প্রকৃতি বড়ই সুন্দর। আপনার প্রতিটা ফটোগ্রাফিই তেমন নিদর্শন দিয়ে যাচ্ছে। নদীর ছবিট দেখে ভাবছি, নদী শান্ত থাকলে এক রকম আর উত্তাল হলে আরেক রূপ তাই না? গাছ ঘেরা পথ দেখতে খুব ভাল লাগছে। এমই যদি হত আমাদের প্রতিটা রাস্তা কী ভালই না লাগত। খুব উপভোগ করলাম আপনার ছবিগুলো।
হ্যাঁ দিদি শান্ত নদীর রুপ একরকম আলুর তাল নদীর উপর আরেকরকম। আসলেই প্রতিটি রাস্তা যদি এমন সবুজ গাছে ভরে থাকত তাহলে দেখতে দারুণ লাগতো। অনেক সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।