আহা আপু কি সুন্দর মেহেন্দি করেছেন! এতদিন গুগল থেকে মেহেন্দি ডিজাইন ডাউনলোড করতাম এবং এত সুন্দর সুন্দর ডিজাইন হত এখন দেখছি আপনারাই এত সুন্দর বানিয়েছেন আপনাদের দেখে কখনো করলে করে ফেলতে পারব। প্রত্যেকটা অংশ নিখুঁত করে করেছেন। আমাদের এদিকে অনেক মেহেন্দির জল রয়েছে মেয়েরা প্রায়ই মেহেন্দি পড়ে হাতে যেকোনো উৎসব অনুষ্ঠান হলেই মেহেন্দি।
আমরাও যেকোনো অনুষ্ঠানে মেহেদি দেই। বিশেষ করে ঈদে দেওয়া হয়। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।