You are viewing a single comment's thread from:
RE: হঠাৎ করেই একটি গদ্য লিখলাম। নাম - উইকেন্ড।
নিজের সঙ্গে নিজে কাটানোর সৌভাগ্য সকলের হয় না। নিজের সাথে নিজে কাটালে সব থেকে বেনিফিট হল নিজেকে অনেক বেশি চেনা যায়। ফলে দোষের বিচার করে সেইগুলোকে যেমন শোধরানোও যায় তেমনি গুনের বিচার করে সেইগুলিকে ধারালোও করা যায়। একদিন এক বন্ধুর সাথে আলোচনা হচ্ছিল, জীবনে একাকীত্বের কতখানি প্রয়োজন। জানো জীবনে একা না হলে সৃষ্টি হয় না৷ আর সেই কারণেই হয়তো সৃষ্টিশীল মানুষরা একা থাকেন।
একাকীত্বকেও যদি পজিটিভলি নেওয়া যায় তবে তারও অনেক সুন্দর দিক আছে।
যদিও এ আমার ব্যক্তিগত মতামত। তোমার চিন্তার সাথে হয়তো মিলবে না৷ যাইহোক গদ্যটা ভালো লাগল।