হঠাৎ তুমি এলে নাটকের রিভিউ।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
হঠাৎ তুমি এলে নাটকের রিভিউ। |
---|
নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য |
---|
নাটকের নাম | হঠাৎ তুমি এলে |
---|---|
পরিচালক | আদিফ হাসান |
অভিনয় | আরোশ খান, তাসনুবা তিশা সহ আরো অনেকে |
ভাষা | বাংলা |
মুক্তির তারিখ | ৩০ সেপ্টেম্বর ২০২৪ |
প্রথমে খুবই সুন্দরভাবে নাটকটি শুরু হয়ে যাবে। এখানে নায়ককে দেখানো হয়৷ সেই ট্রেনে করে কোথাও ভ্রমণ করছিল৷ সেখানে সে বসে বসে তার যে সকল কাজকর্মগুলো ছিল সেগুলো করছিল। সেখানে ট্রেনের মধ্যে যে সকল লোকজন ছিল সেই লোককে সে ডাকে আনে। তাকে বলে যে কিছু খাবার দেওয়ার জন্য৷ তখন সে যখন খাবারের দাম শুনে তখন সে অবাক হয়ে থাকে। সে বলে যে সে যেন এখান থেকে চলে যায়৷ এর পরবর্তীতে দরজা বন্ধ করে সেখানে নায়ক বসে থাকে৷ এর পরবর্তীতে সেখানে নায়িকা কোথা থেকে আসতে থাকে। সে নায়কের দরজার সামনে আসে এবং এবং বলতে থাকে যে সে যেন তার জন্য দরজা খুলে দেয়। কারণ এখানে ডাকাত পড়েছে এবং ডাকাতরা তাকে মেরে ফেলবে। তখন নায়ক ভয় পেয়ে কিছু করতে পারে না৷ সে তাকে চলে যাওয়ার জন্য বলে। তবে নায়িকা যেতে প্রস্তুত ছিল না। নায়কের সাথে নায়িকা সেখানে একসাথে বসে থাকে। কিছুক্ষণ পরে তারা সেখানে দেখতে পায় ডাকাত এখানে চলে এসেছে৷ সেখানে ক্যামেরা সেটআপ করা ছিল৷ সেখানে শুটিং চলছিল৷ এর পরবর্তীতে সেখানে নায়েকের সাথে নায়িকার কথাবার্তা হতে থাকে এবং তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়।
এর পরবর্তীতে সেখানে নায়কের সাথে নায়িকার অনেক কথাবার্তা হতে থাকে। সেখানে নায়ক বলে যে নায়িকা এখন রাতের বেলা এখানে একা একা কিভাবে যাবে৷ এখন যেন সে নায়কের সাথে যায়। এর পরবর্তীতে সেখানে নায়িকা সেখানে একটি ভালো হোটেলে উঠে । সেখানে নায়ক তাকে দিয়ে আসে৷ কিছুক্ষণ পরে নায়ক যখন সেখান থেকে বের হয়ে যাচ্ছিল তখন বৃষ্টি হচ্ছিল৷ নায়িকা জিজ্ঞাসা করে সে কোথায় যাবে৷ তখন সে একটু ভাব নিয়ে বলছিল যে সে অনেক বড় একটি হোটেলে থাকবে৷ সে সেখানে চলে যাবে৷ এর কিছুক্ষন পরে যখন নায়িকা ভিতরে চলে যায় অনেকক্ষণ পরে তখন নায়িকা দেখতে থাকে যে নায়ক সেখানে বসে রয়েছে৷ তখন নায়িকা বলে যে সে যাচ্ছে না কেন৷ তখন সে সত্য বলে দেয়৷ এর কিছুক্ষণ পরে এখানে নায়িকা বলে যে সমস্যা নেই সে তার সাথে রুম ভাগাভাগি করতে থাকতে পারবে৷ তবে এখন তার যা টাকা খরচ হবে সবকিছুই যেন নায়ক পরবর্তীতে পরিশোধ করে দেয়৷ এরকম একটি কথা সে বলেছিল৷ এরপর নায়ক সেই কথাতে রাজি হয়ে যায়৷ এরপর তারা বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করে৷ বিভিন্ন জায়গায় তারা সময় অতিবাহিত করতে থাকে ।
