে হলুদ কালার ফুলকপি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। কখনো এরকম কালারফুল ফুলকপি দেখিনি। আজ আপনার পোস্টের মাধ্যমে হলুদ ও বেগুনি ফুলকপি গুলো দেখে সত্যি ভীষণ ভালো লেগেছে। আপনার বন্ধুকে দেখছি ভালোই ইউনিক সবজি চাষ করছে।

 last month 

বেগুনি কালারেরটা আমারও বেশি ভালো লেগেছে ধন্যবাদ।

 last month 

যে কোন কিছু দেখতে সুন্দর হলে তখন বেশ আকর্ষণীয় লাগে। যেমনটা এই ফুলকপি গুলোর ক্ষেত্রেই হয়েছে। এগুলোর ভিন্ন রংয়ের কারণে এগুলো অনেক বেশি আকর্ষণীয় এবং দামের ক্ষেত্রেও এগুলোর দাম অনেক বেশি। কিন্তু স্বাদের ক্ষেত্রে কোন বাড়তি স্বাদ এর মধ্যে নেই। বড় ভাইয়ের কাছ থেকে এই ফুলকপি গুলো সংগ্রহ করে আমাদের জন্য নিয়ে এসেছ দেখে খুবই ভালো লেগেছে, ধন্যবাদ তোমায়।

 last month 

ঠিক বলেছ এগুলো দামের ক্ষেত্রে একটু বেশি।

 last month 

এমন কালারফুল ফুলকপি সচরাচর দেখতে পাওয়া যায় না। এক বড় ভাইয়ের সবজি বাগান থেকে আপনি এত সুন্দর সুন্দর কালারফুল ফুলকপি সংগ্রহ করে এনেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। এগুলোতে অনেক বেশি পুষ্টিগুণ থাকে।

 last month 

অনেক ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ ভাই ্।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last month 

ধন্যবাদ সাপোর্ট করে যাওয়ার জন্য ্।

 last month 

আমি এর আগে কখনো এতো সুন্দর সুন্দর কালারফুল ফুলকপি দেখিনি, আজকে আপনার মাধ্যমে দেখার সুযোগ হলো। আপনি আপনার বড় ভাইয়ের সবজি বাগান থেকে চমৎকার কালারফুল ফুলকপির ফটোগ্ৰাফি শেয়ার করেছেন। সর্বোপরি ধন্যবাদ আপনাকে ভাইয়া

 last month 

অনেক ধন্যবাদ চমৎকার ও সাবলীল মন্তব্য করে পাশে থাকার জন্য ভালো থাকবেন ভাই। ্