ডিজিটাল আর্টের মাধ্যমে রঞ্জিত হাসির, মুখোশের আড়ালে একটি মেয়ের কান্নার চিত্রাংকন।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
শিশুসুলভ পোষ্ট ও কমিউনিটির সৃজনশীলতা রক্ষার্থে আমি চেষ্টা করব একেক দিন একেক বিষয় নিয়ে হাজির হতে।
আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল আর্টের মাধ্যমে রঞ্জিত হাসির মুখোশের আড়ালে একটি মেয়ের কান্নার চিত্রাংকন। আশা করি আপনাদের ভালো লাগবে।
মাঝে মাঝে মানুষ তাদের মনে, দুঃখ যন্ত্রণা লুকিয়ে রেখেও বা পাথর চাপা কষ্ট বুকে চেপে রেখে, সবার সামনে হাসতে দেখায়। কিন্তু তার মনে কি ব্যথা সেটা আসলে সবাই বুঝতে পারে না,বা সে ও বোঝায় না।
যদিও সে তার উপর একটি মুখোশের আবরণ তৈরি করে রাখে,কিন্তু সে মুখোশের অন্তরালে অনেক ব্যথা অনেক কান্না লুকিয়ে রয়েছে সেটা কেউ দেখতে পায় না।
আজকে ওই রকমই একটা ডিজিটাল আর্ট আপনাদের সাথে তুলে ধরতে যাচ্ছি।আর সেটা হলো ইনফিনিট ডিজাইন সফটওয়্যার দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে।
আসলে এই আর্টটি করার জন্য আমি সর্বপ্রথম আমার ইনফিনিট ডিজাইন সফটওয়্যার দিয়ে প্রথমে ধাপে ধাপে গ্রাফটি করে নিলাম।তারপর সেখানেই আমি বাকি কালারের কাজগুলো সম্পন্ন করি।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।
এরপর চোখে কালো কালার ধারা ভরাট করে নিলাম, এবং ঠোট লাল কালার দিয়ে লিপস্টিক লাগিয়ে দিলাম। আর এর সমন্বয়ে এই চিত্রাংকনটি আপনাদের সাথে পরিপূর্ণ ভাবে তুলে ধরলাম।
তো বন্ধুরা আজকে আমার এই ডিজিটাল আর্ট কেমন লেগেছে তা জানাবেন। আর পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের ও কাজের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | ডিজিটাল আর্ট |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
সফটওয়্যার | ইনফিনিট ডিজাইন |
সম্পাদনা | রিসাইজ & সেচুরেশন |
অবস্থান |
একদম বাস্তব এ বিষয় নিয়ে একটা ডিজিটাল আর্ট করেছেন। আসলে আমাদের অনেকের জীবনে এরকম অনেকেই আছে যারা সামনাসামনি এইরকম হাসিমুখ থাকলেও ভেতরে কিন্তু হাসি মুখ নেই। ভেতরে হয়তোবা কান্না ঝরে পড়ে। বেশ ভাল লেগেছে আপনার আজকের ডিজিটাল আর্ট দেখে।
আসলে আমাদের অনেকের জীবনে এরকম অনেকেই আছে যারা সামনাসামনি এইরকম হাসিমুখ থাকলেও ভেতরে কিন্তু হাসি মুখ নেই। ভেতরে হয়তোবা কান্না ঝরে পড়ে। আপনার মন্তব্য পড়ে বেশ ভালো লাগলো, কেননা আপনি যথাযথা একটি মন্তব্য করেছেন আমরা আর্ট সম্পর্কে ধন্যবাদ আপনাকে।
আপনি ডিজিটাল আর্টের মাধ্যমে খুব সুনিপুন ভাবে মুখ এবং মুখশের ভিন্ন অবয়ব আর্ট করেছেন এটি আমার কাছে খুব ভাল লেগেছে । কষ্ট চেপে হাসি মুখে থাকার অভিনয় আমাদের অনেক সময় করা লাগে । আপনি বাস্তবতা ফুটিয়ে তুলেছেন । ধন্যবাদ ভাইয়া ।
কষ্ট চেপে হাসি মুখে থাকার অভিনয় আমাদের অনেক সময় করা লাগে। আপনার এই কথাটা যথাযথ হয়েছে, ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।
ডিজিটাল আর্টের মাধ্যমে রঞ্জিত হাসির, মুখোশের আড়ালে একটি মেয়ের কান্নার চিত্রাংকন অসাধারণ। আমার কাছে বেশ ভালো লাগলো একটি মেয়ের হাসি কান্নার দুটি আপনি সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
