সত্যিই আপু পরিবার একটা বড় আশীর্বাদ আমাদের জীবনে। যাদের পরিবার আছে তারা খুব ভালোভাবেই বুঝবে পরিবার আসলে কি। উৎসবের দিনগুলোতে পরিবার পাশে থাকার খুবই প্রয়োজন না হলে উৎসব কোনভাবেই আনন্দ মুখরিত হয়ে ওঠে না। এই যে আমি দীর্ঘদিন প্রবাসে রয়েছি। এখানে তো আমরা তিন জন ছাড়া আর কেউ নেই, তবে থাকতে থাকতে আশেপাশে অনেক বন্ধু-বান্ধব হয়ে গিয়েছে কিন্তু তারা কেউ পরিবার নয়। তাই যে কোন উৎসব আসলে আমরা তো খুবই মনে করি। কি জানি আপনার মত আমাদের বাড়ির লোকজনও আমাদের মিস করে নাকি।