স্বরচিত কবিতাঃ নগণ্য আমি।
"আসসালামুআলাইকুম"
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হ্যালো বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে আরেকটি কবিতা নিয়ে হাজির হলাম।আমি প্রতি সপ্তাহে একটি করে কবিতা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। আর সেই ধারাবাহিকতায় আজকেও এই কবিতাটি নিয়ে উপস্থিত হলাম।তবে এটাই বলব আমি প্রফেশনাল কোন কবি নয়,তবে শুধু কবিতা লেখার চেষ্টায় কবিতা লিখে যাই। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে বর্তমানে সবারই ব্যস্ততা চলছে। আর সেই ব্যস্ততার মধ্য দিয়ে হলেও নিজেরা এই প্ল্যাটফর্ম বা এই কমিউনিটির সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় আজকে চিন্তা করলাম একটি কবিতা শেয়ার করি।তাই আজকে নিজের স্বরচিত একটি কবিতা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি।কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেটা অবশ্যই মন্তব্য করে জানাতে পারবেন।তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।
স্বরচিত কবিতাঃ নগণ্য আমি।
আমি নগণ্য, আমি অযোগ্য,আমার যে নেই স্থান।
যেথায় সেথায়, যে কেউ,করে আমায় শুধু অপমান।
তবুও আশা ছাড়ি না,থামি নাকো আমি,
মনের ভিতরে ফুসে রেখেছি,আশাটা অনেক দামি।
আমার জীবনে কষ্ট অনেক,তবুও আমি হাসি।
শক্তি আমার মন থেকে আসে,তবে অন্ধকারে কান্নায় বাসি।
নিঃশব্দে সংগ্রাম করি,ঘুরে দাঁড়াই বারবার।
মাঝে মাঝে মনকে প্রশ্ন করি,কে আমার আমি বা কার।
কষ্টের সাগরে ভাসি আমি,তবুও যে আমি ডুবি না।
স্বপ্নে আমি সুখ খুঁজি,কিছুই যে আমি পাইনা।
আমি নগণ্য, আমি নিরাশ,মাঝে মাঝে হারাই আশা,
তবুও ঘুরে দাঁড়াতে জানি,জীবনের পথে আছে বড় আশা।
অবহেলিত হয়েছি অনেক,কিন্তু ছেড়ে দেইনি হাল।
সুখের সূর্য উঠবে একদিন,অন্ধকার হবে বেখেয়াল।
আমি অল্প, আমি ক্ষুদ্র,এভাবেই আছি বেচে।
অবহেলা আর দুঃখের মাঝে,মন নিরাশ হয়েছে।
ভুলে গেছি সব যন্ত্রণা, মনে শুধু আশা,
জীবনের পথে চলার মত,পেয়েছি নতুন ভাষা।
ভবিষ্যৎ দেখছি স্বপ্নে, ভালো কিছু যে হবে,
এভাবেই চলবো আমি,ভালোবাসা মনে রবে।
কবিতার মর্ম কথা |
---|
জীবনের পথে কষ্ট এবং অবহেলা সত্ত্বেও আশা এবং সংগ্রামের শক্তি আমাদের এগিয়ে নিয়ে যায়। আমরা যতোই ছোট, নগণ্য বা অযোগ্য মনে করি তবুও আশা এবং ভালোবাসার মাধ্যমে জীবনে নতুন সূর্য উঠবে এবং সুখের সন্ধান পাবো। আজকে সেরকমই কিছু কথা এই কবিতায় তুলে ধরতে চেষ্টা করেছি ।যাইহোক কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা।তবে আমি আমার মত করে চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে।আর আপনারা অবশ্যই মন্তব্যের মাধ্যমে জানাতে পারবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে।
তো বন্ধুরা আজকে এতোটুকুই আশা করি সামনে আরও কবিতা নিয়ে আপনাদের সাথে হাজির হবো। আর যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক

VOTE @bangla.witness as witness
OR

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
https://x.com/Nevlu123/status/1900747521728913680
অনেক সুন্দর একটা টপিক তুলে আপনি আজকের কবিতাটা লিখেছেন। আমার কাছে আপনার লেখা পুরো কবিতা পড়তে অসম্ভব ভালো লেগেছে। ছন্দ মিলিয়ে এরকম কবিতা গুলো লিখলে পড়তে খুব ভালো লাগে। ছন্দ মিলিয়ে অনেক সুন্দর করে পুরোটা লেখা হয়েছে। এরকম কবিতাগুলো আপনি সবসময় অনেক সুন্দর করে লিখে থাকেন।
ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ধন্যবাদ আপনাকে,।।
ঠিক বলেছেন ভাইয়া, জীবনে অযত্ন অবহেলা শেষ হয়ে একদিন নতুন সূর্য উঠবে। খুব সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটা লিখেছেন। বেশ ভালো লাগলো আপনার লেখা কবিতা পড়ে। প্রত্যেকটা লাইন খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা লিখে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন সর্বদায় ফ্যামিলির সবাইকে নিয়ে এই কামনা করি।
আপনার লেখা আজকের এই কবিতাটা আমার অনেক ভালো লেগেছে পড়তে। আপনার এই কবিতার টপিক অনেক সুন্দর ছিল। এরকম সুন্দর কবিতা গুলো আমি লিখতেও অনেক বেশি ভালোবাসি। ভিন্ন ভিন্ন টপিক নিয়ে কবিতা লিখলে অনেক বেশি সুন্দর হয়। আপনার লেখা এই কবিতাটা অসম্ভব সুন্দর হয়েছে।
ধন্যবাদ সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা যোগানোর জন্য।।
আপনার কবিতাটি খুবই মর্মস্পর্শী এবং অনুপ্রেরণাদায়ক।কবিতাটিতে জীবনের সংগ্রাম, আশা এবং অধ্যবসায়ের কথা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনি কষ্টের মধ্যেও আশা হারাননি, যা আমাদের অনুপ্রাণিত করে।আমি নগণ্য, আমি নিরাশ, মাঝে মাঝে হারাই আশা, তবুও ঘুরে দাঁড়াতে জানি, জীবনের পথে আছে বড় আশা এই লাইনগুলি খুব শক্তিশালী এবং জীবনের প্রতি আপনার দৃঢ় মনোবল প্রকাশ করে। সর্বোপরি ধন্যবাদ ভাইয়া আপনাকে
সুন্দর মন্তব্য করে অনুপ্রেরণা যোগানোর জন্য ধন্যবাদ।
ভাইয়া আপনি সুন্দর অনুভূতি দিয়ে চমৎকার একটি কবিতা লিখেছেন।নগণ্য আমি কবিতাকে পড়ে অনেক ভালো লাগলো। তবে আপনার কবিতাগুলো এমনিতে অসাধারণ হয়। চমৎকার ভাষা এবং সুন্দর অনুভূতি দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। এবং কবিতাটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
কবিতাটি পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।
জীবনে দুঃখ কষ্ট থাকবেই। কিন্তু একসময় আবার সুখও দেখা দিবে। তবে আমার মতে নিজেকে নগণ্য কিংবা অযোগ্য ভাবা ঠিক না। এতে করে আত্মবিশ্বাস কমে যায়। যাইহোক বরাবরের মতো এবারও দারুণ একটি কবিতা শেয়ার করেছেন ভাই। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনুপ্রেরণা যোগানোর জন্য ধন্যবাদ ভাই।