ইফতার উপলক্ষে সবাইকে দাওয়াত দিয়ে একসাথে খাওয়ার বিষয়টা আমার খুবই ভালো লাগছে। আমি অনেকের পোস্টেই পড়ছি সবাই কথা না কোথাও বা পরিবারের সাথে বা গ্রামের সাথে বা পাড়ার সাথে একসাথে ইফতার করছেন। কি যে আনন্দের সবার সাথে মিলেমিশে থাকা হয়তো এই উৎসবটাই আমাদের সবার মধ্যে মনুষ্যত্ব পূনরায় জাগিয়ে তুলছে। একে অপরের প্রতি রাগ অভিমান সবকিছু ভুলে আবার কাছে আসার সুযোগ। আপনার ইফতার উপলক্ষে খাবারের আয়োজন কিন্তু বেশ লোভনীয়। ভালো লাগল দেখে।