নায়িকা এখানে নায়কে তার পাশে রাখার জন্য একটি শর্ত দিয়েছিল৷ সেই শর্ত ছিল নায়িকা এখানে যে আসল কারণে এসেছে সেই কাজটি যদি সে একা একা পূরণ করে তাহলে তার অনেক কষ্ট হবে৷ তাই এখানে সে নায়ককে নিয়ে এসেছে তার কাজ করার জন্য৷ তারা দুজনে একসাথে কাজ সম্পন্ন করতে থাকে। নায়িকা এখানে এসেছিল তার মা রয়েছে, তাকে খোঁজার জন্য৷ তার মা এখানে অনেক আগে এসেছেন । তার বাবা না থাকার কারণে তার মা এখানে চলে আসেন৷ এখন নায়িকা অনেক বড় হয়ে গিয়েছে৷ এখন সে তার মাকে খুঁজতে খুঁজতে অনেক দূর পর্যন্ত চলে এসেছে৷ যখন সেখানে এসে তার মাকে সে খুঁজতে খুঁজতে অনেক জায়গায় ঘোরাঘুরি করছে তখন নায়ক সহ সেখানে তারা অনেক জায়গায় যায়৷ বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে৷ সবাই জিজ্ঞাসা করতে থাকে আসলে নায়িকার মা কোথায় রয়েছে । তখন নায়িকা শেষ পর্যন্ত তাকে খুঁজে পায়৷ সেখানে নায়িকার মা নায়িকাকে দেখে অনেক খুশি হয়ে যান৷ এর পরবর্তীতে সেখানে নায়ককে রেখে তারা যখন ভেতরের দিকে চলে যাচ্ছিল৷ তখন নায়ক বলে যে সে ভিতরে আসবে কিনা৷ তখন তারা সবাই বলে যে আসো সমস্যা নেই৷ এর পরবর্তীতে নায়ক এবং নায়িকার মিল হয় এবং তারা দুজন দুজনের ভালোবাসা প্রকাশ করে এবং এভাবে নাটকটি শেষ হয়ে যায়৷
আমার ব্যক্তিগত মতামত।
খুব সুন্দর একটি নাটক ছিল এটি৷ নাটকের মধ্যে যেভাবে খুবই সুন্দর ভাবে সবকিছু শেয়ার করা হয়েছে তা আমাদের বাস্তব জীবনে আমরা দেখতে পাই৷ এখানে প্রথমে তারা দুজনে অপরিচিত হিসেবে ছিল৷ এখানে নায়েকের সাথে তার দেখা হয় এবং তাদের দুজনের পরিচয় হয়৷ এর পরবর্তীতে তারা দুজনে একসাথেই থাকে৷ তারা একে অপরের সাথে অনেক ধরনের কথাবার্তা বলার পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে৷ সেখানে নায়িকা নায়ককে শর্ত দিয়েছিল৷ সেই শর্ত পূরণ করার জন্য নায়ক অনেক বেশি কষ্ট করতে থাকে৷ সেখানকার এলাকার যে সকল স্থায়ী মানুষজন ছিল সে তাদের সাথে অনেক কথাবার্তা বলে৷ সবার সাথে অনেক ধরনের কথাবার্তা বলার পাশাপাশি সেখানে নায়িকার মায়ের আস্তানা খুঁজতে থাকে৷ শেষ পর্যন্ত অনেক দূর পর্যন্ত গিয়ে তারা বাসা পেয়ে যায়৷ সেখানে নায়িকা যায় এবং তাদের সাথে কথাবার্তা বলতে থাকে৷ পরবর্তীতে নায়ককেও সেখানে প্রবেশ করানো হয়৷ এর পরবর্তীতে তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই নায়ক তার ভালোবাসার কথা নায়িকার সামনে প্রকাশ করে৷ এভাবে তারা একে অপরের জীবন সঙ্গী হয়ে যায়৷ আমরা আমাদের বাস্তব জীবনে এমন অনেক কিছুই দেখতে পাই৷ আমাদের হয়তো এমন কিছু মানুষের সাথে দেখা হয়ে যায় যাদেরকে আমরা কখনো চিনতাম না৷ তবে একটা সময় তাদের সাথে আমরা সময় অতিবাহিত করতে করতে তারাই আমাদের প্রিয় মানুষ হয়ে যায়।