যথাযথ মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করি।
ডিজিটাল আর্টের মাধ্যমে মুখোশের আড়ালে একটি মেয়ের কান্নার আর্ট টি অসাধারণ হয়েছে। বেশ চমৎকার লাগছে দেখতে। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আর্ট এর কনসেপ্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনি সব সময় আমার পোস্টগুলো ভিজিট করে খুব সুন্দর সুন্দর মন্তব্য করেন। আমি আপনার মন্তব্যগুলো পড়ে খুবই আনন্দ উপভোগ করি, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে সাপোর্ট করে যাওয়ার জন্য।
আপনি ডিজিটাল অংকন এর মাধ্যমে হাসির আড়ালে কান্না বিজড়িত একটি মেয়ে চিত্র তুলে ধরেছেন। আসলে আমরা অনেক কষ্ট বুকে নিয়ে হাসি দেই কিন্তু এই হাসির পিছনে অনেক কষ্ট থাকে, সেটি আপনি ফুটিয়ে তুলেছেন আপনার এই ডিজিটাল অংকন এর মাধ্যমে, শুভকামনা রইল।
আসলে আমরা অনেক কষ্ট বুকে নিয়ে হাসি দেই কিন্তু এই হাসির পিছনে অনেক কষ্ট থাকে। আপনি যথাযথ একটা সত্য কথা বলেছেন, ভালো লাগলো আপনার মন্তব্যটি পড়ে ভালো লাগলো ধন্যবাদ।
রঞ্জিত হাসির মুখোশের আড়ালে একটি মেয়ের কান্নার চিত্রাংকন আমার কাছে অনেক ভাল লেগেছে ভাই। রিস্টিম করে নিজের ওয়ালে রেখে দিলাম। সুন্দর এই আর্ট আমাদের দেখানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে
আপনাকে অনেক ধন্যবাদ, সবসময় সুন্দর সুন্দর মন্তব্য করে আসলে আমরা অনেক কষ্ট বুকে নিয়ে হাসি দেই কিন্তু এই হাসির পিছনে অনেক কষ্ট থাকে প্রদানের জন্য। ভালো থাকবেন সব সময় এই কামনা রইল।
ভাইয়া আগে মিষ্টি খাওয়াতে হবে,আপনি তো মিষ্টি খাওয়ানের ভয়ে জানালেন না😉😉।যাই হোক ভালো ছিলো।ডিজিটাল আর্টটা বেশ সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে।
@rahimakhatun আপু সমস্যা নাই কয়টা মিষ্টি খাবেন চলে আসুন ইচ্ছামত মিষ্টি খাওয়াবো। এর সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
এত সুন্দর একটি ড্রয়িং আপনি তৈরি করেছেন মনমুগ্ধকর ছিল, চমৎকার আইডিয়া চমৎকার ছিল দক্ষতা, সব মিলিয়ে অসাধারণ।
আপনার মুখে এত প্রশংসা শুনে খুবই ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।
অসাধারণ একটি আইডিয়া নেই চিত্রটি অঙ্কন করেছেন আপনি। সত্যি কথা বলতে আপনার অংকনের প্রশংসা করতে হয়। খুব নিখুঁতভাবে চিত্রটি অঙ্কন করেছেন আপনি দেখে বোঝা যাচ্ছে। প্রতিটি ধাপের বর্ণনা শেয়ার করেছেন আমাদের মাঝে। আপনাকে এরকম সুন্দর একটি নতুন ধরনের ডিজিটাল চিত্র আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আসলে ভাই চেষ্টা করেছি সুন্দর ভাবে আপনাদের সাথে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
আপনার আর্টের কনসেপ্ট আমার কাছে এক কথায় দারুণ লেগেছে। আপনি খুবই সুন্দর ভাবে আপনার আর্টের দক্ষতা আমাদের মাঝে প্রকাশ করেছেন। আপনার সাফল্য কামনা করি ভাই।
আপনি ও অনেক সুন্দর সুন্দর আর্ট করেন এবং আপনার
আর্ট গুলো ও আমার বেশ ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।