মেঘদল নাটকের রিভিউ।

in আমার বাংলা ব্লগ7 days ago
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
সবাইকে স্বাগতম আমার নতুন পোষ্টে,আবার ও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি পোষ্ট নিয়ে।

মেঘদল নাটকের রিভিউ।
আজকে আমি আমার এই পোষ্টের মাধ্যমে এই নাটকের গল্পটি নিজের মত করে রিভিউ করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।তো বন্ধুরা চলুন শুরু করা যাক।


maxresdefault.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য
নাটকের নামমেঘদল
পরিচালকহাসান রেজাউল
অভিনয়খায়রুল বাশার, তানজিম সায়রা তটিনি সহ আরো অনেকে
ভাষাবাংলা
মুক্তির তারিখ১০ আগষ্ট ২০২৪

Screenshot_20241102_223455_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_223558_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_223610_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

নাটকের নাম শুনে বুঝে গিয়েছেন যে নাটকটি কেমন হবে৷ এখানে নায়ক এবং নায়কের বন্ধু-বান্ধবরা সবাই মিলে একটি গানের ব্যান্ড ছিল যাকে তারা অনেক বেশি ফেমাস করতে চেয়েছিল৷ তারা বিভিন্ন জায়গায় গিয়ে গান গাইতো৷ বিভিন্ন মানুষের কাছে গিয়ে তারা তাদের প্রতিভার বহিঃপ্রকাশ করার চেষ্টা করত৷ একই সাথে এখানে তারা তাদের এলাকার মধ্যে অনেকটাই সুনাম অর্জন করে ফেলে৷ যার ফলে তারা আরো অনেক বড় পর্যায়ের গায়ক হওয়ার জন্য অনেকটাই আগ্রহী ছিল৷ তারা প্রতিনিয়তই কষ্ট করে যাচ্ছিল৷

তবে নায়িকা সেখানে আসার ফলে নায়িকাও তাদের এই কাজগুলোর সুনাম করতে থাকে৷ বলে যে নায়িকাও এখানে কন্ট্রিবিউট করবে৷ তাই সেখানে তাদের যে সকল ইন্সট্রুমেন্ট গুলোর কেনার প্রয়োজন ছিল সবকিছুই নায়িকা কিনেছিল৷ সে বলেছিল যে এখন যেহেতু তাদের কারো কাছে টাকা নেই এবং এই সকল ইন্সট্রুমেন্ট গুলো না থাকলে তারা গান কিভাবে করবে তাই নায়িকা এখানে শুধুমাত্র ইনভেস্ট এর মত করে করছে৷ যাতে করে ভবিষ্যতে তারা যখন ভালো কিছু অর্জন করবে তখন যেন নায়িকা আবার সেগুলো পেয়ে যাবে৷

এরকম একটি কথা বলে নায়িকা সেখানে কন্ট্রিবিউট করেছিল৷ এভাবেই তাদের সময় অতিবাহিত হতে থাকে৷ এখানে নায়িকাও তাদের সাথে যে সকল কাজকর্মগুলো ছিল সেগুলো করছিল৷ একই সাথে এখানে সবাই যখন একসাথে সব কিছু খুব ভালোভাবে করছিল তখন এখানে তারা অনেক ধরনের কাজকর্ম করত৷ তারা বিভিন্ন জায়গায় গিয়ে তাদের এই ব্যান্ডপার্টির এডভারটাইজমেন্ট করত৷

Screenshot_20241102_223635_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_223645_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_223652_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর ধীরে ধীরে নায়ক তাদের কাছ থেকে বের হয়ে আসতে থাকে৷ নায়িকার সাথেও তার সম্পর্ক সে ঠিকিয়ে রাখতে চায়না৷ তার বন্ধু-বান্ধবের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে৷ সে তার চরিত্রকে এমন খারাপ ভাবে তাদের কাছে উপস্থাপন করে যে তারা নিজে থেকেই সরে গিয়েছিল। তারা সবাই নায়ককে এরকম খারাপ বলতে থাকে৷ তখন নায়কও তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে৷

একই সাথে এখানে নায়কের যে চরিত্র ছিল সেটি যেরকম ভালো ছিল সেটি তারা সবাই জানত৷ তবে হঠাৎ করে যখন সে একটু ফেমাস হয়ে গিয়েছিল এবং সে যখন এই ফেমাস হওয়ার কারণে অনেক খারাপ হয়ে গিয়েছে এবং তার চরিত্রের এই খারাপ বহিঃপ্রকাশ সে তার বন্ধু-বান্ধবদের সামনে প্রকাশ করে তখন তার বন্ধুবান্ধবরা তাকে ছেড়ে যেতে শুরু করে৷ একটা সময় পর নায়কের সাথে আর তাদের কোন ধরনের কথাবার্তা হয় না৷ তারা এই ব্যান্ড থেকে বের হয়ে আসে৷

তারা নিজ নিজ ভবিষ্যত গড়ার জন্য বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যায়৷ এর পরবর্তীতে নায়িকার যে হাজবেন্ড ছিল তার সাথে নায়কের বন্ধু-বান্ধবরা কথাবার্তা বলতে থাকে৷ তারা সবাই মিলে গল্পগুজব করতে থাকে এবং নায়কের সম্পর্কেও তারা কথা বলতে থাকে৷

