শিপুর পক্স হয়েছে শুনে মনটা খারাপ হয়ে গেল। ভাইয়ের যত্ন নাও। তবে ভাইকে মশারির ভেতর থাকতে বলো। নিজে খুব একটা বেশি কাছে যেও না। পক্স সত্যিই খুব ছোঁয়াচে৷ হোস্টেলে থাকা কালীন আমার রুমমেটের হয়েছিল। সেখান থেকে আমারও হয়ে গেছিল। খুব কষ্ট পেয়েছি। সাবধানে থেকো। এই সময়েই তো পক্স হয়।