আমরা আম জনতা ভাই। আমাদের হার্ট অ্যাটাক হলে রাস্তায় মরে যাওয়াই ভবিতব্য।
সবার জন্য সমান ফেসিলিটিস থাকবে এত সুন্দর পরিকাঠামো আমাদের দেশগুলোতে নেই এটা দুঃখের কথা হলেও চরম বাস্তবতা। এই সমান সুবিধাভোগের জন্য অনেকেই অনেক লড়াই করেছেন তবে দেখা গেছে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ গল্প বারবার ফিরে এসেছে। তাই এসব আশাই করি না। আমি তো হার্ট এটাকে মরে যাব বডি পচে যাবে পুলিশ এসে দরজা খুলবে এরকম ভেবেই দিন কাটিয়ে দিচ্ছি। হি হি হি।
সমাজে বোধহয় আর কোনো রকম কোনো উন্নতি আমরা বেঁচে থাকতে দেখে যেতে পারবো না। গরিবের আবার সাধারণ মানুষরা আজীবন সুবিধাবঞ্চিত ছিল আজও আছে ভবিষ্যতেও যেন থেকেই যাবে ওই ভাবেই।
আপনার কথায় কিন্তু বেশ যুক্তি ছিল, বাস্তবতা বড্ড নিষ্ঠুর।