আমার ব্যক্তিগত মতামত অনুসারে নাটকের রেটিংঃ |
---|
৯.৬/১০
সমাপ্ত
ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিচ্ছি।আগামিতে অন্য কোন নাটকের রিভিউ নিয়ে আবারও হাজির হবো।ভালো থাকবেন সবাই।আর কষ্ট করে রিভিউটি যারা পড়ছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক।
VOTE @bangla.witness as witness
OR


ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | নাটক রিভিউ । |
অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার।২০১৮ সালের জানুয়ারি মাস থেকে আমি স্টিমিট এ কাজ করি।আর এই প্লাটফর্মে জয়েন করি শখের বসে। আর সে থেকেই আজ অব্দি ভালোলাগা থেকেই কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি,আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।
অনেক ভালো লেগেছে আমার কাছে আজকের এই নাটকটার রিভিউ সম্পূর্ণ পড়তে। নাটকের রিভিউ আমার অনেক ভালো লাগে। আমি মাঝেমধ্যেই নাটক দেখার জন্য চেষ্টা করি। তবে সময়ের কারণে এখন আর খুব একটা নাটক দেখতে পারিনা। কিন্তু আমি যখনই নাটক দেখি তখনই শিক্ষনীয় নাটকগুলো দেখার জন্য চেষ্টা করি। এই নাটকটা অনেক সুন্দর ছিল। আপনি খুব সুন্দর ভাবে রিভিউ টা উপস্থাপন করেছেন।
অনেক সুন্দর একটা নাটকের রিভিউ পড়লাম আজকে। আমি সময় পেলে নাটক দেখার চেষ্টা করি। তবে ব্যস্ততার জন্য খুব একটা নাটক দেখা হয় না। আমার কাছে এরকম সুন্দর এবং শিক্ষনীয় নাটক দেখতে অসম্ভব ভালো লাগে। তবে আমি নাটকের থেকে মুভি একটু বেশি দেখি। যার কারণে নাটক এখন একেবারেই কম দেখা হয়। অনেক সময় শর্ট ভিডিওর মধ্যেও নাটকের সংক্ষিপ্ত কাহিনী দেখি। আজ আপনি যে নাটকের রিভিউ টা নিয়ে আমাদের সবার মাঝে উপস্থিত হয়েছেন, এটা সত্যি খুব সুন্দর ছিল।
নাটক দেখতে আমার কাছে ভালোই লাগে। সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করেছেন আপনি। যদি ও। নাটকটি এখনো দেখা হয়নি তবে রিভিউ এর মাধ্যমে পড়ে আমার কাছে বেশ ভালো লেগেছে। সময় করে নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য।
1 | https://x.com/Nevlu123/status/1915444703354663267
2 | https://x.com/Nevlu123/status/1915445213503557969
3 | https://x.com/Nevlu123/status/1915445876853793280
4 | https://x.com/Nevlu123/status/1915446017673379889
5 | https://x.com/Nevlu123/status/1915446364772913243
6 | https://x.com/Nevlu123/status/1915446600706765121