মানুষ তো বরাবরই আত্মকেন্দ্রিক এবং নিজের ভালো ছাড়া আর কিছুই বোঝেনা। যুগ যুগ ধরে নানান ঘটনা যদি আপনি পর্যালোচনা করেন তাহলে বুঝতে পারবেন, নিজে ক্ষুধার্ত থেকে বাকিদের খাইয়েছে এমন মানুষের সংখ্যা খুবই কম রবিবার থাকে তারা কেবলমাত্র ভালোবাসার বসবর্তি হয়ে পড়েছে। তবে বর্তমানে আমরা ক্রমশ সেই আদিম যুগের দিকেই চলে যাচ্ছি যেখানে মানুষের হিংস্রতা অনেক প্রকট ছিল। এটাই তো উন্নয়ন। কি করা যাবে। দেখে যাই।