You are viewing a single comment's thread from:

RE: স্কিনকেয়ার প্রোডাক্ট এর জন্য অনলাইন শপিং ই ভরসা

in আমার বাংলা ব্লগ12 days ago

আমার একটা প্রশ্ন আছে আপু, কিম কেয়ার প্রোডাক্টগুলো আসলে কি কি? কি মাখলে স্কিন কেয়ার হয়? আমি আজও বুঝে উঠতে পারলাম না৷ ফলে কি কিনব আর কি মাখব সেটা ভাবতে ভাবতেই অর্ধেক জীবন পেরিয়ে গেল৷ আপাতত ড্রাই ওয়েদারের জন্য একটা বডি লোশন কিনেছি। ওটাই মেখে নিই৷ মাঝে মাঝে মুখেও। 😆

আর ঠোঁট ফাটলে বোরলিন। এর বাইরে আমার পরিচিতরা অনেক কিছুই মাখে। কিছু তরল জলের মতো জিনিস মুখে ফুস ফুস করে স্প্রেও করে দেয়৷ আমি লজ্জার মাথা খেয়ে জিজ্ঞেস করতে পারিনি এগুলোকে কি বলে, মানে কি বলে সার্চ করলে কিনতে পারব।

Sort:  
 12 days ago 

হাহাহা,you are so sweet!
মূল ব্যাপার অন্য কিছু।সেটা হলো, "সুন্দরীদের অতো মাখতে হয় না।"
তবে যেটা স্ট্রিক্টলি মানা উচিত সেটা হলো, সানস্ক্রিন দেওয়া।আর বেসিক স্কিন কেয়ার হলো সানস্ক্রিন,মাইসেলার ওয়াটার,ময়েশ্চারাইজার,সিরাম,টোনার,নাইট ক্রিম(এক মাসেই ফর্সা সেসব না আবার।ওসব দিলে মুখ শেষ।)।

 12 days ago 

মাইসেলার ওয়াটার, সিরাম এসব কি? কখন মাখে? এতো মনে রাখব কি করে আপু?

রাতে ক্রিম!

আমাকে তো তবে চার্ট বানিয়ে বিছানার পাশে চিটিয়ে রাখতে হবে৷ তা নইলে কার জায়গায় কি মাখব তা নিয়ে আর কিছু বললাম না। আপনি হাসবেন৷

আপু আজ পর্যন্ত যে ফেসিয়াল করিনি কোনদিন।