এ কি শুধুই সন্ত্রাস? ভাবতে পারি না। স্তব্ধ হয়ে গেছি। তবে কাশ্মীর বরাবরই এমন। ২০১৬ তে গিয়েছিলাম, তখনও সোনমার্গে হামলা হয়েছিল। সেদিন আমরা গুলমার্গে। শ্রীনগর থেকে রাত দুটো নাগাদ কনভয় দিয়ে টুরিস্টদের জম্বু পর্যন্ত নামিয়ে দেওয়া হয়েছিল। সেও এক ভয়াবহ অভিজ্ঞতা। রাস্তায় টায়ার জ্বলছে। মিলিটারিতে ছয়লাপ। তারপর থেকে কাশ্মীর বাকেট লিস্ট থেকে বয়কট করেছি।
এবারে যেটা হল তা অত্যন্ত নিন্দনীয়। ধর্ম দেখে হত্যা মেনে নেওয়া যায় না৷ এটা আসলেই তো মানুষ মারা নয়। ধর্মযুদ্ধ লাগানোর তুমুল প্রচেষ্টা।