বউ আর মা এই দুটি হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক কিন্তু তোমার বাড়িতে এই সম্পর্কটা যে এত মধুর হয়ে উঠেছে তা দেখে খুবই ভালো লাগলো। সাধারণত মধুর থাকে না কিন্তু সাথীর গুনে ভালোবাসায় এবং অবশ্যই তোমার স্ত্রীর ভালোবাসা ও শ্রদ্ধা মিলেমিশে এত সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। যে জায়গায় বেড়াতে গেছো বেশ ভালো লাগছে দেখে নীলফামারী যে এত সুন্দর জায়গা আগে তো জানতাম না তোমার পোস্ট পড়ে পড়ে জানি। এভাবেই ভালো থাকো সবাইকে নিয়ে এই কামনা করি।
দোয়া করো, সব সময় যেন এভাবেই থাকতে পারি।