Screenshot_20241102_223729_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_223816_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

Screenshot_20241102_223835_YouTube.jpg
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া।

এরপর তারা আবারও তাদের সেই স্মৃতিতে ফিরে যাওয়ার জন্য সেখানে একটি আয়োজন করে৷ সেখানে নায়ক ব্যতীত সবাই ছিল৷ সেখানে নায়িকার হাসবেন্ডকেও দাওয়াত দেওয়া হয়েছিল৷ তারপর তারা সবাই সেখানে মিলে অনেক আনন্দ উদযাপন করতে থাকে৷ তারা আগে যে জায়গায় আনন্দ করত সেই জায়গায় তারা সবাই একত্রিত হয়৷ তারা শুধুমাত্র নায়ককে মিস করছিল৷ তবে তাদের মধ্যে আবার অনেকে বলছিল যে নায়ক এখানে না থাকাতেই ভালো হয়েছে৷

কারণ এরকম চরিত্রহীন এবং বেইমান যখন তাদের সাথে থাকে তখন তারাও অনেক ধরনের খারাপ কিছু সম্মুখীন হতো৷ তাই তারা সেখানে তাদের সময় অতিবাহিত করতে থাকে৷ এর পরবর্তীতে দেখানো হয় যে নায়ক এর খারাপ হওয়ার আসল কারণ৷ কেন সে এখান থেকে চলে গিয়েছে৷ তখন সেখানে দেখানো হয় যে নায়ক এর একজন বড় ভাই ছিল যে নায়কের পরিবারকে অনেক ভালোভাবে সাহায্য করতো৷

তিনি তাদের পরিবারের অনেক প্রিয় একজন মানুষ ছিল৷ যার ফলে নায়ক তার কাছে তার যে অসুস্থতার কথা ছিল সেটি খুলে বলে৷ তার কাছে সময় খুবই কম ছিল৷ যার ফলে সে বড় ভাইকে সব কথা খুলে বলে৷ তিনি যখন এই কথা শুনতে পান তখন তিনি অনেক কান্নাকাটি করতে থাকেন৷ তাকে যখন হাসপাতালে ভর্তি করানো হয় তখন সেখানে নায়ক তার বড় ভাইকে একটি প্রতিজ্ঞা করার জন্য বলেছিল৷ যাতে করে নায়িকা তার কাছে থাকে৷ তার সাথে যেন সুখে থাকে৷

তাই নায়ক এরকমভাবে সবার কাছ থেকে দূরে সরে এসেছে৷ পরবর্তীতে এটি শুধুমাত্র নায়িকার হাসবেন্ড অর্থাৎ নায়কের যে বড় ভাই ছিল এবং নায়কের পরিবার ছিল তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল৷ এরপর নায়ক মারা যায় এবং এভাবেই নাটকটি শেষ হয়ে যায়৷

আমার ব্যক্তিগত মতামত।

**খুবই সুন্দর ছিল এই নাটকটি৷ প্রথমে যখন আমি নাটকের নাম দেখি তখন নাটকটি অনেক সুন্দর এবং অনেক মজাদার হবে ভেবেছিলাম৷ তবে শেষ পর্যন্ত এরকম দুঃখের একটি বিষয় যখন আমি দেখতে পেলাম৷ তখন আমার মনের মধ্যে অনেকটাই কষ্ট হয়েছিল৷ প্রথমে নায়ক এবং নায়কের বন্ধু-বান্ধবরা সবাই মিলে একটি গানের একটি ব্যান্ড তৈরি করার জন্য অনেক আগ্রহী ছিল৷

তারা প্রতিনিয়ত এই নিয়ে কষ্ট করে যাচ্ছিল৷ তবে মাঝখানের একটা সময় যখন তারা অনেকটা ফেমাস হয়ে গিয়েছিল এবং নায়ক তার চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে তখনই তার বন্ধু-বান্ধবরা এবং নায়িকা তাকে ছেড়ে চলে যায়। নায়কের এরকম চরিত্রহীনতার কারণে তারা সবাই তাকে খারাপ ভেবেছিল। তাই তাকে ছেড়ে সবাই চলে গিয়েছিল৷ তবে শেষ পর্যন্ত যখন সে মারা গিয়েছে এবং মারা যাওয়ার কারণ ছিল যে সে অনেক অসুস্থ ছিল৷ সে মৃত্যুর একেবারে শেষ পর্যায়ে ছিল৷

