You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৯৩

স্মৃতির বুকে আগুন জ্বলে,
বন্ধুত্বের ছায়া চলে।
নদীর ঢেউয়ে কান্না ভাসে,
পাহাড় চুপে ব্যথা হাসে।
বিচ্ছেদ নামে ঘুমহীন,
তবু রয় সে বন্ধুরই দিন।