You are viewing a single comment's thread from:

RE: আবেগের কবিতা || হৃদয়ের অস্থিরতা || Original Poetry by @hafizullah

in আমার বাংলা ব্লগ22 hours ago

কী অপূর্ব কথাগুলো।

দুঃস্বপ্ন নিয়ে বেঁচে থাকার চেয়ে
বিদ্রোহের মৃত্যু শ্রেষ্ঠ

বিদ্রোহ প্রকাশের জন্য আলাদাই মেরুদণ্ড লাগে৷ সাহস লাগে। সব মেনে নেওয়াতে জীবন ম্রিয়মাণ হয়ে যায়। আসলে পরিস্থিতি এমন তৈরি হয় যে মেনে নিতে থাকলে আমাদের পিঠ দেওয়ালে ঠেকেই যাবে। এর থেকে ঢের ভালো নিজের কথাগুলো ও নিজের মতামতে স্পষ্ট হয়ে টিকে থাকা।

খুব ভালো লিখেছেন কবিতাটি। বক্তব্যটি ভীষণ ভালো লাগল।