যার ফলে সে তার বন্ধু-বান্ধব এবং প্রিয় মানুষটি যাতে কষ্ট না পায় তাই তার নিজের চরিত্রকে খারাপ প্রকাশ করে সবার কাছ থেকে সে দূরে চলে এসেছে৷ এর ফলে সবাই তাকে খারাপ ভাবলেও সে প্রকৃতপক্ষে অনেক ভালো ছিল। আসলে এরকম অনেক ঘটনা আমাদের বাস্তব জীবনে আমরা দেখতে পাই৷ কিছু কিছু মানুষ আমাদেরকে এত বেশি পরিমাণে ভালোবাসে যে আমাদের দুঃখ কষ্টের কথা শুনলে তারা অনেক বেশি কষ্ট পেতে থাকে৷ তাই আমরা নিজেদেরকে তাদের কাছ থেকে সরিয়ে আনার জন্য আমরা নিজেরাই খারাপ হয়ে যাই।**

আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ

৯.৭/১০

নাটকটির লিংক এখানে দেয়া আছে।চাইলে দেখে নিতে পারেন।👇

সমাপ্ত

ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।

আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণনাটক রিভিউ ।
অবস্থানবাংলাদেশ

images (2).png

𝒩ℰ𝒱ℒ𝒰123

images (2).png

20211126_191305.jpg

আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
images (2).png

সবার প্রতি শুভেচ্ছা এবং এই পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 days ago 

🪷🙏✴️🪷

 7 days ago 

Screenshot_20250214-080217_Chrome.jpg

Screenshot_20250214-080420_Chrome.jpg

 7 days ago 

ভাইয়া আপনি আজকে অনেক সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করছেন।আসলে সময় পেলে আমিও এরকম বাংলা রোমান্টিক নাটক গুলো দেখার চেষ্টা করি।তবে আপনার শেয়ার করা নাটকটি আমার এখনো দেখা হয়নি ভাইয়া।সময় করে নাটকটি দেখে নেওয়ার চেষ্টা করবো।ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

অনেক ধন্যবাদ পলাশ ভাই সুন্দর মতামত প্রদানের জন্য ভালো থাকবেন।

 7 days ago 

আপনি আজকে দারুন একটি রোমান্টিক নাটকের রিভিউ শেয়ার করেছেন। আপনার নাটক রিভিউটি পড়ে মনে হচ্ছিল যেন আমি নাটকটি সরাসরি দেখতেছি।আমি যদিও তেমন একটা নাটক দেখি না, তবে সময় পেলেই তানজিম সায়রা তটিনির নাটক গুলো দেখি। এই নাটকটি যদিও দেখা হয়নি, তবে নাটকের রিভিউ পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে এতো সুন্দর একটি নাটক রিভিউ শেয়ার করার জন্য।

 2 days ago 

জি ভাই কিছুটা রোমান্টিকও ছিল ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 7 days ago 

মেঘদল নাটকটা অনেক সুন্দর ছিল। আর নাটকের কাহিনীটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমার কাছে এরকম নাটক গুলো দেখতে খুবই ভালো লাগে। এরকম নাটক গুলো আমি প্রায় সময় দেখে থাকি। তবে এখনো পর্যন্ত এই নাটকটা আমি দেখিনি। নাটকটার রিভিউ পড়ে নাটকটা দেখার জন্য আগ্রহ জেগেছে। তাই ভাবছি সময় পেলে এই নাটকটা আমি দেখব।

 2 days ago 

ধন্যবাদ নাটকটি দেখার আগ্রহ জেগেছে জেনে ভালো লাগলো।

 7 days ago 

নাটকের গল্পটা একদমই ভিন্ন ধরনের। আর নাটকের শেষটা দেখে সত্যিই খারাপ লেগেছে। নাটকটা আগে কখনো দেখা হয়নি। গল্পটা খুব সুন্দর। সময় করে একদিন নাটকটা দেখার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা নাটক রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 days ago 

জি গল্পটা একটু ভিন্ন রকম ছিল ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 7 days ago 

নাটকটা কিছুটা ভিন্ন রকম এবং নাটকের রিভিউ পড়ে খুব ভালো লাগলো। যদিও নাটকটি দেখা হয়নি তবে দেখার ইচ্ছে পোষণ করছি। ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ সবার উদ্দেশ্যে ভাগাভাগি করে নেয়ার জন্য।

 2 days ago (edited)

নাটকটি আসলেই একটু ভিন্ন রকম ছিল। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 7 days ago 

সময়ের কারণে যদিও নাটক খুব একটা দেখা হয় না, তবে রিভিউর মাধ্যমে নাটকের রিভিউ পোস্ট পড়ার জন্য চেষ্টা করি। মেঘদল নাটকের কাহিনীটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তাই আমি ভাবছি সময় পেলেই নাটকটা আমি দেখবো। আশা করছি আপনি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নাটকগুলো রিভিউ আমাদের মাঝে শেয়ার করে যাবেন। অনেক ধন্যবাদ মেঘদল নাটকের রিভিউটা সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 days ago 

আমার নিজেরও নাটক তেমন একটা দেখা হয় না তো মাঝে মাঝে দেখি।

 6 days ago 

দারুন একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করেছেন। নাটকটি যদিও দেখা হয়নি। তবে আপনার পোস্টটি পড়ে এই নাটকটি দেখার আগ্রহ জাগলো। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 days ago 

নাটকের রিভিউ পড়ে আপনার দেখার জন্য আগ্রহ জাগলো জেনে ভালো লাগলো ধন্যবাদ আপু।