আমরা যেমন দুর্গা পুজোতে কেনাকাটা করি পরিবারের সবার জন্য আপনারার জন্য ঈদ উপলক্ষে পড়ে থাকেন। আসলে বছরের একটা বার বাড়ির সবাইকে এবং আপনজনদের ভালোবেসে কিছু পরালে মনটাও ভালো থাকে আমার মনে হয় সম্পর্ক ভালো থাকে। টাকা তো সারা বছরই আসে আর যায়। একটু না হয় বেশি খরচা হলো আর সেই কথা ভেবে সারা বছর ধরে অল্প অল্প করে জমিয়ে রাখলে বিষয়টা আরো সহজ হয়।
একদম ঠিক বলেছেন, এই সময়টাতে প্রচুর পয়সা খরচা হয়।